নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে গত শনিবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক শুভ শীল (২৫)। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
শুভ শীল ঝিনাইদহের বিকাশ শীলের ছেলে। তিনি সাভার পৌর এলাকার দক্ষিণপাড়ায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন শুভ।
এদিকে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ও আটকদের মধ্যে বিএনপি ও জামায়াতের উল্লেখযোগ্য কেউ নেই বলে দলীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুট ও সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অপরাধে সাভার থানায় সাতটি, আশুলিয়া থানায় তিনটি ও ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মানলায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সাভারে শতাধিক, আশুলিয়ায় ৩৭ জন ও ধামরাইয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার পৌর বিএনপির এক নেতা বলেন, গত সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। তাঁদের মধ্যে ধামরাই পৌর বিএনপির সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার রয়েছেন। তাঁকে আশুলিয়া থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওই নেতা জানান, পুলিশ গত সোমবার থেকে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বাসায় বাসায় অভিযান চালাচ্ছে। গত সোমবার সাভার পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানের মজিদপুরের বাসায় অভিযান চালায় পুলিশ। আবদুর রহমান তখন বাসায় ছিলেন না। পুলিশ এ সময় লিটন নামের তাঁর বাসার এক ভাড়াটিয়াকে ধরে নিয়ে যায়। লিটন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, ‘তিন থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি গ্রেপ্তার অভিযানও চলমান।’

ঢাকার সাভারে গত শনিবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক শুভ শীল (২৫)। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
শুভ শীল ঝিনাইদহের বিকাশ শীলের ছেলে। তিনি সাভার পৌর এলাকার দক্ষিণপাড়ায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন শুভ।
এদিকে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ও আটকদের মধ্যে বিএনপি ও জামায়াতের উল্লেখযোগ্য কেউ নেই বলে দলীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুট ও সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অপরাধে সাভার থানায় সাতটি, আশুলিয়া থানায় তিনটি ও ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মানলায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সাভারে শতাধিক, আশুলিয়ায় ৩৭ জন ও ধামরাইয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার পৌর বিএনপির এক নেতা বলেন, গত সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। তাঁদের মধ্যে ধামরাই পৌর বিএনপির সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার রয়েছেন। তাঁকে আশুলিয়া থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওই নেতা জানান, পুলিশ গত সোমবার থেকে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বাসায় বাসায় অভিযান চালাচ্ছে। গত সোমবার সাভার পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানের মজিদপুরের বাসায় অভিযান চালায় পুলিশ। আবদুর রহমান তখন বাসায় ছিলেন না। পুলিশ এ সময় লিটন নামের তাঁর বাসার এক ভাড়াটিয়াকে ধরে নিয়ে যায়। লিটন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, ‘তিন থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি গ্রেপ্তার অভিযানও চলমান।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে