Ajker Patrika

নিজেদের চিংড়ি মহালের ইজারা বাতিল করলেন ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজেদের চিংড়ি মহালের ইজারা বাতিল করলেন ভূমিমন্ত্রী

পৈতৃকসূত্রে ইজারায় পাওয়া নিজেদের চিংড়ি মহালের ইজারা বাতিল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ভূমি মন্ত্রণালয় থেকে চিংড়ি মহালের ইজারা দেওয়া হয় বলে নীতিগত কারণে ওই মহালের ইজারা বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। 

ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বুধবার জাতীয় চিংড়ি মহাল ব্যবস্থাপনা কমিটির সভায় ভূমিমন্ত্রী এই নির্দেশ দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, চিংড়ি মহালের রাজস্ব প্রদানে হয়রানি রোধে অনলাইন ব্যবস্থাপনা চালুর নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী। তিনি চিংড়ি মহালের ইজারাগ্রহীতাদের দুর্ভোগ কমাতে রাজস্ব জমা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিসিআর দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

একই পরিবার থেকে একাধিক সদস্য যেন চিংড়ি মহালের ইজারা না পায়, তা যাচাইয়ে অটোমেটেড সিস্টেম তৈরি করার নির্দেশ দেন ভূমিমন্ত্রী। এ ছাড়া চিংড়ি-মহাল নীতিমালা আধুনিকায়নসহ জাতীয় পরিচয়পত্র ছাড়া চিংড়ি মহাল ইজারা না দেওয়ার ব্যাপারে ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। 

বিভিন্ন জেলার প্রতিবেদনের ভিত্তিতে ৪৪টি চিংড়ি মহালের ইজারার প্রস্তাব সভায় উত্থাপন করা হয়। এর মধ্যে সাতক্ষীরার ১৩৫ একর আয়তনের চিংড়ি মহাল চিংড়ি চাষের অনুপযুক্ত হওয়ায় তা জলমহালে রূপান্তরের প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের এক হাজার ৫৯৬টি চিংড়ি মহাল রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত