নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী রুটে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ডিশের তার পড়ে পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেলের চলাচল।
আজ মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর ১২টা ৩৬ মিনিটের দিকে চলাচল স্বাভাবিক হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রীরা হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন পোস্ট করেছেন।
এই বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, বাইরে থেকে একটি ডিশের তার মেট্রোরেলের লাইনের ওপর ফেলা হয়। তাই তারটি অপসারণ করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে তার অপসারণ করলে দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ডিএমটিসিএলের জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন আজকের পত্রিকাকে বলেন, এই বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন।
এর আগে ইংরেজি নববর্ষ বরণে থার্টি ফার্স্ট নাইটে (৩১ ডিসেম্বর রাতে) ওড়ানো বেশ কিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ায় রেল চলাচল ২ ঘণ্টা ১০ মিনিট বন্ধ রাখা হয়েছিল।
মাঝে মাঝেই এমন পরিস্থিতির জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে ইফতিখার হোসেন বলেন, তাঁরা সব সময় সচেতনতা তৈরি করার কথা বলছেন। এই বিষয়ে মাইকিংসহ বিভিন্ন প্রচারণাও করা হচ্ছে। পুলিশ ও মেট্রোরেলের কর্মীরা এমন ঘটনায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, তাঁরা আশা করবেন মানুষ এসব বিষয়ে আরও সচেতন হবেন।
এ বিষয়ে ভিন্ন কথা বলেন মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) জিহাদুল কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটির কারণে কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ ছিল। পরে তা ঠিক হয় এবং আবার চলাচল শুরু করে। তবে কী ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল সে ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, বিস্তারিত পরে জেনে বলা যাবে।
মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ডিশের তার পড়ায় এমন হয়েছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, তেমন কিছু না।’
উল্লেখ্য, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের চলাচল শুরু হয় ২০২২ সালের ২৯ ডিসেম্বর। আর গত বছর নভেম্বর ৫ তারিখ থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশও চালু করা হয়। ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল সকাল-সন্ধ্যা চলাচল করছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলছে মেট্রোরেল।

কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী রুটে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ডিশের তার পড়ে পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেলের চলাচল।
আজ মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর ১২টা ৩৬ মিনিটের দিকে চলাচল স্বাভাবিক হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রীরা হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন পোস্ট করেছেন।
এই বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, বাইরে থেকে একটি ডিশের তার মেট্রোরেলের লাইনের ওপর ফেলা হয়। তাই তারটি অপসারণ করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে তার অপসারণ করলে দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ডিএমটিসিএলের জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন আজকের পত্রিকাকে বলেন, এই বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন।
এর আগে ইংরেজি নববর্ষ বরণে থার্টি ফার্স্ট নাইটে (৩১ ডিসেম্বর রাতে) ওড়ানো বেশ কিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ায় রেল চলাচল ২ ঘণ্টা ১০ মিনিট বন্ধ রাখা হয়েছিল।
মাঝে মাঝেই এমন পরিস্থিতির জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে ইফতিখার হোসেন বলেন, তাঁরা সব সময় সচেতনতা তৈরি করার কথা বলছেন। এই বিষয়ে মাইকিংসহ বিভিন্ন প্রচারণাও করা হচ্ছে। পুলিশ ও মেট্রোরেলের কর্মীরা এমন ঘটনায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, তাঁরা আশা করবেন মানুষ এসব বিষয়ে আরও সচেতন হবেন।
এ বিষয়ে ভিন্ন কথা বলেন মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) জিহাদুল কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটির কারণে কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ ছিল। পরে তা ঠিক হয় এবং আবার চলাচল শুরু করে। তবে কী ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল সে ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, বিস্তারিত পরে জেনে বলা যাবে।
মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ডিশের তার পড়ায় এমন হয়েছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, তেমন কিছু না।’
উল্লেখ্য, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের চলাচল শুরু হয় ২০২২ সালের ২৯ ডিসেম্বর। আর গত বছর নভেম্বর ৫ তারিখ থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশও চালু করা হয়। ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল সকাল-সন্ধ্যা চলাচল করছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলছে মেট্রোরেল।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে