Ajker Patrika

৫ বছর ধরে পলাতক ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৪: ৪০
৫ বছর ধরে পলাতক ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজধানীর আদাবর থানা এলাকায় ১৪ বছরের কিশোরী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। চার বছর ধরে পলাতক এই আসামিকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-২এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম। গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম মো. শাহিন (৩০)। 

র‍্যাব জানায়, ভুক্তভোগী তাঁর পরিবার নিয়ে রাজধানীর আদাবর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ২০১৯ সালের ২৯ অক্টোবর আনুমানিক রাত সাড়ে ১১টায় তিনি ব্যক্তিগত প্রয়োজনে ঘরের বাইরে বের হলে আগে থেকেই ওত পেতে থাকা আসামি মো. শাহিন তাঁর মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে আদাবর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার হয়ে আসামি ১০ মাস কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে পলাতক থাকেন। 

র‍্যাব আরও জানায়, পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। আদালত বিচারকার্য শেষে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

অবশেষে বৃহস্পতিবার রাতে র‍্যাব-২-এর সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত