আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর তুরাগ এলাকায় ইতালির এক নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার তুরাগ থানা-পুলিশ তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. খোরশেদ আলম (২৮) ও মো. শাহিন মিয়া (২২)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাসপোর্টসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।
রওনক জাহান বলেন, ‘রোববার ভোর ৪টার দিকে ইতালির নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর ইতালি থেকে একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে উত্তরা ১৯-নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যেতে একটি উবার মোটরসাইকেল ভাড়া করেন। মোটরসাইকেলচালক তাঁকে হোস্টেলে না নিয়ে ১ নম্বর সেক্টরের মেট্রোরেল স্টেশন সংলগ্ন ব্রিজের পাশে নিয়ে যায়।’
ডিসি জানান, সেখানে অপর এক সহযোগীর সহায়তায় তানিয়াকে ভয়ভীতি দেখিয়ে তাঁর পাসপোর্ট, একটি আইফোন ১৩, চার্জার, একটি ম্যাকবুকের চার্জার, ইতালীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ডসহ নগদ ৫০ ইউরো ছিনিয়ে নেয়। পরে তানিয়ার অভিযোগের প্রেক্ষিতে তুরাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
রওনক জাহান বলেন, ‘ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলচালক খোরশেদ আলমকে বিকেল সোয়া ৫টায় তুরাগ থানার পাকুরিয়া হাসুর বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত সোয়া ১১টায় শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর। এ সময় দ্রুততম সময়ে ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ফিরে পেয়ে পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, ‘আমি সবকিছুই হারিয়েছিলাম। আমার পাসপোর্ট, টাকা, জিনিসপত্র সব হারিয়েছিলাম। কিন্তু বাংলাদেশ পুলিশ সবকিছু উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে।’

রাজধানীর তুরাগ এলাকায় ইতালির এক নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার তুরাগ থানা-পুলিশ তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. খোরশেদ আলম (২৮) ও মো. শাহিন মিয়া (২২)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাসপোর্টসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।
রওনক জাহান বলেন, ‘রোববার ভোর ৪টার দিকে ইতালির নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর ইতালি থেকে একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে উত্তরা ১৯-নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যেতে একটি উবার মোটরসাইকেল ভাড়া করেন। মোটরসাইকেলচালক তাঁকে হোস্টেলে না নিয়ে ১ নম্বর সেক্টরের মেট্রোরেল স্টেশন সংলগ্ন ব্রিজের পাশে নিয়ে যায়।’
ডিসি জানান, সেখানে অপর এক সহযোগীর সহায়তায় তানিয়াকে ভয়ভীতি দেখিয়ে তাঁর পাসপোর্ট, একটি আইফোন ১৩, চার্জার, একটি ম্যাকবুকের চার্জার, ইতালীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ডসহ নগদ ৫০ ইউরো ছিনিয়ে নেয়। পরে তানিয়ার অভিযোগের প্রেক্ষিতে তুরাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
রওনক জাহান বলেন, ‘ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলচালক খোরশেদ আলমকে বিকেল সোয়া ৫টায় তুরাগ থানার পাকুরিয়া হাসুর বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত সোয়া ১১টায় শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর। এ সময় দ্রুততম সময়ে ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ফিরে পেয়ে পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, ‘আমি সবকিছুই হারিয়েছিলাম। আমার পাসপোর্ট, টাকা, জিনিসপত্র সব হারিয়েছিলাম। কিন্তু বাংলাদেশ পুলিশ সবকিছু উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
২ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে