
গাজীপুরের শ্রীপুরে ফুলচাষি দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শনে গেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের সহকারী রাষ্ট্রদূত পাওলা রোস সিনড্রেলা। আজ শুক্রবার সকালে শ্রীপুর পৌর শহরের কেওয়া পুর্বখন্ড গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ফুলচাষি দেলোয়ার হোসেনের বাহারি রঙের টিউলিপ বাগানে ঢোকেন ডাচ্ সহকারী রাষ্ট্রদূত।
পরে তিনি বেশ কিছুক্ষণ টিউলিপ বাগানের চারপাশ ঘুরে ঘুরে দেখেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে টিউলিপ ফুল চাষে তাঁর রাষ্ট্রের পক্ষ থেকে সকল ধরনের কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।
প্রজেক্ট ব্যবস্থাপক সেলিনা হোসেন শেলী বলেন, সকাল সাড়ে দশটার দিকে ডাচ্ সহকারী রাষ্ট্রদূত আমাদের বাগান পরিদর্শনে আসেন। পরে তিনি খুবই উচ্ছ্বাস প্রকাশ করেন। ঘুরে দেখেন বাগানের চারপাশ। পরে দুপুরে আমাদের পারিবারিক পিঠা আয়োজনে তিনি যোগ দিয়ে আনন্দ প্রকাশ করেন। এ সময় তাঁর সঙ্গে নেদারল্যান্ডসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফুলচাষি দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা তৃতীয়বারের মতো টিউলিপ ফোটাতে সক্ষম হয়েছি। প্রথমবার অল্প পরিসরে করলেও এবার একটু বড় পরিসরে করেছি। এবার আমাদের কাছ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ইউএসডির একটি প্রকল্প পিকেএসপি সংস্থার মাধ্যমে ৪০ হাজার বাল্ব (বীজ) নিয়ে বিভিন্ন খামারিদের মাধ্যমে টিউলিপ ফুল চাষ করাচ্ছে।
এ ছাড়া যশোর বিএডিসি আমাদের কাছ থেকে ৫ হাজার বাল্ব (বীজ) নিয়ে টিউলিপ ফুলের পরীক্ষামূলক চাষ করছে। এ ফুল চাষে আমাদের পক্ষ থেকে চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এবার আমরা ৭০ হাজার টিউলিপ বাল্ব (বীজ) নেদারল্যান্ডস থেকে সংগ্রহ করেছি। যার ২৫ হাজার আমাদের নিজেদের মৌমিতা ফ্লাওয়ার্সে রোপণ করেছি।’
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান বলেন, সকালে নেদারল্যান্ডসের সহকারী রাষ্ট্রদূত দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শনে আসেন। এ সময় কৃষি অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক এম বশির আহমের ও গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম সঙ্গে ছিলেন। এ সময় ডাচ্ সহকারী রাষ্ট্রদূত নানা সহায়তার আশ্বাস দেন।

গাজীপুরের শ্রীপুরে ফুলচাষি দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শনে গেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের সহকারী রাষ্ট্রদূত পাওলা রোস সিনড্রেলা। আজ শুক্রবার সকালে শ্রীপুর পৌর শহরের কেওয়া পুর্বখন্ড গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ফুলচাষি দেলোয়ার হোসেনের বাহারি রঙের টিউলিপ বাগানে ঢোকেন ডাচ্ সহকারী রাষ্ট্রদূত।
পরে তিনি বেশ কিছুক্ষণ টিউলিপ বাগানের চারপাশ ঘুরে ঘুরে দেখেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে টিউলিপ ফুল চাষে তাঁর রাষ্ট্রের পক্ষ থেকে সকল ধরনের কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।
প্রজেক্ট ব্যবস্থাপক সেলিনা হোসেন শেলী বলেন, সকাল সাড়ে দশটার দিকে ডাচ্ সহকারী রাষ্ট্রদূত আমাদের বাগান পরিদর্শনে আসেন। পরে তিনি খুবই উচ্ছ্বাস প্রকাশ করেন। ঘুরে দেখেন বাগানের চারপাশ। পরে দুপুরে আমাদের পারিবারিক পিঠা আয়োজনে তিনি যোগ দিয়ে আনন্দ প্রকাশ করেন। এ সময় তাঁর সঙ্গে নেদারল্যান্ডসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফুলচাষি দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা তৃতীয়বারের মতো টিউলিপ ফোটাতে সক্ষম হয়েছি। প্রথমবার অল্প পরিসরে করলেও এবার একটু বড় পরিসরে করেছি। এবার আমাদের কাছ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ইউএসডির একটি প্রকল্প পিকেএসপি সংস্থার মাধ্যমে ৪০ হাজার বাল্ব (বীজ) নিয়ে বিভিন্ন খামারিদের মাধ্যমে টিউলিপ ফুল চাষ করাচ্ছে।
এ ছাড়া যশোর বিএডিসি আমাদের কাছ থেকে ৫ হাজার বাল্ব (বীজ) নিয়ে টিউলিপ ফুলের পরীক্ষামূলক চাষ করছে। এ ফুল চাষে আমাদের পক্ষ থেকে চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এবার আমরা ৭০ হাজার টিউলিপ বাল্ব (বীজ) নেদারল্যান্ডস থেকে সংগ্রহ করেছি। যার ২৫ হাজার আমাদের নিজেদের মৌমিতা ফ্লাওয়ার্সে রোপণ করেছি।’
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান বলেন, সকালে নেদারল্যান্ডসের সহকারী রাষ্ট্রদূত দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শনে আসেন। এ সময় কৃষি অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক এম বশির আহমের ও গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম সঙ্গে ছিলেন। এ সময় ডাচ্ সহকারী রাষ্ট্রদূত নানা সহায়তার আশ্বাস দেন।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৭ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে