নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী রুটে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ডিশের তার পড়ে পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেলের চলাচল।
আজ মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর ১২টা ৩৬ মিনিটের দিকে চলাচল স্বাভাবিক হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রীরা হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন পোস্ট করেছেন।
এই বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, বাইরে থেকে একটি ডিশের তার মেট্রোরেলের লাইনের ওপর ফেলা হয়। তাই তারটি অপসারণ করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে তার অপসারণ করলে দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ডিএমটিসিএলের জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন আজকের পত্রিকাকে বলেন, এই বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন।
এর আগে ইংরেজি নববর্ষ বরণে থার্টি ফার্স্ট নাইটে (৩১ ডিসেম্বর রাতে) ওড়ানো বেশ কিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ায় রেল চলাচল ২ ঘণ্টা ১০ মিনিট বন্ধ রাখা হয়েছিল।
মাঝে মাঝেই এমন পরিস্থিতির জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে ইফতিখার হোসেন বলেন, তাঁরা সব সময় সচেতনতা তৈরি করার কথা বলছেন। এই বিষয়ে মাইকিংসহ বিভিন্ন প্রচারণাও করা হচ্ছে। পুলিশ ও মেট্রোরেলের কর্মীরা এমন ঘটনায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, তাঁরা আশা করবেন মানুষ এসব বিষয়ে আরও সচেতন হবেন।
এ বিষয়ে ভিন্ন কথা বলেন মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) জিহাদুল কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটির কারণে কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ ছিল। পরে তা ঠিক হয় এবং আবার চলাচল শুরু করে। তবে কী ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল সে ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, বিস্তারিত পরে জেনে বলা যাবে।
মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ডিশের তার পড়ায় এমন হয়েছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, তেমন কিছু না।’
উল্লেখ্য, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের চলাচল শুরু হয় ২০২২ সালের ২৯ ডিসেম্বর। আর গত বছর নভেম্বর ৫ তারিখ থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশও চালু করা হয়। ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল সকাল-সন্ধ্যা চলাচল করছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলছে মেট্রোরেল।

কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী রুটে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ডিশের তার পড়ে পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেলের চলাচল।
আজ মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর ১২টা ৩৬ মিনিটের দিকে চলাচল স্বাভাবিক হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রীরা হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন পোস্ট করেছেন।
এই বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, বাইরে থেকে একটি ডিশের তার মেট্রোরেলের লাইনের ওপর ফেলা হয়। তাই তারটি অপসারণ করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে তার অপসারণ করলে দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ডিএমটিসিএলের জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন আজকের পত্রিকাকে বলেন, এই বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন।
এর আগে ইংরেজি নববর্ষ বরণে থার্টি ফার্স্ট নাইটে (৩১ ডিসেম্বর রাতে) ওড়ানো বেশ কিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ায় রেল চলাচল ২ ঘণ্টা ১০ মিনিট বন্ধ রাখা হয়েছিল।
মাঝে মাঝেই এমন পরিস্থিতির জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে ইফতিখার হোসেন বলেন, তাঁরা সব সময় সচেতনতা তৈরি করার কথা বলছেন। এই বিষয়ে মাইকিংসহ বিভিন্ন প্রচারণাও করা হচ্ছে। পুলিশ ও মেট্রোরেলের কর্মীরা এমন ঘটনায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, তাঁরা আশা করবেন মানুষ এসব বিষয়ে আরও সচেতন হবেন।
এ বিষয়ে ভিন্ন কথা বলেন মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) জিহাদুল কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটির কারণে কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ ছিল। পরে তা ঠিক হয় এবং আবার চলাচল শুরু করে। তবে কী ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল সে ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, বিস্তারিত পরে জেনে বলা যাবে।
মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ডিশের তার পড়ায় এমন হয়েছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, তেমন কিছু না।’
উল্লেখ্য, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের চলাচল শুরু হয় ২০২২ সালের ২৯ ডিসেম্বর। আর গত বছর নভেম্বর ৫ তারিখ থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশও চালু করা হয়। ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল সকাল-সন্ধ্যা চলাচল করছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলছে মেট্রোরেল।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে