আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর তুরাগ এলাকায় ইতালির এক নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার তুরাগ থানা-পুলিশ তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. খোরশেদ আলম (২৮) ও মো. শাহিন মিয়া (২২)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাসপোর্টসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।
রওনক জাহান বলেন, ‘রোববার ভোর ৪টার দিকে ইতালির নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর ইতালি থেকে একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে উত্তরা ১৯-নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যেতে একটি উবার মোটরসাইকেল ভাড়া করেন। মোটরসাইকেলচালক তাঁকে হোস্টেলে না নিয়ে ১ নম্বর সেক্টরের মেট্রোরেল স্টেশন সংলগ্ন ব্রিজের পাশে নিয়ে যায়।’
ডিসি জানান, সেখানে অপর এক সহযোগীর সহায়তায় তানিয়াকে ভয়ভীতি দেখিয়ে তাঁর পাসপোর্ট, একটি আইফোন ১৩, চার্জার, একটি ম্যাকবুকের চার্জার, ইতালীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ডসহ নগদ ৫০ ইউরো ছিনিয়ে নেয়। পরে তানিয়ার অভিযোগের প্রেক্ষিতে তুরাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
রওনক জাহান বলেন, ‘ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলচালক খোরশেদ আলমকে বিকেল সোয়া ৫টায় তুরাগ থানার পাকুরিয়া হাসুর বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত সোয়া ১১টায় শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর। এ সময় দ্রুততম সময়ে ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ফিরে পেয়ে পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, ‘আমি সবকিছুই হারিয়েছিলাম। আমার পাসপোর্ট, টাকা, জিনিসপত্র সব হারিয়েছিলাম। কিন্তু বাংলাদেশ পুলিশ সবকিছু উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে।’

রাজধানীর তুরাগ এলাকায় ইতালির এক নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার তুরাগ থানা-পুলিশ তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. খোরশেদ আলম (২৮) ও মো. শাহিন মিয়া (২২)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাসপোর্টসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।
রওনক জাহান বলেন, ‘রোববার ভোর ৪টার দিকে ইতালির নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর ইতালি থেকে একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে উত্তরা ১৯-নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যেতে একটি উবার মোটরসাইকেল ভাড়া করেন। মোটরসাইকেলচালক তাঁকে হোস্টেলে না নিয়ে ১ নম্বর সেক্টরের মেট্রোরেল স্টেশন সংলগ্ন ব্রিজের পাশে নিয়ে যায়।’
ডিসি জানান, সেখানে অপর এক সহযোগীর সহায়তায় তানিয়াকে ভয়ভীতি দেখিয়ে তাঁর পাসপোর্ট, একটি আইফোন ১৩, চার্জার, একটি ম্যাকবুকের চার্জার, ইতালীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ডসহ নগদ ৫০ ইউরো ছিনিয়ে নেয়। পরে তানিয়ার অভিযোগের প্রেক্ষিতে তুরাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
রওনক জাহান বলেন, ‘ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলচালক খোরশেদ আলমকে বিকেল সোয়া ৫টায় তুরাগ থানার পাকুরিয়া হাসুর বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত সোয়া ১১টায় শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর। এ সময় দ্রুততম সময়ে ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ফিরে পেয়ে পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, ‘আমি সবকিছুই হারিয়েছিলাম। আমার পাসপোর্ট, টাকা, জিনিসপত্র সব হারিয়েছিলাম। কিন্তু বাংলাদেশ পুলিশ সবকিছু উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে