নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নবী উল্লাহ নবী ও মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনসুর আলম ওরফে মসুর আলমকে গ্রেপ্তার দেখানোর পর তিনদিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন গ্রেপ্তার দেখানো ও পরে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা রেলওয়ে থানা পুলিশের পরিদর্শক ফেরদৌস আহমেদ বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তার দেখান।
গতকাল মঙ্গলবার এই আবেদন করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম ওই আবেদনের ওপর শুনানির দিন আজ বুধবার ধার্য করেন। একইসঙ্গে দুইজনকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দেন। আজ শুনানির সময় দুজনকেই আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো হয়। পরে তদন্ত কর্মকর্তা ১০দিনের রিমান্ডের আবেদন করেন। বিকেলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল গ্রেপ্তার দেখানো ও রিমান্ডে নেওয়ার নির্দেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
নবী উল্লাহ নবীকে যাত্রাবাড়ী থানার একটি নাশকতার মামলায় ও কাজী মনসুরকে বংশাল থানার একটি নাশকতার মামলায় মঙ্গলবার কারাগারে পাঠানো হয়।
গত ৬ জানুয়ারি বিকালে ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়েছে, বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস-এ ৫ জানুয়ারি রাত ৯ টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয়। এতে ট্রেনের পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে যায়।
মামলায় আরও বলা হয়, আগুন দেওয়ার এই ঘটনায় ঘটনাস্থলে চারজন মৃত্যুবরণ করেন এবং কয়েকজন আহত হন। যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কয়েকজন নিখোঁজ রয়েছেন।
নবী ও মনসুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুন দেওয়ার মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতা নবী উল্লাহ ও মনসুর। অন্যান্যদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনে অগ্নিসংযোগ এর পরিকল্পনা করেন এই দুইজন।
তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, তারা দুজনই ট্রেনে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।
রিমান্ড আবেদনে বলা হয়, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় আর যারা জড়িত আছে তাদের গ্রেপ্তার ও এই ঘটনার মূল পরিকল্পনাকারীকে এবং আর কারা কারা জড়িত তা জানার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নবী উল্লাহ নবী ও মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনসুর আলম ওরফে মসুর আলমকে গ্রেপ্তার দেখানোর পর তিনদিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন গ্রেপ্তার দেখানো ও পরে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা রেলওয়ে থানা পুলিশের পরিদর্শক ফেরদৌস আহমেদ বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তার দেখান।
গতকাল মঙ্গলবার এই আবেদন করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম ওই আবেদনের ওপর শুনানির দিন আজ বুধবার ধার্য করেন। একইসঙ্গে দুইজনকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দেন। আজ শুনানির সময় দুজনকেই আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো হয়। পরে তদন্ত কর্মকর্তা ১০দিনের রিমান্ডের আবেদন করেন। বিকেলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল গ্রেপ্তার দেখানো ও রিমান্ডে নেওয়ার নির্দেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
নবী উল্লাহ নবীকে যাত্রাবাড়ী থানার একটি নাশকতার মামলায় ও কাজী মনসুরকে বংশাল থানার একটি নাশকতার মামলায় মঙ্গলবার কারাগারে পাঠানো হয়।
গত ৬ জানুয়ারি বিকালে ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়েছে, বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস-এ ৫ জানুয়ারি রাত ৯ টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয়। এতে ট্রেনের পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে যায়।
মামলায় আরও বলা হয়, আগুন দেওয়ার এই ঘটনায় ঘটনাস্থলে চারজন মৃত্যুবরণ করেন এবং কয়েকজন আহত হন। যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কয়েকজন নিখোঁজ রয়েছেন।
নবী ও মনসুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুন দেওয়ার মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতা নবী উল্লাহ ও মনসুর। অন্যান্যদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনে অগ্নিসংযোগ এর পরিকল্পনা করেন এই দুইজন।
তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, তারা দুজনই ট্রেনে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।
রিমান্ড আবেদনে বলা হয়, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় আর যারা জড়িত আছে তাদের গ্রেপ্তার ও এই ঘটনার মূল পরিকল্পনাকারীকে এবং আর কারা কারা জড়িত তা জানার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে