Ajker Patrika

নাশকতার মামলায় বিএনপির ১৩ নেতা-কর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০০: ১৩
নাশকতার মামলায় বিএনপির ১৩ নেতা-কর্মীর কারাদণ্ড

নাশকতার দুই মামলায় বিএনপির ১৩ নেতা-কর্মীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক এ রায় দেন। উভয় মামলার আসামিরা রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁদের পলাতক ঘোষণা করে রায় দেন আদালত। 

এর মধ্যে সরকারি কাজে বাধার অভিযোগে রাজধানীর শ্যামপুর থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ বিএনপির ১০ নেতা-কর্মীর দুই বছরের কারাদণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন জামাল হোসেন, সাইফুল ইসলাম, সালাহ উদ্দিন, সালাউদ্দিন, মোহাম্মদ আকাশ, সুজন, কামরুজ্জামান, কাজল, হাফিজ ও জাকির হোসেন। ২০১৩ সালের নভেম্বরে রাজধানীর শ্যামপুর থানা এলাকায় বিএনপি নেতা-কর্মীরা সরকারি কাজে বাধা দেয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্যামপুর থানায় মামলা করে। এদিকে, দ্রুত বিচার আইনে রাজধানীর ভাষানটেক থানার মামলায় বিএনপির তিন নেতা-কর্মীর দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন নান্টু জামান, তানভীর ওরফে জাপান ও আব্দুর রাজ্জাক। 

২০১৩ সালের অক্টোবরে রাজধানীর ভাষানটেক থানা এলাকায় ভাঙচুর করে বিএনপির নেতা-কর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করে। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মনিরুজ্জামান মনির রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত