Ajker Patrika

‘গণতন্ত্র নেই বলেই দিনকাল পত্রিকা বন্ধ করা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ০০
‘গণতন্ত্র নেই বলেই দিনকাল পত্রিকা বন্ধ করা হয়েছে’

গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না। যেহেতু দেশে গণতন্ত্র নেই, তাই দৈনিক দিনকাল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সাংবাদিক নেতারা।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন-বিআরজের উদ্যোগে দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তাঁরা। 

প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে কবি আব্দুল হাই শিকদার বলেন, গণতন্ত্র না থাকলে সংবাদপত্রের স্বাধীনতা থাকে না। ভিন্ন মতাবলম্বীদের দমনপীড়ন করা হয়। দিনকাল পত্রিকা বন্ধের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে দেশে গণতন্ত্র নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আসবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, এই পত্রিকা বন্ধের কারণে দেড় হাজার সাংবাদিক বেকার হয়ে গেছেন। এটা সাংবাদিকদের রুটিরুজির বিষয়। যদি অবিলম্বে দিনকাল পত্রিকা খুলে দেওয়া না হয়, তবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী, দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত