ঢামেক প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি

রাজধানীর হানিফ ফ্লাইওভার-সংলগ্ন আনন্দবাজারে রাস্তার উল্টো পথে বাইক চালানো এবং অনর্গল হর্ন বাজানোর প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। তাঁরা অভিযোগ করছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থী। তাঁরা হলেন—রায়হান, নিপু, সজীব ও কাউসার।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, আহত নিপু মাথার কয়েক জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁকে ১৫টি সেলাই দেওয়া হয়।
অমর একুশে হলের ছাত্র ফুয়াদ জানান, বিকেলে অমর একুশে হলের সামনের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তখন আনন্দবাজারের মুখে উল্টো পথে মোটরসাইকেল শোডাউন করে যাচ্ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সমর্থকেরা। তখন হলটির কয়েকজন শিক্ষার্থী তাঁদের উল্টো পথে যেতে নিষেধ করেন। এতেই ক্ষিপ্ত হন তাঁরা। তখন তাঁদের মধ্যে তর্কাতর্কি হয়। তখন ওই শিক্ষার্থীদের মারধর করা হয়। মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের যানজট নিরসনে কাজ করা এক কর্মীর হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে শিক্ষার্থীর মাথায় তাঁরা আঘাত করেন।
ফুয়াদ আরও জানান, হামলার সময় তাঁরা অস্ত্র বের করেন এবং দ্রুত পালিয়ে যান। ঘটনার সময় একাধিক পুলিশ সদস্য থাকা সত্ত্বেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।
এই ঘটনার পর চানখাঁরপুলের মেয়র হানিফ ফ্লাইওভারের মোড়ে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ, শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাত ৯টার সময় রাস্তা ছাড়েন শিক্ষার্থীরা। এ সময় অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ হল প্রশাসনের পক্ষ থেকে বাদী হয়ে মামলা করারও আশ্বাস দেন।
নিউমার্কেট জোনের উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে আসেন। এ সময় তিনি বলেন, বিকেলে আনন্দবাজার এলাকায় কিছু লোক শিক্ষার্থীসহ কয়েকজনকে মারধর করেন। এরপর শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। তবে শিক্ষার্থীরা আইন হাতে তুলে নেননি। শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসিবুর রহমান মানিক বলেন, ‘যাঁরা মারধর করছেন, তাঁরা কেউ আমার অনুসারী নন, তাঁদের আমি চিনি না। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

রাজধানীর হানিফ ফ্লাইওভার-সংলগ্ন আনন্দবাজারে রাস্তার উল্টো পথে বাইক চালানো এবং অনর্গল হর্ন বাজানোর প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। তাঁরা অভিযোগ করছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থী। তাঁরা হলেন—রায়হান, নিপু, সজীব ও কাউসার।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, আহত নিপু মাথার কয়েক জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁকে ১৫টি সেলাই দেওয়া হয়।
অমর একুশে হলের ছাত্র ফুয়াদ জানান, বিকেলে অমর একুশে হলের সামনের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তখন আনন্দবাজারের মুখে উল্টো পথে মোটরসাইকেল শোডাউন করে যাচ্ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সমর্থকেরা। তখন হলটির কয়েকজন শিক্ষার্থী তাঁদের উল্টো পথে যেতে নিষেধ করেন। এতেই ক্ষিপ্ত হন তাঁরা। তখন তাঁদের মধ্যে তর্কাতর্কি হয়। তখন ওই শিক্ষার্থীদের মারধর করা হয়। মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের যানজট নিরসনে কাজ করা এক কর্মীর হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে শিক্ষার্থীর মাথায় তাঁরা আঘাত করেন।
ফুয়াদ আরও জানান, হামলার সময় তাঁরা অস্ত্র বের করেন এবং দ্রুত পালিয়ে যান। ঘটনার সময় একাধিক পুলিশ সদস্য থাকা সত্ত্বেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।
এই ঘটনার পর চানখাঁরপুলের মেয়র হানিফ ফ্লাইওভারের মোড়ে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ, শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাত ৯টার সময় রাস্তা ছাড়েন শিক্ষার্থীরা। এ সময় অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ হল প্রশাসনের পক্ষ থেকে বাদী হয়ে মামলা করারও আশ্বাস দেন।
নিউমার্কেট জোনের উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে আসেন। এ সময় তিনি বলেন, বিকেলে আনন্দবাজার এলাকায় কিছু লোক শিক্ষার্থীসহ কয়েকজনকে মারধর করেন। এরপর শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। তবে শিক্ষার্থীরা আইন হাতে তুলে নেননি। শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসিবুর রহমান মানিক বলেন, ‘যাঁরা মারধর করছেন, তাঁরা কেউ আমার অনুসারী নন, তাঁদের আমি চিনি না। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

লক্ষ্মীপুরের রায়পুরে বিষয়ভিত্তিক চিকিৎসক না রেখে রোগীদের সঙ্গে প্রতারণা ও লাইসেন্স না থাকায় ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল এবং রায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন জোটের শরিককে ছেড়ে দিলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মন্নান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এলাকাবাসী ও কর্মী সমর্থকদের অবরোধের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বলে জানিয়েছেন।
২৫ মিনিট আগে
প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মানহানির মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে সকলের অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। আমরা আশা করি, মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে।’
১ ঘণ্টা আগে