নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত (৪ বছর ৯ মাস) ২ হাজার ৫৯০ জন শিশুকে হত্যা করা হয়েছে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি ও করণীয় শীর্ষক সংলাপে এ সব তথ্য জানানো হয়। আইন ও সালিস কেন্দ্র (আসক) এই সংলাপের আয়োজন করে।
সংলাপে বলা হয়, সারা দেশে শিশুদের প্রতি বিভিন্ন ধরনের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত (৪ বছর ৯ মাস) ৮ হাজার ৮৩২ জন শিশু সহিংসতার শিকার হয়েছে। যার বিপরীতে মামলা হয় ৪ হাজার ৬৭৫। এই সময়ে ২ হাজার ৫৯০ জন শিশুকে হত্যা করা হয়। ধর্ষণের শিকার হয় ৩ হাজার ৫৯৬ জন ও শারীরিক নির্যাতনের শিকার হয় ৫৮০ জন।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রস্তুতকৃত আইন ও সালিস কেন্দ্র (আসক)-এর সেপ্টেম্বর ২০১৮ থেকে মার্চ ২০২৩ পর্যন্ত পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, ধর্ষণের শিকার শিশুদের মধ্যে ২২৭ জন ছেলে।
পরিসংখ্যান বলছে, অনলাইনে যৌন হয়রানির ঘটনা (পর্নোগ্রাফি) ৩০টি, শিক্ষক দ্বারা যৌন হয়রানির ঘটনা ১০৬টি, শারীরিক নির্যাতনের ঘটনা ৫২৫টি।
সংলাপে উপস্থাপিত শিশু অধিকার পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়, শিশু আইন পাস হয়েছে ৯ বছরেরও বেশি সময় আগে, কিন্তু আইনের বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি। যার ফলে আইনটির অর্থবহ বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।
এ সময় জানানো হয়, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ১৫-১৯ বছরের মেয়েদের বাল্যবিয়ে ১০ শতাংশ বৃদ্ধি পায়।
সেভ দ্য চিলড্রেনের চাইল্ড প্রোটেকশন অ্যান্ড চাইল্ড রাইটস গভর্নেন্সের পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘কয়েক বছর ধরে আলাদাভাবে শিশু বাজেট দেওয়া হচ্ছে না। শিশুদের জন্য বরাদ্দ মনিটরিংয়ের ক্ষেত্রে পৃথক শিশু বাজেট দেওয়া প্রয়োজন।’
সংলাপে সভাপতিত্ব করেন আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুখ ফয়সাল। তিনি বলেন, ‘বাবা-মা যে শখ করে বাল্যবিয়ে দেয় এমন নয়, এর সঙ্গে অভাবের সম্পর্ক রয়েছে। আমরা শিশুর ওপর সহিংসতার মামলার ট্রায়াল ওয়াচের (বিচার পর্যবেক্ষণ) চিন্তাভাবনা করছি। এ বিষয়ে আমরা বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গেও কথা বলেছি।’
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি বলেন, ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে আমাদের দেশে অনেক সুন্দর কিছু আইন আছে। কিন্তু সেটা যদি সঠিকভাবে প্রয়োগ করা না হয়, তাহলে আইন থেকেও কোনো লাভ হয় না।’

২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত (৪ বছর ৯ মাস) ২ হাজার ৫৯০ জন শিশুকে হত্যা করা হয়েছে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি ও করণীয় শীর্ষক সংলাপে এ সব তথ্য জানানো হয়। আইন ও সালিস কেন্দ্র (আসক) এই সংলাপের আয়োজন করে।
সংলাপে বলা হয়, সারা দেশে শিশুদের প্রতি বিভিন্ন ধরনের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত (৪ বছর ৯ মাস) ৮ হাজার ৮৩২ জন শিশু সহিংসতার শিকার হয়েছে। যার বিপরীতে মামলা হয় ৪ হাজার ৬৭৫। এই সময়ে ২ হাজার ৫৯০ জন শিশুকে হত্যা করা হয়। ধর্ষণের শিকার হয় ৩ হাজার ৫৯৬ জন ও শারীরিক নির্যাতনের শিকার হয় ৫৮০ জন।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রস্তুতকৃত আইন ও সালিস কেন্দ্র (আসক)-এর সেপ্টেম্বর ২০১৮ থেকে মার্চ ২০২৩ পর্যন্ত পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, ধর্ষণের শিকার শিশুদের মধ্যে ২২৭ জন ছেলে।
পরিসংখ্যান বলছে, অনলাইনে যৌন হয়রানির ঘটনা (পর্নোগ্রাফি) ৩০টি, শিক্ষক দ্বারা যৌন হয়রানির ঘটনা ১০৬টি, শারীরিক নির্যাতনের ঘটনা ৫২৫টি।
সংলাপে উপস্থাপিত শিশু অধিকার পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়, শিশু আইন পাস হয়েছে ৯ বছরেরও বেশি সময় আগে, কিন্তু আইনের বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি। যার ফলে আইনটির অর্থবহ বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।
এ সময় জানানো হয়, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ১৫-১৯ বছরের মেয়েদের বাল্যবিয়ে ১০ শতাংশ বৃদ্ধি পায়।
সেভ দ্য চিলড্রেনের চাইল্ড প্রোটেকশন অ্যান্ড চাইল্ড রাইটস গভর্নেন্সের পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘কয়েক বছর ধরে আলাদাভাবে শিশু বাজেট দেওয়া হচ্ছে না। শিশুদের জন্য বরাদ্দ মনিটরিংয়ের ক্ষেত্রে পৃথক শিশু বাজেট দেওয়া প্রয়োজন।’
সংলাপে সভাপতিত্ব করেন আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুখ ফয়সাল। তিনি বলেন, ‘বাবা-মা যে শখ করে বাল্যবিয়ে দেয় এমন নয়, এর সঙ্গে অভাবের সম্পর্ক রয়েছে। আমরা শিশুর ওপর সহিংসতার মামলার ট্রায়াল ওয়াচের (বিচার পর্যবেক্ষণ) চিন্তাভাবনা করছি। এ বিষয়ে আমরা বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গেও কথা বলেছি।’
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি বলেন, ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে আমাদের দেশে অনেক সুন্দর কিছু আইন আছে। কিন্তু সেটা যদি সঠিকভাবে প্রয়োগ করা না হয়, তাহলে আইন থেকেও কোনো লাভ হয় না।’

বিগত ২০২৫ সালে রাজধানীতে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ২১৯ জন নিহত এবং ৫১১ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার বড় অংশ ঘটেছে রাত ও সকালে। আর দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ককে। ২০২৫ সালে রাজধানীতে সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব...
৬ মিনিট আগে
১ মাস ২০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানির অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভারত থেকে চাল নিয়ে দুটি ট্রাক বন্দরে প্রবেশ করে। বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।
৮ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানোসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য
২৭ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
৩২ মিনিট আগে