Ajker Patrika

বিএনপির নেতারা ওসমান পরিবারকে পালাতে সহযোগিতা করেছেন: রফিউর রাব্বি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ১৬
চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা
চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

বিএনপির নেতারা ত্বকীর হত্যাকারী ওসমান পরিবারকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছেন বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। তিনি বলেন, ‘ত্বকীর হত্যাকারী ওসমান পরিবার দেশ ছেড়ে পালিয়ে গেছে। সংবাদপত্রে দেখলাম, বিএনপির কে কে তাদের সীমানা পার করে বিদেশে পাঠিয়ে দিয়েছে।

বিএনপিকে প্রশ্ন করতে চাই, আপনারা মুখে একটা, আর কাজে আরেকটা—এ দিয়ে জনগণের কী উপকার করবেন? আপনাদের দলে ফ্যাসিবাদ, মাফিয়াদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা দৃশ্যমান ব্যবস্থা দেখতে চাই।

আজ শনিবার নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ১৪৩ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।  

রফিউর রাব্বি বলেন, ‘শেখ হাসিনা যাওয়ার পর ছয়জনকে গ্রেপ্তার ও জবানবন্দি নেওয়া হয়েছে। একটি হত্যার অভিযোগপত্র দিয়ে বিচার শুরু করার জন্য ৬ মাস কি যথেষ্ট নয়? আপনারা কি শেখ হাসিনার পথ ধরতে চান? শেখ হাসিনা বিচারব্যবস্থা ধ্বংস করে যে অব্যবস্থা তৈরি করেছিল, তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।’

তিনি বলেন, ৬ মাসেও ’২৪-এর হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়নি। সরকার যখন বিচার করে না, তখন মানুষ আইন হাতে তুলে নেয়। একদিকে ভুক্তভোগীরা আইন হাতে তুলে নিচ্ছে, পাশাপাশি সরকার নীরবতার মধ্য দিয়ে তাদের দায় থেকে মুক্তি পেতে চাচ্ছে।

ছেলে হত্যার দ্রুত বিচার দাবি করে রফিউর রাব্বি বলেন, ‘নির্দেশদাতা শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজামসহ যারা রয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত অভিযোগপত্র সম্পূর্ণ করে আদালতে জমা দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা বন্ধ হয়ে থাকা সব হত্যার বিচার চাই।’

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কবি হালিম আজাদ, সাংবাদিক মাহবুবুর রহমান মাসুম, ন্যাপ জেলা সম্পাদক আওলাদ হোসেন, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, প্রদীপ ঘোষ বাবু প্রমুখ। সঞ্চালনা করেন জোটের সহসভাপতি মনি সুপান্থ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত