
বাংলাদেশ সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তারা (পিও) বেতন স্কেল দশম গ্রেডকে নবম গ্রেডে উন্নীতকরণসহ ৯ দফা দাবি জানিয়েছেন। দাবি বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরীকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
আজ সোমবার আলাদাভাবে এ স্মারকলিপি দেয় এও-পিওদের সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সই করা স্মারকলিপিতে ৯ দফা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, সচিবালয়ে কর্মরত ক্যাডার বহির্ভূতদের জন্য ১৯৮টি সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব, ৬৮টি উপসচিব এবং ২৫টি যুগ্মসচিবের পদ সংরক্ষণ করতে হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা পুনর্বহাল করতে হবে। সচিবালয় নিয়োগবিধির আওতায় ১৩-১৬ তম গ্রেডভুক্ত পদগুলোর বিদ্যমান একাধিক পদ নাম পরিবর্তন করতে হবে।
সচিবালয়ের ‘অফিস সহায়ক’ পদ নাম পরিবর্তন করে ‘সাচিবিক সহায়ক’ করাসহ তাদের বেতনস্কেল ২০ তম গ্রেড হতে ১৮ তম গ্রেড করতে হবে। সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৩০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ চালু করতে হবে। পাশাপাশি সচিবালয়ের সব চাকরিজীবীদের জন্য দুই হাজার টাকা প্রযুক্তি ভাতা দিতে হবে।
এ ছাড়া ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে চালু হওয়া গৃহনির্মাণ ঋণের মাসিক কিস্তি শুধুমাত্র বাড়িভাড়ার সমপরিমাণ অর্থ কর্তন করা এবং বাকি অর্থ পেনশন থেকে সমন্বয় করতে দাবি জানানো হয়।

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তারা (পিও) বেতন স্কেল দশম গ্রেডকে নবম গ্রেডে উন্নীতকরণসহ ৯ দফা দাবি জানিয়েছেন। দাবি বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরীকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
আজ সোমবার আলাদাভাবে এ স্মারকলিপি দেয় এও-পিওদের সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সই করা স্মারকলিপিতে ৯ দফা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, সচিবালয়ে কর্মরত ক্যাডার বহির্ভূতদের জন্য ১৯৮টি সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব, ৬৮টি উপসচিব এবং ২৫টি যুগ্মসচিবের পদ সংরক্ষণ করতে হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা পুনর্বহাল করতে হবে। সচিবালয় নিয়োগবিধির আওতায় ১৩-১৬ তম গ্রেডভুক্ত পদগুলোর বিদ্যমান একাধিক পদ নাম পরিবর্তন করতে হবে।
সচিবালয়ের ‘অফিস সহায়ক’ পদ নাম পরিবর্তন করে ‘সাচিবিক সহায়ক’ করাসহ তাদের বেতনস্কেল ২০ তম গ্রেড হতে ১৮ তম গ্রেড করতে হবে। সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৩০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ চালু করতে হবে। পাশাপাশি সচিবালয়ের সব চাকরিজীবীদের জন্য দুই হাজার টাকা প্রযুক্তি ভাতা দিতে হবে।
এ ছাড়া ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে চালু হওয়া গৃহনির্মাণ ঋণের মাসিক কিস্তি শুধুমাত্র বাড়িভাড়ার সমপরিমাণ অর্থ কর্তন করা এবং বাকি অর্থ পেনশন থেকে সমন্বয় করতে দাবি জানানো হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে