রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় পাঁচজনের মৃত্যু হওয়ার কয়েক ঘণ্টা পরেই পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীরামপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লা। তিনি বলেন, ‘খবর পেয়ে অজ্ঞাত লাশ উদ্ধারের কাজ শুরু করেছি। বিস্তারিত পরে বলা যাবে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস মেথিকান্দা রেলস্টেশনে ঢোকার আগে শ্রীরামপুর রেলগেট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তিকে রেললাইনে দাঁড়িয়ে থাকতে দেখেন। ট্রেনের চালক বারবার হর্ন দিচ্ছিলেন। এর পরও তিনি রেললাইন থেকে না সরায় ট্রেনের নিচে কাটা পড়েন। তাঁর শরীরের বিভিন্ন অংশ কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারের কাজ করছে।
এর আগে আজ সকালে পলাশতলী ইউনিয়নের কমলপুরের খাকচক এলাকায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এখনো তাঁদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
মেথিকান্দা রেলস্টেশন মাস্টার আশরাফ আলী বলেন, কমলপুরের খাকচক এলাকায় রেললাইনের পাশে ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হওয়ার ঘটনা আজ ভোর ৪টা থেকে ৬টার মধ্যে ঘটতে পারে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে কাটা পড়ে এই পাঁচজনের মৃত্যু হয়েছে। ট্রেনটি মেথিকান্দা স্টেশন ৫টা ৪৮ মিনিটের দিকে অতিক্রম করে। মেথিকান্দা রেলস্টেশন থেকে দেড় কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে।
জেলার সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল-আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।’

নরসিংদীর রায়পুরায় পাঁচজনের মৃত্যু হওয়ার কয়েক ঘণ্টা পরেই পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীরামপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লা। তিনি বলেন, ‘খবর পেয়ে অজ্ঞাত লাশ উদ্ধারের কাজ শুরু করেছি। বিস্তারিত পরে বলা যাবে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস মেথিকান্দা রেলস্টেশনে ঢোকার আগে শ্রীরামপুর রেলগেট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তিকে রেললাইনে দাঁড়িয়ে থাকতে দেখেন। ট্রেনের চালক বারবার হর্ন দিচ্ছিলেন। এর পরও তিনি রেললাইন থেকে না সরায় ট্রেনের নিচে কাটা পড়েন। তাঁর শরীরের বিভিন্ন অংশ কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারের কাজ করছে।
এর আগে আজ সকালে পলাশতলী ইউনিয়নের কমলপুরের খাকচক এলাকায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এখনো তাঁদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
মেথিকান্দা রেলস্টেশন মাস্টার আশরাফ আলী বলেন, কমলপুরের খাকচক এলাকায় রেললাইনের পাশে ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হওয়ার ঘটনা আজ ভোর ৪টা থেকে ৬টার মধ্যে ঘটতে পারে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে কাটা পড়ে এই পাঁচজনের মৃত্যু হয়েছে। ট্রেনটি মেথিকান্দা স্টেশন ৫টা ৪৮ মিনিটের দিকে অতিক্রম করে। মেথিকান্দা রেলস্টেশন থেকে দেড় কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে।
জেলার সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল-আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
৮ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
৯ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ভারতে পালাতে সাহায্যকারী সঞ্জয় চিসিম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন...
২৫ মিনিট আগে
ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৩৯ মিনিট আগে