
গাজীপুরের শ্রীপুরে শিল দিয়ে মাথা থেঁতলে তাসলিমা আক্তার (৩০) নামের এক পোশাকশ্রমিককে হত্যা করা হয়েছে। পরে লাশ কাঁথা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যান তাঁর স্বামী। পাশেই পড়ে ছিল রক্তমাখা শিল।
গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভাড়াবাসা থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ।
নিহত তাসলিমা আক্তার নেত্রকোনা সদরের পাটলী গ্রামের আল আমিনের স্ত্রী। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের চন্নাপাড়া এলাকার রাবিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
অভিযুক্ত স্বামী মো. আল আমিন (৩৫) কুমিল্লার বুড়িচং উপজেলার বড়বাড়ি গ্রামের গফুর মিয়ার ছেলে। তিনি সাবেক সেনাসদস্য বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা আশিক মিয়া জানান, গতকাল রাত তিনটার দিকে নিহতের স্বামী আল আমিন বাড়ির মালিকের ছেলে রিমনকে ফোন করে জানান, তাঁর স্ত্রী তাসলিমা নিচতলায় অসুস্থ। তখন বাড়ির মালিক রাবিয়া নিচে নেমে দেখেন তাসলিমার কক্ষে দরজা বাইরে থেকে লাগানো। এরপর তা খুলে ভেতরে ঢুকে দেখেন তাসলিমার মাথা বালিশ ও কাঁথা দিয়ে ঢাকা রয়েছে। এরপর কাঁথা-বালিশ সরিয়ে দেখা যায় তাসলিমার রক্তাক্ত লাশ।
বাড়ির মালিক রাবিয়া বলেন, ‘আমার ছেলেকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দৌড়ে ছুটে গিয়ে দেখি দরজা বন্ধ। পরে বালিশ আর কাঁথা সরিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে আছে। পারিবারিক কলহের কারণে স্বামী তাঁকে শিল দিয়ে মাথা থেঁতলে হত্যা করে। পাশেই মসলা বাটার রক্তাক্ত শিল পড়ে ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ রক্তাক্ত অবস্থায় বালিশ ও কাঁথা দিয়ে ঢাকা ছিল। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গাজীপুরের শ্রীপুরে শিল দিয়ে মাথা থেঁতলে তাসলিমা আক্তার (৩০) নামের এক পোশাকশ্রমিককে হত্যা করা হয়েছে। পরে লাশ কাঁথা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যান তাঁর স্বামী। পাশেই পড়ে ছিল রক্তমাখা শিল।
গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভাড়াবাসা থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ।
নিহত তাসলিমা আক্তার নেত্রকোনা সদরের পাটলী গ্রামের আল আমিনের স্ত্রী। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের চন্নাপাড়া এলাকার রাবিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
অভিযুক্ত স্বামী মো. আল আমিন (৩৫) কুমিল্লার বুড়িচং উপজেলার বড়বাড়ি গ্রামের গফুর মিয়ার ছেলে। তিনি সাবেক সেনাসদস্য বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা আশিক মিয়া জানান, গতকাল রাত তিনটার দিকে নিহতের স্বামী আল আমিন বাড়ির মালিকের ছেলে রিমনকে ফোন করে জানান, তাঁর স্ত্রী তাসলিমা নিচতলায় অসুস্থ। তখন বাড়ির মালিক রাবিয়া নিচে নেমে দেখেন তাসলিমার কক্ষে দরজা বাইরে থেকে লাগানো। এরপর তা খুলে ভেতরে ঢুকে দেখেন তাসলিমার মাথা বালিশ ও কাঁথা দিয়ে ঢাকা রয়েছে। এরপর কাঁথা-বালিশ সরিয়ে দেখা যায় তাসলিমার রক্তাক্ত লাশ।
বাড়ির মালিক রাবিয়া বলেন, ‘আমার ছেলেকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দৌড়ে ছুটে গিয়ে দেখি দরজা বন্ধ। পরে বালিশ আর কাঁথা সরিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে আছে। পারিবারিক কলহের কারণে স্বামী তাঁকে শিল দিয়ে মাথা থেঁতলে হত্যা করে। পাশেই মসলা বাটার রক্তাক্ত শিল পড়ে ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ রক্তাক্ত অবস্থায় বালিশ ও কাঁথা দিয়ে ঢাকা ছিল। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
১৪ মিনিট আগে
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
২৬ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের অন্তত ৪৫০টি বসতঘর, লার্নিং সেন্টার, মসজিদ, মক্তবসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে