নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। দিনদুপুরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে এ ঘটনা ঘটে। এতে পরিবহনের যাত্রীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রোববার (২ মার্চ) বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনির বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আশুলিয়ার নন্দন পার্ক এলাকা থেকে ছেড়ে আসা রাজধানী পরিবহনের একটি বাস ঢাকার মিরপুরে যাচ্ছিল। বাসটি আজ রোববার বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনির বাসস্ট্যান্ডে পৌঁছালে ৭-৮ জন লোক যাত্রীবেশে উঠে হঠাৎ ছুরি প্রদর্শন করে যাত্রীদের ভয় দেখাতে শুরু করে। এরপর তারা বেশ কয়েকজন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নিয়ে সাভারের ব্যাংক টাউন এলাকায় নেমে যায়।
ডাকাতির শিকার বাসের যাত্রী মিঠুন শিকদার বলেন, ‘আমি গাজীপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পেশার কারণে আমাকে প্রতিদিনই সাভার আসতে হয়। আমি আজ দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকা থেকে ঢাকাগামী রাজধানী পরিবহনের বাসে উঠি। বাসটি রেডিও কলোনি পৌঁছানোর পরপরই সাত থেকে আটজন ছিনতাইকারী আমার কাছে থাকা ৭ হাজার টাকাসহ অন্তত ১৫ জন যাত্রীর কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নেয়।’
মিঠুন শিকদার আরও বলেন, ‘ঘটনার পরপরই আমি বিষয়টি জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানাই। পরে সেখানকার পরামর্শে বিষয়টি সাভার হাইওয়ে থানাকে অবহিত করি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘মিঠুন শিকদারের কাছ থেকে আমরা চলন্ত বাসে ছিনতাই হওয়ার তথ্য পেয়েছি। এ ব্যাপারে আমরা কাজ করছি।’

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। দিনদুপুরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে এ ঘটনা ঘটে। এতে পরিবহনের যাত্রীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রোববার (২ মার্চ) বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনির বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আশুলিয়ার নন্দন পার্ক এলাকা থেকে ছেড়ে আসা রাজধানী পরিবহনের একটি বাস ঢাকার মিরপুরে যাচ্ছিল। বাসটি আজ রোববার বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনির বাসস্ট্যান্ডে পৌঁছালে ৭-৮ জন লোক যাত্রীবেশে উঠে হঠাৎ ছুরি প্রদর্শন করে যাত্রীদের ভয় দেখাতে শুরু করে। এরপর তারা বেশ কয়েকজন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নিয়ে সাভারের ব্যাংক টাউন এলাকায় নেমে যায়।
ডাকাতির শিকার বাসের যাত্রী মিঠুন শিকদার বলেন, ‘আমি গাজীপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পেশার কারণে আমাকে প্রতিদিনই সাভার আসতে হয়। আমি আজ দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকা থেকে ঢাকাগামী রাজধানী পরিবহনের বাসে উঠি। বাসটি রেডিও কলোনি পৌঁছানোর পরপরই সাত থেকে আটজন ছিনতাইকারী আমার কাছে থাকা ৭ হাজার টাকাসহ অন্তত ১৫ জন যাত্রীর কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নেয়।’
মিঠুন শিকদার আরও বলেন, ‘ঘটনার পরপরই আমি বিষয়টি জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানাই। পরে সেখানকার পরামর্শে বিষয়টি সাভার হাইওয়ে থানাকে অবহিত করি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘মিঠুন শিকদারের কাছ থেকে আমরা চলন্ত বাসে ছিনতাই হওয়ার তথ্য পেয়েছি। এ ব্যাপারে আমরা কাজ করছি।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
২ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৪ ঘণ্টা আগে