ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নে নৌকার কর্মী ও বিএনপি নেতা এবং চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীর মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের সাতটি মোটরসাইকেলসহ নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচ কর্মী আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই প্রার্থী একে অপরকে দায়ী করে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আনেহলা ইউনিয়নের খায়েরপাড়া বাজার ও বগাজান এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নৌকা ও চশমা প্রতীকের প্রার্থীর কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের সাত-আটটি মোটরসাইকেল এবং নৌকার নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার মো. শাহজাহান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী শফিউর রহমান মুক্তারের কর্মীরা বগাজান এলাকায় আমার নির্বাচনী অফিস এবং খায়েরপাড়া বাজারে সাত-আটটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। হামলার ঘটনায় আমার চারজন কর্মী আহত হয়েছে।’
চশমা প্রতীকের প্রার্থী শফিউর রহমান মুক্তার বলেন, ‘শুরু থেকেই নৌকার প্রার্থী আমার কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে এবং প্রচারকাজে বাধা দিচ্ছে। শুক্রবার নৌকার কর্মীরা খায়েরপাড়া বাজারে আমার কর্মীদের ওপর হামলা চালালে এলাকার লোকজন উত্তেজিত হয়ে ওঠে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।’
ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসন যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সহ্য করা হবে না।’
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ‘ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নে নৌকার কর্মী ও বিএনপি নেতা এবং চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীর মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের সাতটি মোটরসাইকেলসহ নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচ কর্মী আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই প্রার্থী একে অপরকে দায়ী করে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আনেহলা ইউনিয়নের খায়েরপাড়া বাজার ও বগাজান এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নৌকা ও চশমা প্রতীকের প্রার্থীর কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের সাত-আটটি মোটরসাইকেল এবং নৌকার নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার মো. শাহজাহান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী শফিউর রহমান মুক্তারের কর্মীরা বগাজান এলাকায় আমার নির্বাচনী অফিস এবং খায়েরপাড়া বাজারে সাত-আটটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। হামলার ঘটনায় আমার চারজন কর্মী আহত হয়েছে।’
চশমা প্রতীকের প্রার্থী শফিউর রহমান মুক্তার বলেন, ‘শুরু থেকেই নৌকার প্রার্থী আমার কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে এবং প্রচারকাজে বাধা দিচ্ছে। শুক্রবার নৌকার কর্মীরা খায়েরপাড়া বাজারে আমার কর্মীদের ওপর হামলা চালালে এলাকার লোকজন উত্তেজিত হয়ে ওঠে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।’
ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসন যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সহ্য করা হবে না।’
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ‘ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৩ ঘণ্টা আগে