উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে আমির কমপ্লেক্স মার্কেটের সভাপতি ও আওয়ামী লীগের দোসর আলহাজ মোহাম্মদ আব্দুস সোবাহানকে (৬০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে হেফাজতে নেয় উত্তরা পশ্চিম থানার পুলিশ।
গ্রেপ্তার আব্দুস সোবাহান উত্তরার আমির কমপ্লেক্স বণিক সমিতির সভাপতি। তিনি উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়িতে থাকতেন।
জানা গেছে, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ওই বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও উত্তরার আমির কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবাহান রয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে ছাত্ররা বাড়িটির সামনে জড়ো হন। খবর পেয়ে সেখানে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে সোবাহানকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, আমির কমপ্লেক্সের সভাপতি আলহাজ আব্দুস সোবাহানের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা রয়েছে। মামলাটির এজাহারভুক্ত আসামি তিনি। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের আরেক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে যাওয়ার পর সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক ব্যক্তি বাড়িটিতে ঢুকতে বাধা দেন। তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও জামায়াতের লোকজনও বাধা দেন।
হত্যা মামলার নথি থেকে জানা যায়, গত ৫ আগস্ট উত্তরার আমির কমপ্লেক্স মার্কেটের পাশে এক ছাত্রকে হত্যার অভিযোগে কবীর হোসেন মৃধা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলার ৩৬ নম্বর আসামি মোহাম্মদ আব্দুস সোবাহান।

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে আমির কমপ্লেক্স মার্কেটের সভাপতি ও আওয়ামী লীগের দোসর আলহাজ মোহাম্মদ আব্দুস সোবাহানকে (৬০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে হেফাজতে নেয় উত্তরা পশ্চিম থানার পুলিশ।
গ্রেপ্তার আব্দুস সোবাহান উত্তরার আমির কমপ্লেক্স বণিক সমিতির সভাপতি। তিনি উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়িতে থাকতেন।
জানা গেছে, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ওই বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও উত্তরার আমির কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবাহান রয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে ছাত্ররা বাড়িটির সামনে জড়ো হন। খবর পেয়ে সেখানে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে সোবাহানকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, আমির কমপ্লেক্সের সভাপতি আলহাজ আব্দুস সোবাহানের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা রয়েছে। মামলাটির এজাহারভুক্ত আসামি তিনি। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের আরেক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে যাওয়ার পর সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক ব্যক্তি বাড়িটিতে ঢুকতে বাধা দেন। তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও জামায়াতের লোকজনও বাধা দেন।
হত্যা মামলার নথি থেকে জানা যায়, গত ৫ আগস্ট উত্তরার আমির কমপ্লেক্স মার্কেটের পাশে এক ছাত্রকে হত্যার অভিযোগে কবীর হোসেন মৃধা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলার ৩৬ নম্বর আসামি মোহাম্মদ আব্দুস সোবাহান।

রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে