নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গতকাল থেকেই সরকারি ছুটি শেষ হয়েছে ৷ পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটিয়ে ধীরে ধীরে ঢাকায় ফিরতে শুরু করেছে সারা দেশের মানুষ। মহাসড়কগুলোতে গত কয়েক ঈদের তুলনায় যানবাহনের চাপ নেই বললেই চলে। তাই ভোগান্তি ছাড়া আরামেই ফিরছেন ঢাকামুখী মানুষ। ঈদের চতুর্থ দিনে রাজধানীর প্রবেশমুখগুলোর বাসস্ট্যান্ডে ঢাকায় ফেরা মানুষ ও হাইওয়ে পুলিশের বিভিন্ন রিজিওয়নে কথা বলে এমনটাই জানা গেছে।
মঙ্গলবার বেলা ১১টায় গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় অনেকেই বাড়ি যাচ্ছেন। আবার কেউ কেউ ঈদ কাটিয়ে ফিরেছেন ঢাকায়। গাবতলী পর্বত হল ও মাজার রোড এলাকায় কথা হয় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসের যাত্রীদের সঙ্গে। নাবিল পরিবহনের যাত্রী তাহমিদ উল হক বলেন, ‘গতকাল ছুটি শেষ হওয়ায় আজ ঢাকায় আসতে হলো। একটু লেট হয়ে গেছে। এখন সরাসরি অফিস গিয়ে হাজিরা দিতে হবে।’ সোহানা আফরিন নামে আরেক বেসরকারি চাকরিজীবী বলেন, ‘রাস্তায় কোনো যানজট ছিল না৷ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পেরেছি।’
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে রাজশাহী ও রংপুর বিভাগ নিয়ে হাইওয়ে পুলিশের বগুড়া রিজিওন। এই রিজওনে গত কয়েক বছরের তুলনায় সড়ক ছিল সুশৃঙ্খল ও স্বাভাবিক। ঈদের পরে দিন বাড়ার সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়লেও সড়কে চাপ না থাকার কথা জানালেন হাইওয়ে পুলিশের বগুড়া রিজিওনের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ‘দিন বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন বাড়ছে, কিন্তু চাপ নেই। ঈদের আগেই এই সড়কে যানজট ছিল না, পরে থাকবে কীভাবে?’
এদিকে সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে ঈদ-পরবর্তী সময়ের ছুটিতে বাড়ির উদ্দেশে যাওয়া মানুষের আনাগোনা। সংখ্যায় খুব বেশি না হলেও অনেকেই বাড়ি যাচ্ছেন চতুর্থ দিনে। ঘরমুখী যাত্রী আর গাবতলী টার্মিনালের বাস কাউন্টারগুলোতে কথা বলে জানা গেছে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই ঘরে ফেরার জন্য বাসের টিকিট করতে পাচ্ছেন যাত্রীরা ৷ নেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও।
চট্টগ্রাম, কুমিল্লা সড়কেও যানজট নেই। ঢাকামুখী যাত্রীরা অনায়াসেই যথা সময়ে ঢাকায় পৌঁছাতে পারছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছেন আলমগীর হোসেন। তিনি বলেন, ‘রাস্তা ফাঁকা। আসতে কোনো ঝামেলা হয়নি। কোনো যানজট ছিল না।’
কুমিল্লা, চট্টগ্রাম ও ঢাকা মহাসড়কে স্বাভাবিকভাবেই ঈদের সময় যানবাহনের চাপ ও যানজট কম থাকে। গত কয়েকবারের তুলনায় এবার আরও কম বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মুহাম্মাদ রহমত উল্লাহ। তিনি বলেন, গত কয়েকবারের তুলনায় এবার ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের মহাসড়কগুলোতে গাড়ির চাপ ও যানজট কম। তারপর দুর্ঘটনা এড়াতে আমরা গাড়ির ওভার স্পিডও নিয়ন্ত্রণ করছি। গতকাল (সোমবার) ওভার স্পিডের কারণে ১৩০টি যানবাহনের চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা ও জরিমানা করা হয়েছে। সড়কে বেপরোয়া গতিনিয়ন্ত্রণে আমাদের ২২টি স্পিড গান ব্যবহার করছি।’
পদ্মা সেতুর আশীর্বাদে এবার মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল অঞ্চলের সড়কগুলোতে যানবাহন বেড়েছে ৷ ঈদের পরে গত তিন দিন পর্যন্ত যানবাহনের আধিক্য কম থাকলেও আজ একটু বেশি বলে জানা গেছে। এ বিষয়ে মাদারীপুর হাইওয়ে রিজিওনের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, ‘সড়কে আজকে যানবাহন বাড়ছে, কিন্তু কোনো যানজট নেই। ঈদ করে ঢাকায় ফিরতে যাত্রীদের তেমন কোনো বিড়ম্বনা বা ভোগান্তি পোহাতে হচ্ছে না।’
তবে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়েতে দুর্ঘটনা এড়াতে ওভার স্পিড নিয়ন্ত্রণে কাজ করছে মাদারীপুর হাইওয়ে রিজিওনের পুলিশ ৷ গত দুই দিনে এক্সপ্রেস ওয়েতে ওভার স্পিডে যানবাহন চালানোর জন্য ২০০ জন চালকের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
মহাখালী বাস টার্মিনালের চিত্রও অনেকটাই গাবতলী বাস টার্মিনালের মতোই। ঢাকার বাইরে থেকে আসা দূরপাল্লার বাসগুলো সঠিক সময়ে আসতে দেখা গেছে ৷ টার্মিনাল থেকেও দূরপাল্লার বাসগুলো সঠিক সময়ে ছেড়ে যেতে দেখা গেছে। ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের টিকিট পেতে কোনো ভোগান্তি পোহাতে হয়নি।

গতকাল থেকেই সরকারি ছুটি শেষ হয়েছে ৷ পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটিয়ে ধীরে ধীরে ঢাকায় ফিরতে শুরু করেছে সারা দেশের মানুষ। মহাসড়কগুলোতে গত কয়েক ঈদের তুলনায় যানবাহনের চাপ নেই বললেই চলে। তাই ভোগান্তি ছাড়া আরামেই ফিরছেন ঢাকামুখী মানুষ। ঈদের চতুর্থ দিনে রাজধানীর প্রবেশমুখগুলোর বাসস্ট্যান্ডে ঢাকায় ফেরা মানুষ ও হাইওয়ে পুলিশের বিভিন্ন রিজিওয়নে কথা বলে এমনটাই জানা গেছে।
মঙ্গলবার বেলা ১১টায় গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় অনেকেই বাড়ি যাচ্ছেন। আবার কেউ কেউ ঈদ কাটিয়ে ফিরেছেন ঢাকায়। গাবতলী পর্বত হল ও মাজার রোড এলাকায় কথা হয় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসের যাত্রীদের সঙ্গে। নাবিল পরিবহনের যাত্রী তাহমিদ উল হক বলেন, ‘গতকাল ছুটি শেষ হওয়ায় আজ ঢাকায় আসতে হলো। একটু লেট হয়ে গেছে। এখন সরাসরি অফিস গিয়ে হাজিরা দিতে হবে।’ সোহানা আফরিন নামে আরেক বেসরকারি চাকরিজীবী বলেন, ‘রাস্তায় কোনো যানজট ছিল না৷ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পেরেছি।’
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে রাজশাহী ও রংপুর বিভাগ নিয়ে হাইওয়ে পুলিশের বগুড়া রিজিওন। এই রিজওনে গত কয়েক বছরের তুলনায় সড়ক ছিল সুশৃঙ্খল ও স্বাভাবিক। ঈদের পরে দিন বাড়ার সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়লেও সড়কে চাপ না থাকার কথা জানালেন হাইওয়ে পুলিশের বগুড়া রিজিওনের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ‘দিন বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন বাড়ছে, কিন্তু চাপ নেই। ঈদের আগেই এই সড়কে যানজট ছিল না, পরে থাকবে কীভাবে?’
এদিকে সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে ঈদ-পরবর্তী সময়ের ছুটিতে বাড়ির উদ্দেশে যাওয়া মানুষের আনাগোনা। সংখ্যায় খুব বেশি না হলেও অনেকেই বাড়ি যাচ্ছেন চতুর্থ দিনে। ঘরমুখী যাত্রী আর গাবতলী টার্মিনালের বাস কাউন্টারগুলোতে কথা বলে জানা গেছে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই ঘরে ফেরার জন্য বাসের টিকিট করতে পাচ্ছেন যাত্রীরা ৷ নেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও।
চট্টগ্রাম, কুমিল্লা সড়কেও যানজট নেই। ঢাকামুখী যাত্রীরা অনায়াসেই যথা সময়ে ঢাকায় পৌঁছাতে পারছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছেন আলমগীর হোসেন। তিনি বলেন, ‘রাস্তা ফাঁকা। আসতে কোনো ঝামেলা হয়নি। কোনো যানজট ছিল না।’
কুমিল্লা, চট্টগ্রাম ও ঢাকা মহাসড়কে স্বাভাবিকভাবেই ঈদের সময় যানবাহনের চাপ ও যানজট কম থাকে। গত কয়েকবারের তুলনায় এবার আরও কম বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মুহাম্মাদ রহমত উল্লাহ। তিনি বলেন, গত কয়েকবারের তুলনায় এবার ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের মহাসড়কগুলোতে গাড়ির চাপ ও যানজট কম। তারপর দুর্ঘটনা এড়াতে আমরা গাড়ির ওভার স্পিডও নিয়ন্ত্রণ করছি। গতকাল (সোমবার) ওভার স্পিডের কারণে ১৩০টি যানবাহনের চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা ও জরিমানা করা হয়েছে। সড়কে বেপরোয়া গতিনিয়ন্ত্রণে আমাদের ২২টি স্পিড গান ব্যবহার করছি।’
পদ্মা সেতুর আশীর্বাদে এবার মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল অঞ্চলের সড়কগুলোতে যানবাহন বেড়েছে ৷ ঈদের পরে গত তিন দিন পর্যন্ত যানবাহনের আধিক্য কম থাকলেও আজ একটু বেশি বলে জানা গেছে। এ বিষয়ে মাদারীপুর হাইওয়ে রিজিওনের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, ‘সড়কে আজকে যানবাহন বাড়ছে, কিন্তু কোনো যানজট নেই। ঈদ করে ঢাকায় ফিরতে যাত্রীদের তেমন কোনো বিড়ম্বনা বা ভোগান্তি পোহাতে হচ্ছে না।’
তবে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়েতে দুর্ঘটনা এড়াতে ওভার স্পিড নিয়ন্ত্রণে কাজ করছে মাদারীপুর হাইওয়ে রিজিওনের পুলিশ ৷ গত দুই দিনে এক্সপ্রেস ওয়েতে ওভার স্পিডে যানবাহন চালানোর জন্য ২০০ জন চালকের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
মহাখালী বাস টার্মিনালের চিত্রও অনেকটাই গাবতলী বাস টার্মিনালের মতোই। ঢাকার বাইরে থেকে আসা দূরপাল্লার বাসগুলো সঠিক সময়ে আসতে দেখা গেছে ৷ টার্মিনাল থেকেও দূরপাল্লার বাসগুলো সঠিক সময়ে ছেড়ে যেতে দেখা গেছে। ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের টিকিট পেতে কোনো ভোগান্তি পোহাতে হয়নি।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
৩০ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে