উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ত্রিমুখী বাসের সংঘর্ষে হেলপার আব্দুল মতিন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শতাব্দী পরিবহনের বাসচালক মো. জিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-১। র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমদ আজ সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
নোমান আহমদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর শাহ আলীর বিসিআইসি কলেজের সামনের শতাব্দী বাস কাউন্টার থেকে গতকাল রোববার রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার হওয়া জিয়া কিশোরগঞ্জের মো. কবিরের ছেলে।
র্যাব কর্মকর্তা বলেন, ‘গত শুক্রবার আবদুল্লাহপুরের হানিফ বাস কাউন্টারের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসের চালক জিয়া বেপরোয়া গতিতে ইউটার্ন করেন। এ সময় পেছন দিকে দাঁড়িয়ে থাকা সেবা গ্রীণ পরিবহনকে ধাক্কা দেয়। গ্রীণ লাইন বাসটি হানিফ পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে বাসের হেলপার আব্দুল মতিন বাস থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে প্রথমে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পরের দিন উত্তরা পশ্চিম থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়। ওই মামলায় জিয়াকে গ্রেপ্তার করা হয়।’
এএসপি নোমান আহমদ বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বাসের হেলপার আব্দুল মতিনের মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন।

রাজধানীর উত্তরায় ত্রিমুখী বাসের সংঘর্ষে হেলপার আব্দুল মতিন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শতাব্দী পরিবহনের বাসচালক মো. জিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-১। র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমদ আজ সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
নোমান আহমদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর শাহ আলীর বিসিআইসি কলেজের সামনের শতাব্দী বাস কাউন্টার থেকে গতকাল রোববার রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার হওয়া জিয়া কিশোরগঞ্জের মো. কবিরের ছেলে।
র্যাব কর্মকর্তা বলেন, ‘গত শুক্রবার আবদুল্লাহপুরের হানিফ বাস কাউন্টারের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসের চালক জিয়া বেপরোয়া গতিতে ইউটার্ন করেন। এ সময় পেছন দিকে দাঁড়িয়ে থাকা সেবা গ্রীণ পরিবহনকে ধাক্কা দেয়। গ্রীণ লাইন বাসটি হানিফ পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে বাসের হেলপার আব্দুল মতিন বাস থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে প্রথমে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পরের দিন উত্তরা পশ্চিম থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়। ওই মামলায় জিয়াকে গ্রেপ্তার করা হয়।’
এএসপি নোমান আহমদ বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বাসের হেলপার আব্দুল মতিনের মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন।

তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৬ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২০ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২০ মিনিট আগে
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা-পুলিশ।
২৪ মিনিট আগে