নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া সাজা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের সাজা আগামী ২০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেন। ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এর শুনানি হবে। বিচারকের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
এর আগে বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ ওই বিচারককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে তাঁকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়।
তবে রায়ের তিন ঘণ্টার মাথায় সোহেল রানার আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলের শর্তে তাঁকে ৩০ দিনের জামিনও দেন একই বেঞ্চ।
জানা গেছে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে ২০১৭ সালের ২৭ মার্চ কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়। মামলাটির কার্যক্রমের বৈধতা নিয়ে আসামিরা আবেদন করলে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। তবে হাইকোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও কুমিল্লার তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা মামলার বিচারকাজ পরিচালনা করেন।
উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করায় আসামি মামুন চৌধুরী বিষয়টি নিয়ে হাইকোর্টে আবেদন করেন। গত ১৪ আগস্ট হাইকোর্ট বিচারক সোহেল রানাকে তলব করেন। ২১ আগস্ট তিনি হাইকোর্টে হাজিরও হন এবং পরবর্তীকালে জবাব দাখিল ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তবে তাঁর ক্ষমা প্রার্থনা গ্রহণ না করে হাইকোর্ট কারাদণ্ডের রায় দেন।

আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া সাজা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের সাজা আগামী ২০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেন। ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এর শুনানি হবে। বিচারকের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
এর আগে বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ ওই বিচারককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে তাঁকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়।
তবে রায়ের তিন ঘণ্টার মাথায় সোহেল রানার আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলের শর্তে তাঁকে ৩০ দিনের জামিনও দেন একই বেঞ্চ।
জানা গেছে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে ২০১৭ সালের ২৭ মার্চ কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়। মামলাটির কার্যক্রমের বৈধতা নিয়ে আসামিরা আবেদন করলে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। তবে হাইকোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও কুমিল্লার তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা মামলার বিচারকাজ পরিচালনা করেন।
উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করায় আসামি মামুন চৌধুরী বিষয়টি নিয়ে হাইকোর্টে আবেদন করেন। গত ১৪ আগস্ট হাইকোর্ট বিচারক সোহেল রানাকে তলব করেন। ২১ আগস্ট তিনি হাইকোর্টে হাজিরও হন এবং পরবর্তীকালে জবাব দাখিল ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তবে তাঁর ক্ষমা প্রার্থনা গ্রহণ না করে হাইকোর্ট কারাদণ্ডের রায় দেন।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
১২ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
২৪ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
৩৮ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে