নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিএনপির নেতারা ত্বকীর হত্যাকারী ওসমান পরিবারকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছেন বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। তিনি বলেন, ‘ত্বকীর হত্যাকারী ওসমান পরিবার দেশ ছেড়ে পালিয়ে গেছে। সংবাদপত্রে দেখলাম, বিএনপির কে কে তাদের সীমানা পার করে বিদেশে পাঠিয়ে দিয়েছে।
বিএনপিকে প্রশ্ন করতে চাই, আপনারা মুখে একটা, আর কাজে আরেকটা—এ দিয়ে জনগণের কী উপকার করবেন? আপনাদের দলে ফ্যাসিবাদ, মাফিয়াদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা দৃশ্যমান ব্যবস্থা দেখতে চাই।
আজ শনিবার নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ১৪৩ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
রফিউর রাব্বি বলেন, ‘শেখ হাসিনা যাওয়ার পর ছয়জনকে গ্রেপ্তার ও জবানবন্দি নেওয়া হয়েছে। একটি হত্যার অভিযোগপত্র দিয়ে বিচার শুরু করার জন্য ৬ মাস কি যথেষ্ট নয়? আপনারা কি শেখ হাসিনার পথ ধরতে চান? শেখ হাসিনা বিচারব্যবস্থা ধ্বংস করে যে অব্যবস্থা তৈরি করেছিল, তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।’
তিনি বলেন, ৬ মাসেও ’২৪-এর হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়নি। সরকার যখন বিচার করে না, তখন মানুষ আইন হাতে তুলে নেয়। একদিকে ভুক্তভোগীরা আইন হাতে তুলে নিচ্ছে, পাশাপাশি সরকার নীরবতার মধ্য দিয়ে তাদের দায় থেকে মুক্তি পেতে চাচ্ছে।
ছেলে হত্যার দ্রুত বিচার দাবি করে রফিউর রাব্বি বলেন, ‘নির্দেশদাতা শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজামসহ যারা রয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত অভিযোগপত্র সম্পূর্ণ করে আদালতে জমা দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা বন্ধ হয়ে থাকা সব হত্যার বিচার চাই।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কবি হালিম আজাদ, সাংবাদিক মাহবুবুর রহমান মাসুম, ন্যাপ জেলা সম্পাদক আওলাদ হোসেন, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, প্রদীপ ঘোষ বাবু প্রমুখ। সঞ্চালনা করেন জোটের সহসভাপতি মনি সুপান্থ।
বিএনপির নেতারা ত্বকীর হত্যাকারী ওসমান পরিবারকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছেন বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। তিনি বলেন, ‘ত্বকীর হত্যাকারী ওসমান পরিবার দেশ ছেড়ে পালিয়ে গেছে। সংবাদপত্রে দেখলাম, বিএনপির কে কে তাদের সীমানা পার করে বিদেশে পাঠিয়ে দিয়েছে।
বিএনপিকে প্রশ্ন করতে চাই, আপনারা মুখে একটা, আর কাজে আরেকটা—এ দিয়ে জনগণের কী উপকার করবেন? আপনাদের দলে ফ্যাসিবাদ, মাফিয়াদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা দৃশ্যমান ব্যবস্থা দেখতে চাই।
আজ শনিবার নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ১৪৩ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
রফিউর রাব্বি বলেন, ‘শেখ হাসিনা যাওয়ার পর ছয়জনকে গ্রেপ্তার ও জবানবন্দি নেওয়া হয়েছে। একটি হত্যার অভিযোগপত্র দিয়ে বিচার শুরু করার জন্য ৬ মাস কি যথেষ্ট নয়? আপনারা কি শেখ হাসিনার পথ ধরতে চান? শেখ হাসিনা বিচারব্যবস্থা ধ্বংস করে যে অব্যবস্থা তৈরি করেছিল, তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।’
তিনি বলেন, ৬ মাসেও ’২৪-এর হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়নি। সরকার যখন বিচার করে না, তখন মানুষ আইন হাতে তুলে নেয়। একদিকে ভুক্তভোগীরা আইন হাতে তুলে নিচ্ছে, পাশাপাশি সরকার নীরবতার মধ্য দিয়ে তাদের দায় থেকে মুক্তি পেতে চাচ্ছে।
ছেলে হত্যার দ্রুত বিচার দাবি করে রফিউর রাব্বি বলেন, ‘নির্দেশদাতা শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজামসহ যারা রয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত অভিযোগপত্র সম্পূর্ণ করে আদালতে জমা দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা বন্ধ হয়ে থাকা সব হত্যার বিচার চাই।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কবি হালিম আজাদ, সাংবাদিক মাহবুবুর রহমান মাসুম, ন্যাপ জেলা সম্পাদক আওলাদ হোসেন, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, প্রদীপ ঘোষ বাবু প্রমুখ। সঞ্চালনা করেন জোটের সহসভাপতি মনি সুপান্থ।
রাজধানীসহ সারা দেশেই সড়কে বিশৃঙ্খলার অন্যতম একটি কারণ ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিন চাকার যান। ঢাকার প্রধান সড়কগুলোয়ও এখন দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা। এ কারণে প্রায়ই দুর্ঘটনাও ঘটছে। এসব কারণে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তার প্রতিবাদে সড়ক ও রেলপথ অ
৩ ঘণ্টা আগেরাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনের দৃশ্য। ইফতারের সময়ের আগে আগে সারি দিয়ে রাখা হচ্ছে ইফতারসামগ্রী। সেখানে সুশৃঙ্খলভাবে সারি বেঁধে বসে যাচ্ছেন খেটে খাওয়া মানুষেরা। সময় হতেই মুখে তুলে নিলেন পানি ও খাবার।
৩ ঘণ্টা আগেদিনাজপুরের ফুলবাড়ীতে স্মার্ট কার্ড জটিলতায় দুই মাস ধরে টিসিবির পণ্য পায়নি উপজেলার প্রায় ১৯ হাজার পরিবার। পবিত্র রমজান মাসেও টিসিবির পণ্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তাঁরা। স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে ন্যায্যমূল্যে বিতরণ করা এই পণ্য স্মার্ট কার্ডের অভাবে বিতরণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ডিলারমালিক
৩ ঘণ্টা আগেশতভাগ বিশুদ্ধ পানি নিশ্চিতের জন্য আওয়ামী লীগ সরকারের আমলে সুনামগঞ্জের দুই উপজেলায় কোটি টাকা ব্যয়ে নলকূপ স্থাপন করা হয়। কিন্তু দুই বছর যেতে না যেতেই সুফল মিলছে না প্রকল্পের। যেনতেনভাবে নলকূপ স্থাপন করে ক্ষমতাসীন দলের ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ প্রকল্পের টাকা লুটপ
৩ ঘণ্টা আগে