আজকের পত্রিকা ডেস্ক

সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা করাসহ ৯ দফা দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্যরা। আজ সোমবার দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করেন তাঁরা। অবরোধের কারণে বনানী থেকে মহাখালীগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্যসচিব মো. গোলাপ সিদ্দিকি অবরোধের বিষয়টি নিশ্চিত করেন।
পরে বিকেল ৩টার দিকে কোনো পরবর্তী কর্মসূচি ঘোষণা না করেই সড়ক ছেড়ে যান সিএনজি চালকেরা। ডিএমপির ট্রাফিক (উত্তর) মহাখালী জোনের সহকারী কমিশনার মো. জুনায়েদ জাহেদী বলেন, ৯ দফা দাবিতে সিএনজি চালকেরা সড়ক অবরোধ করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অবস্থান নিয়েছিল। বিকেল ৩টার দিকে অবরোধকারীরা সড়ক থেকে সরে যান। এখন কাকলি-মহাখালী সড়কে যান চলাচল স্বাভাবিক।
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে—
১. ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) করে দিতে হবে।
২. ঢাকা শহরের আয়তনের সঙ্গে সংগতি রেখে আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের নামে অনুমোদন দিতে হবে।
৩. সিএনজি অটোরিকশাচালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করলে রাষ্ট্রের পক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
৪. আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে।
৫. প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে।
৬. পার্কিংয়ের পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে।
৭. লেন/বাইলেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে।
৮. সড়ক পরিবহন আইন-২০১৮ এবং বিধিমালা ২০২৩-এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।

সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা করাসহ ৯ দফা দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্যরা। আজ সোমবার দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করেন তাঁরা। অবরোধের কারণে বনানী থেকে মহাখালীগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্যসচিব মো. গোলাপ সিদ্দিকি অবরোধের বিষয়টি নিশ্চিত করেন।
পরে বিকেল ৩টার দিকে কোনো পরবর্তী কর্মসূচি ঘোষণা না করেই সড়ক ছেড়ে যান সিএনজি চালকেরা। ডিএমপির ট্রাফিক (উত্তর) মহাখালী জোনের সহকারী কমিশনার মো. জুনায়েদ জাহেদী বলেন, ৯ দফা দাবিতে সিএনজি চালকেরা সড়ক অবরোধ করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অবস্থান নিয়েছিল। বিকেল ৩টার দিকে অবরোধকারীরা সড়ক থেকে সরে যান। এখন কাকলি-মহাখালী সড়কে যান চলাচল স্বাভাবিক।
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে—
১. ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) করে দিতে হবে।
২. ঢাকা শহরের আয়তনের সঙ্গে সংগতি রেখে আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের নামে অনুমোদন দিতে হবে।
৩. সিএনজি অটোরিকশাচালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করলে রাষ্ট্রের পক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
৪. আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে।
৫. প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে।
৬. পার্কিংয়ের পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে।
৭. লেন/বাইলেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে।
৮. সড়ক পরিবহন আইন-২০১৮ এবং বিধিমালা ২০২৩-এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
১৩ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
১৬ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩৯ মিনিট আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে