নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’। স্বাধীন বাংলাদেশে সুপ্রিম কোর্টের কার্যক্রম চালুর দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘সুপ্রিম কোর্ট দিবস’ উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয় ২০১৭ সালের ২৫ অক্টোবর। ওই সময় প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সভাপতিত্বে উভয় বিভাগের বিচারপতিদের ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে স্বাধীন বাংলাদেশের প্রণীত সংবিধান অনুযায়ী যেহেতু ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথম কার্যক্রম শুরু করেছিল, সেহেতু প্রতিবছর ওই দিনকে বাংলাদেশে ‘সুপ্রিম কোর্ট দিবস’ হিসেবে পালন করা হবে। সেই থেকে ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
১৯৭২ সালের ১৮ ডিসেম্বর ছিল সরকারি ছুটি। কিন্তু তৎকালীন প্রধান বিচারপতি ওই দিন ছুটি প্রত্যাহার করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ‘দৈনিক কার্যতালিকা (কজ লিস্ট)’ প্রণয়ন করেন এবং ওই তারিখ থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হয়। ১৯৭২ সালের ওই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিলেন সুপ্রিম কোর্ট অঙ্গনে। বঙ্গবন্ধু সেদিন তাঁর বক্তব্যে বলেছিলেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্যই অনেক সংগ্রাম করেছি। এই আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য অনেক মানুষের রক্ত দিতে হয়েছে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সে জন্যই শাসনতন্ত্র এত তাড়াতাড়ি দিয়েছিলাম। সুপ্রিম কোর্ট দিবস পালন শুধু অনুষ্ঠান যেন না হয়। এই দিনের অঙ্গীকার যেন হয় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা।’
এদিকে আজ বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুপ্রিম কোর্ট দিবসের আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি বৃন্দ, অন্যান্য বিচারক, বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।

আজ ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’। স্বাধীন বাংলাদেশে সুপ্রিম কোর্টের কার্যক্রম চালুর দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘সুপ্রিম কোর্ট দিবস’ উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয় ২০১৭ সালের ২৫ অক্টোবর। ওই সময় প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সভাপতিত্বে উভয় বিভাগের বিচারপতিদের ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে স্বাধীন বাংলাদেশের প্রণীত সংবিধান অনুযায়ী যেহেতু ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথম কার্যক্রম শুরু করেছিল, সেহেতু প্রতিবছর ওই দিনকে বাংলাদেশে ‘সুপ্রিম কোর্ট দিবস’ হিসেবে পালন করা হবে। সেই থেকে ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
১৯৭২ সালের ১৮ ডিসেম্বর ছিল সরকারি ছুটি। কিন্তু তৎকালীন প্রধান বিচারপতি ওই দিন ছুটি প্রত্যাহার করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ‘দৈনিক কার্যতালিকা (কজ লিস্ট)’ প্রণয়ন করেন এবং ওই তারিখ থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হয়। ১৯৭২ সালের ওই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিলেন সুপ্রিম কোর্ট অঙ্গনে। বঙ্গবন্ধু সেদিন তাঁর বক্তব্যে বলেছিলেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্যই অনেক সংগ্রাম করেছি। এই আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য অনেক মানুষের রক্ত দিতে হয়েছে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সে জন্যই শাসনতন্ত্র এত তাড়াতাড়ি দিয়েছিলাম। সুপ্রিম কোর্ট দিবস পালন শুধু অনুষ্ঠান যেন না হয়। এই দিনের অঙ্গীকার যেন হয় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা।’
এদিকে আজ বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুপ্রিম কোর্ট দিবসের আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি বৃন্দ, অন্যান্য বিচারক, বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৫ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১৩ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৪ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৯ মিনিট আগে