মাদারীপুর প্রতিনিধি

মোবাইলে কল দিয়ে ডেকে নিয়ে মাদারীপুরে সবুজ মৃধা নামে এক যুবকের দুই হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পৌর শহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের (মেডিকেল অফিসার) চিকিৎসক শাওলীন আফরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আহত যুবকের দুই হাত ও পায়ের ৯০ ভাগ কেটে ফেলেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’
পুলিশ, আহতের পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার বাদশা মৃধার ছেলে সবুজ মৃধা (৩০) মঙ্গলবার বিকেলে মোবাইলে জরুরি কল পেয়ে বাসা থেকে বের হয়ে যান। রিকশা করে শহরের লঞ্চঘাট এলাকায় যাওয়ার পথে পৌরসভার বটতলা এলাকায় আসলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাঁর দুই হাত ও দুই পায়ের রগ কেটে ফেলে তারা।
এ সময় সবুজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় সবুজকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত সবুজের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতও আছে।
আহত যুবকের বাবা বাদশা মৃধা বলেন, ‘আমার ছেলের ওপর হামলার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করে বিচার চাই। এভাবে আমার ছেলের ওপর হামলা করেছে, তা মেনে নেওয়া যায় না।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা হতে পারে।

মোবাইলে কল দিয়ে ডেকে নিয়ে মাদারীপুরে সবুজ মৃধা নামে এক যুবকের দুই হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পৌর শহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের (মেডিকেল অফিসার) চিকিৎসক শাওলীন আফরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আহত যুবকের দুই হাত ও পায়ের ৯০ ভাগ কেটে ফেলেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’
পুলিশ, আহতের পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার বাদশা মৃধার ছেলে সবুজ মৃধা (৩০) মঙ্গলবার বিকেলে মোবাইলে জরুরি কল পেয়ে বাসা থেকে বের হয়ে যান। রিকশা করে শহরের লঞ্চঘাট এলাকায় যাওয়ার পথে পৌরসভার বটতলা এলাকায় আসলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাঁর দুই হাত ও দুই পায়ের রগ কেটে ফেলে তারা।
এ সময় সবুজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় সবুজকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত সবুজের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতও আছে।
আহত যুবকের বাবা বাদশা মৃধা বলেন, ‘আমার ছেলের ওপর হামলার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করে বিচার চাই। এভাবে আমার ছেলের ওপর হামলা করেছে, তা মেনে নেওয়া যায় না।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা হতে পারে।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২৫ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে