নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে গত শনিবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক শুভ শীল (২৫)। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
শুভ শীল ঝিনাইদহের বিকাশ শীলের ছেলে। তিনি সাভার পৌর এলাকার দক্ষিণপাড়ায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন শুভ।
এদিকে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ও আটকদের মধ্যে বিএনপি ও জামায়াতের উল্লেখযোগ্য কেউ নেই বলে দলীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুট ও সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অপরাধে সাভার থানায় সাতটি, আশুলিয়া থানায় তিনটি ও ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মানলায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সাভারে শতাধিক, আশুলিয়ায় ৩৭ জন ও ধামরাইয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার পৌর বিএনপির এক নেতা বলেন, গত সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। তাঁদের মধ্যে ধামরাই পৌর বিএনপির সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার রয়েছেন। তাঁকে আশুলিয়া থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওই নেতা জানান, পুলিশ গত সোমবার থেকে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বাসায় বাসায় অভিযান চালাচ্ছে। গত সোমবার সাভার পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানের মজিদপুরের বাসায় অভিযান চালায় পুলিশ। আবদুর রহমান তখন বাসায় ছিলেন না। পুলিশ এ সময় লিটন নামের তাঁর বাসার এক ভাড়াটিয়াকে ধরে নিয়ে যায়। লিটন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, ‘তিন থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি গ্রেপ্তার অভিযানও চলমান।’

ঢাকার সাভারে গত শনিবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক শুভ শীল (২৫)। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
শুভ শীল ঝিনাইদহের বিকাশ শীলের ছেলে। তিনি সাভার পৌর এলাকার দক্ষিণপাড়ায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন শুভ।
এদিকে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ও আটকদের মধ্যে বিএনপি ও জামায়াতের উল্লেখযোগ্য কেউ নেই বলে দলীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুট ও সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অপরাধে সাভার থানায় সাতটি, আশুলিয়া থানায় তিনটি ও ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মানলায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সাভারে শতাধিক, আশুলিয়ায় ৩৭ জন ও ধামরাইয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার পৌর বিএনপির এক নেতা বলেন, গত সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। তাঁদের মধ্যে ধামরাই পৌর বিএনপির সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার রয়েছেন। তাঁকে আশুলিয়া থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওই নেতা জানান, পুলিশ গত সোমবার থেকে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বাসায় বাসায় অভিযান চালাচ্ছে। গত সোমবার সাভার পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানের মজিদপুরের বাসায় অভিযান চালায় পুলিশ। আবদুর রহমান তখন বাসায় ছিলেন না। পুলিশ এ সময় লিটন নামের তাঁর বাসার এক ভাড়াটিয়াকে ধরে নিয়ে যায়। লিটন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, ‘তিন থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি গ্রেপ্তার অভিযানও চলমান।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে