সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে সকাল থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। এদিকে আঞ্চলিক বাস কম থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। গাড়ি কম থাকায় অনেককেই পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে ।
আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে গিয়ে এমনই চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার বাস না থাকায় টিকিট কাউন্টারগুলোতে এখন সুনসান অবস্থা বিরাজ করছে।
এ ছাড়া অন্যান্য দিনের থেকে সাপ্তাহের শনিবারে কাউন্টারগুলোতে তুলনামূলক যাত্রীদের চাপ থাকে। আজও যাত্রীদের দেখা গেলেও কাউন্টারগুলো সব বন্ধ রয়েছে।
সীমা আক্তার নামে এক নারী বলেন, ‘আমি আমার বাবার বাড়ি কুমিল্লায় যাওয়ার উদ্দেশ্যে চিটাগং রোড বাস কাউন্টারে এসেছি। কিন্তু এসে দেখি সব বাস কাউন্টার বন্ধ রয়েছে। এখন কীভাবে যাব বুঝতে পারছি না। আর কিছুক্ষণ অপেক্ষা করে দূরপাল্লার কোনো বাস না পেলে বাসায় চলে যাব।’
শাহ আলম নামে এক ব্যক্তি বলেন, ‘গ্রামের বাড়িতে আমার জরুরি কাজ রয়েছে, তাই আজ গ্রামের বাড়ি চাঁদপুরে যাওয়ার জন্য সকালে বের হয়েছি। প্রায় দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকে এখনো কোনো দূরপাল্লার গাড়ি পাচ্ছি না। এখন কীভাবে যে গ্রামে যাই, তার বিকল্প খুঁজে পাচ্ছি না।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক টিকিট বিক্রেতা বলেন, ‘সকাল থেকেই দূরপাল্লার টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। তবে কী কারণে বন্ধ, তা আমি বলতে পারি না। বাস না থাকায় আমরা টিকিট বিক্রি করতে পারছি না। আমাদের আজকে সম্পূর্ণ আয় বন্ধ হয়ে গেল। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনো বলতে পারছি না।’
শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দীন জানান, সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রী কম থাকায় হয়তো যানবাহন কম রয়েছে। তবে কী কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে, তা আমার জানা নেই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘সকাল থেকে সড়কে গাড়ির চাপ কম রয়েছে। তবে কী কারণে আজ সড়কে দূরপাল্লার যানবাহন নেই, তা আমার জানা নেই। সাধারণ মানুষের নিরাপত্তায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।’

রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে সকাল থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। এদিকে আঞ্চলিক বাস কম থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। গাড়ি কম থাকায় অনেককেই পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে ।
আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে গিয়ে এমনই চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার বাস না থাকায় টিকিট কাউন্টারগুলোতে এখন সুনসান অবস্থা বিরাজ করছে।
এ ছাড়া অন্যান্য দিনের থেকে সাপ্তাহের শনিবারে কাউন্টারগুলোতে তুলনামূলক যাত্রীদের চাপ থাকে। আজও যাত্রীদের দেখা গেলেও কাউন্টারগুলো সব বন্ধ রয়েছে।
সীমা আক্তার নামে এক নারী বলেন, ‘আমি আমার বাবার বাড়ি কুমিল্লায় যাওয়ার উদ্দেশ্যে চিটাগং রোড বাস কাউন্টারে এসেছি। কিন্তু এসে দেখি সব বাস কাউন্টার বন্ধ রয়েছে। এখন কীভাবে যাব বুঝতে পারছি না। আর কিছুক্ষণ অপেক্ষা করে দূরপাল্লার কোনো বাস না পেলে বাসায় চলে যাব।’
শাহ আলম নামে এক ব্যক্তি বলেন, ‘গ্রামের বাড়িতে আমার জরুরি কাজ রয়েছে, তাই আজ গ্রামের বাড়ি চাঁদপুরে যাওয়ার জন্য সকালে বের হয়েছি। প্রায় দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকে এখনো কোনো দূরপাল্লার গাড়ি পাচ্ছি না। এখন কীভাবে যে গ্রামে যাই, তার বিকল্প খুঁজে পাচ্ছি না।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক টিকিট বিক্রেতা বলেন, ‘সকাল থেকেই দূরপাল্লার টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। তবে কী কারণে বন্ধ, তা আমি বলতে পারি না। বাস না থাকায় আমরা টিকিট বিক্রি করতে পারছি না। আমাদের আজকে সম্পূর্ণ আয় বন্ধ হয়ে গেল। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনো বলতে পারছি না।’
শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দীন জানান, সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রী কম থাকায় হয়তো যানবাহন কম রয়েছে। তবে কী কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে, তা আমার জানা নেই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘সকাল থেকে সড়কে গাড়ির চাপ কম রয়েছে। তবে কী কারণে আজ সড়কে দূরপাল্লার যানবাহন নেই, তা আমার জানা নেই। সাধারণ মানুষের নিরাপত্তায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে