ঢাবি প্রতিনিধি

ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ছাত্রলীগের হামলা ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আহত অবস্থায় পুনরায় ছাত্রলীগের হামলা ও গ্রেপ্তার ২৪ নেতা-কর্মীর মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হামলা ও মামলার ঘটনাটির সুস্পষ্ট বিচার এবং কারাগারে থাকা ২৪ নেতা-কর্মীর মুক্তির দাবি জানানো হয়।
স্টুডেন্টস অ্যাগেইনস্ট টর্চারের (স্যাট) প্রতিষ্ঠাতা ও ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সহসাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসুসুম, শিক্ষানবিশ আইনজীবী ও আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মোল্লা ফারুক আহসান, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাকিল মিয়া, উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাইদ খান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
জাবির আহমেদ জুবেল বলেন, ‘ছাত্রলীগের এই হামলা ও মামলার ঘটনাটি সারা দেশের পরিস্থিতিই আমাদের জানান দেয়। এখন কোনো সরকার দেশ চালায় না। এখন পুলিশি রাজত্ব চলে। আর ছাত্রলীগ সেই পুলিশেরই একটি অংশ হিসেবে কাজ করে।’
মোল্লা ফারুক আহসান বলেন, প্রতিটি জনগণের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। মত প্রকাশ করতে গেলেই হামলা, মামলা আবার গ্রেপ্তার এটা কীসের আলামত? ২৪ জনকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। তাদের মুক্তি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি। এরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত প্রতিনিধি বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ছাত্রলীগের হামলা ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আহত অবস্থায় পুনরায় ছাত্রলীগের হামলা ও গ্রেপ্তার ২৪ নেতা-কর্মীর মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হামলা ও মামলার ঘটনাটির সুস্পষ্ট বিচার এবং কারাগারে থাকা ২৪ নেতা-কর্মীর মুক্তির দাবি জানানো হয়।
স্টুডেন্টস অ্যাগেইনস্ট টর্চারের (স্যাট) প্রতিষ্ঠাতা ও ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সহসাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসুসুম, শিক্ষানবিশ আইনজীবী ও আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মোল্লা ফারুক আহসান, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাকিল মিয়া, উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাইদ খান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
জাবির আহমেদ জুবেল বলেন, ‘ছাত্রলীগের এই হামলা ও মামলার ঘটনাটি সারা দেশের পরিস্থিতিই আমাদের জানান দেয়। এখন কোনো সরকার দেশ চালায় না। এখন পুলিশি রাজত্ব চলে। আর ছাত্রলীগ সেই পুলিশেরই একটি অংশ হিসেবে কাজ করে।’
মোল্লা ফারুক আহসান বলেন, প্রতিটি জনগণের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। মত প্রকাশ করতে গেলেই হামলা, মামলা আবার গ্রেপ্তার এটা কীসের আলামত? ২৪ জনকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। তাদের মুক্তি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি। এরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত প্রতিনিধি বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে