নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ঘোষণা আগামীকাল শনিবার। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৪টার দিকে এ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বৈঠক ডাকা হয়। সভায় বিএনপিপন্থী সিনিয়র আইনজীবী, সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ইউনাইটেড ল ইয়ার্স কাউন্সিলভুক্ত সহযোগী সংগঠনের নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আগামীকালের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কালকের বৈঠকেই প্যানেল চূড়ান্ত হবে। আমরা নির্বাচনে যেতে চাই। তবে নির্বাচন নিয়ে কোনো ছলচাতুরীর চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
আগামী ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন। ১১ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বর্তমান সম্পাদকের স্বাক্ষর করা তফসিল অনুযায়ী ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়েছে।
তফসিলের পর এরই মধ্যে সরকার সমর্থক আইনজীবীরা তাঁদের প্যানেল চূড়ান্ত করেছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ-সমর্থিত প্যানেলে সভাপতি পদে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর আর সম্পাদক পদে সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হককে মনোনয়ন দেওয়া হয়। সহসভাপতি পদে রমজান আলী শিকদার ও ড. দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহসম্পাদক পদে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও হুমায়ুন কবিরকে মনোনয়ন দেওয়া হয়।
আর সদস্য পদে লড়বেন সৌমিত্র সরদার রনী, মো. খালেকুজ্জামান ভূঁইয়া, রাশেদুল হক খোকন, মাহমুদা আফরোজ, বেলাল হোসেন শাহীন, খালেদ মোশাররফ রিপন ও রায়হান রনী।
তবে সবকিছু ঠিক থাকলে গত বছরের ঘোষিত প্যানেলেই নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিএনপি-জামায়াত সমর্থকেরা। যদিও সভাপতি ও সম্পাদক পদে আলোচনায় আছেন কয়েকজন। সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ছাড়াও আলোচনায় আছে আইনজীবী মো. ফজলুর রহমান ও ব্যারিস্টার বদরদ্দোজা বাদলের নাম। আর সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ছাড়াও আলোচনায় আছেন মোহাম্মদ আলী, মোর্শেদ আল মামুন লিটন, কামাল হোসেন ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।
গত বছর নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে ব্যারিস্টার খোকন ও কাজলের নেতৃত্বে বিএনপি-জামায়াতের আইনজীবীদের প্যানেলে সহসভাপতি পদে হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যাকে প্রার্থী করা হয়েছিল।
কোষাধ্যক্ষ পদে ছিলেন রেজাউল করিম। সহসম্পাদক পদে ছিলেন মাহফুজুর রহমান মিলন ও আব্দুল করিম। আর সদস্য পদে ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, শফিকুল ইসলাম, রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, ফয়সাল দস্তগীর ও কাজী মোস্তাফিজুর রহমান আহাদকে প্রার্থী করা হয়েছিল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ঘোষণা আগামীকাল শনিবার। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৪টার দিকে এ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বৈঠক ডাকা হয়। সভায় বিএনপিপন্থী সিনিয়র আইনজীবী, সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ইউনাইটেড ল ইয়ার্স কাউন্সিলভুক্ত সহযোগী সংগঠনের নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আগামীকালের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কালকের বৈঠকেই প্যানেল চূড়ান্ত হবে। আমরা নির্বাচনে যেতে চাই। তবে নির্বাচন নিয়ে কোনো ছলচাতুরীর চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
আগামী ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন। ১১ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বর্তমান সম্পাদকের স্বাক্ষর করা তফসিল অনুযায়ী ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়েছে।
তফসিলের পর এরই মধ্যে সরকার সমর্থক আইনজীবীরা তাঁদের প্যানেল চূড়ান্ত করেছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ-সমর্থিত প্যানেলে সভাপতি পদে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর আর সম্পাদক পদে সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হককে মনোনয়ন দেওয়া হয়। সহসভাপতি পদে রমজান আলী শিকদার ও ড. দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহসম্পাদক পদে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও হুমায়ুন কবিরকে মনোনয়ন দেওয়া হয়।
আর সদস্য পদে লড়বেন সৌমিত্র সরদার রনী, মো. খালেকুজ্জামান ভূঁইয়া, রাশেদুল হক খোকন, মাহমুদা আফরোজ, বেলাল হোসেন শাহীন, খালেদ মোশাররফ রিপন ও রায়হান রনী।
তবে সবকিছু ঠিক থাকলে গত বছরের ঘোষিত প্যানেলেই নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিএনপি-জামায়াত সমর্থকেরা। যদিও সভাপতি ও সম্পাদক পদে আলোচনায় আছেন কয়েকজন। সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ছাড়াও আলোচনায় আছে আইনজীবী মো. ফজলুর রহমান ও ব্যারিস্টার বদরদ্দোজা বাদলের নাম। আর সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ছাড়াও আলোচনায় আছেন মোহাম্মদ আলী, মোর্শেদ আল মামুন লিটন, কামাল হোসেন ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।
গত বছর নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে ব্যারিস্টার খোকন ও কাজলের নেতৃত্বে বিএনপি-জামায়াতের আইনজীবীদের প্যানেলে সহসভাপতি পদে হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যাকে প্রার্থী করা হয়েছিল।
কোষাধ্যক্ষ পদে ছিলেন রেজাউল করিম। সহসম্পাদক পদে ছিলেন মাহফুজুর রহমান মিলন ও আব্দুল করিম। আর সদস্য পদে ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, শফিকুল ইসলাম, রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, ফয়সাল দস্তগীর ও কাজী মোস্তাফিজুর রহমান আহাদকে প্রার্থী করা হয়েছিল।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৮ ঘণ্টা আগে