Ajker Patrika

উত্তরায় বিমান বিধ্বস্ত: আহতদের নেগেটিভ গ্রুপের রক্তের সংকট

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৯: ৪৬
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রক্তদাতারা কাগজে লিখে রক্তদানে আগ্রহী বলে জানান। ছবি: আজকের পত্রিকা
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রক্তদাতারা কাগজে লিখে রক্তদানে আগ্রহী বলে জানান। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নেগেটিভ গ্রুপের রক্তের সংকট দেখা দিয়েছে। সবচেয়ে সংকট পড়েছে ‘ও’ নেগেটিভ গ্রুপের রক্তের।

আজ সোমবার (২১ জুলাই) বিকেলে উত্তরার বিভিন্ন হাসপাতাল প্রাঙ্গণে মাইকিং করে বেশ কয়েকজনকে নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের খোঁজ করতে দেখা যায়।

মাইকিংকালে বলা হয়, ‘রক্ত দিন জীবন বাঁচান। আপনার একটু রক্তে বাঁচতে পারে একটি জীবন। বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন। সব থেকে বেশি সংকট নেগেটিভ গ্রুপের রক্তের। আর তীব্র সংকট ‘‘ও’’ নেগেটিভ রক্তের।’

মাইকিংয়ে আরও বলা হয়, ‘আপনারা যারা রক্ত দিতে চান, তারা উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান। না হলে দিয়াবাড়ি গোলচত্বরে নাম, নম্বর ও ব্লাড গ্রুপ দিয়ে যান। আপনারা রক্ত না দিতে পারলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দিন, যেন রক্তদাতারা এগিয়ে আসতে পারেন।’

উল্লেখ্য, দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার ক্যাম্পাসে আজ দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত