নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রুট পারমিটহীন বাস-মিনিবাস বন্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথ অভিযান পরিচালনা করেছে। গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা সিটির ভেতরে চলাচলের অনুমোদন নেই—এমন বাস ও মিনিবাসগুলোকে জরিমানা করে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ রোববার বেলা ১২টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে দুপুর ২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে রুট পারমিটহীন ও রুট পারমিটের মেয়াদহীন বাসগুলোকে সর্বোচ্চ ৮ হাজার ও সর্বনিম্ন ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও ফিরোজা পারভীনের অধীনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ১০টি বাসকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৫২ হাজার টাকা আদায় ও ৫ হাজার টাকা অনাদায় রয়েছে।
অভিযানের বিষয়ে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বিআরটিএর যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে মূলত ঢাকা শহরে চলাচলের অনুমোদন ছাড়াই শহরে চলাচলকারী বাস ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমাদের অভিযানে কোনো ফিটনেসহীন পরিবহন পাওয়া না গেলেও রুট পারমিট ভায়োলেশন করেছে এবং রুট পারমিটের মেয়াদ নেই—এমন বাসগুলোকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।’
রুট পারমিট না থাকলেও শুধু জরিমানা করে কেন এই যানবাহনগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘যেহেতু এসব পরিবহনকে মোটা অঙ্কের জরিমানা করা হচ্ছে, সেহেতু এর মাধ্যমে এই মেসেজটা তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, তারা যেন দ্রুত কাগজটা ঠিক করে নেয়। তারা বুঝবে আমি যদি রুট পারমিট ভায়োলেশন করি, তাহলে আমাকে যে টাকা জরিমানা করা হবে, সেই টাকায় আমি আমার কাগজপত্র ঠিক করতে পারব।’
অভিযানে সর্বোচ্চ ৮ হাজার টাকা জরিমানা করা হয় রূপান্তর পরিবহনের একটি বাসকে। এই বাসের ঢাকার বাইরের রুটে চলাচলের অনুমোদন থাকলেও ঢাকা শহরে নেই। কিন্তু বাসটি শহরের ভেতরই চলাচল করছিল। রুট পারমিট ভায়োলেশন ও রুট পারমিটের মেয়াদ না থাকায় বন্ধন পরিবহনের একটি বাসকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। বাসটি সায়েদাবাদ থেকে নারায়ণগঞ্জ রুটে চলাচলের অনুমতি নিয়ে ঢাকা শহরে চলাচল করছিল। এ ছাড়া সাভার ও ঘিওর রুটে চলাচলের অনুমতি নিয়ে মোহাম্মদপুর থেকে সাইনবোর্ড রুটে চলাচল করা মিডলাইন পরিবহনের একটি বাসকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। রুট পারমিট না থাকায় জরিমানা গুনতে হয়েছে রজনীগন্ধা পরিবহনের দুটি বাস, দোয়েল, খাজাবাবা, স্বদেশ, দোলা, বন্ধন, হিমাচল ও বাহন পরিবহনের একটি করে বাসকে।
যৌথ এ অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল সাবরিন।

বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রুট পারমিটহীন বাস-মিনিবাস বন্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথ অভিযান পরিচালনা করেছে। গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা সিটির ভেতরে চলাচলের অনুমোদন নেই—এমন বাস ও মিনিবাসগুলোকে জরিমানা করে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ রোববার বেলা ১২টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে দুপুর ২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে রুট পারমিটহীন ও রুট পারমিটের মেয়াদহীন বাসগুলোকে সর্বোচ্চ ৮ হাজার ও সর্বনিম্ন ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও ফিরোজা পারভীনের অধীনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ১০টি বাসকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৫২ হাজার টাকা আদায় ও ৫ হাজার টাকা অনাদায় রয়েছে।
অভিযানের বিষয়ে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বিআরটিএর যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে মূলত ঢাকা শহরে চলাচলের অনুমোদন ছাড়াই শহরে চলাচলকারী বাস ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমাদের অভিযানে কোনো ফিটনেসহীন পরিবহন পাওয়া না গেলেও রুট পারমিট ভায়োলেশন করেছে এবং রুট পারমিটের মেয়াদ নেই—এমন বাসগুলোকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।’
রুট পারমিট না থাকলেও শুধু জরিমানা করে কেন এই যানবাহনগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘যেহেতু এসব পরিবহনকে মোটা অঙ্কের জরিমানা করা হচ্ছে, সেহেতু এর মাধ্যমে এই মেসেজটা তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, তারা যেন দ্রুত কাগজটা ঠিক করে নেয়। তারা বুঝবে আমি যদি রুট পারমিট ভায়োলেশন করি, তাহলে আমাকে যে টাকা জরিমানা করা হবে, সেই টাকায় আমি আমার কাগজপত্র ঠিক করতে পারব।’
অভিযানে সর্বোচ্চ ৮ হাজার টাকা জরিমানা করা হয় রূপান্তর পরিবহনের একটি বাসকে। এই বাসের ঢাকার বাইরের রুটে চলাচলের অনুমোদন থাকলেও ঢাকা শহরে নেই। কিন্তু বাসটি শহরের ভেতরই চলাচল করছিল। রুট পারমিট ভায়োলেশন ও রুট পারমিটের মেয়াদ না থাকায় বন্ধন পরিবহনের একটি বাসকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। বাসটি সায়েদাবাদ থেকে নারায়ণগঞ্জ রুটে চলাচলের অনুমতি নিয়ে ঢাকা শহরে চলাচল করছিল। এ ছাড়া সাভার ও ঘিওর রুটে চলাচলের অনুমতি নিয়ে মোহাম্মদপুর থেকে সাইনবোর্ড রুটে চলাচল করা মিডলাইন পরিবহনের একটি বাসকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। রুট পারমিট না থাকায় জরিমানা গুনতে হয়েছে রজনীগন্ধা পরিবহনের দুটি বাস, দোয়েল, খাজাবাবা, স্বদেশ, দোলা, বন্ধন, হিমাচল ও বাহন পরিবহনের একটি করে বাসকে।
যৌথ এ অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল সাবরিন।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১০ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২৫ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪০ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে