নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন উপলক্ষে দেশের আট বিশিষ্ট ব্যক্তিকে ‘পল্লীবন্ধু পদক’ দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রোববার সন্ধ্যায় এ পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জাপা।
অনুষ্ঠানে এরশাদের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন এরশাদের ভগ্নিপতি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান।
হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে যাঁদের পল্লীবন্ধু পদক দেওয়া হয় তাঁরা হলেন—স্বাস্থ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্ল্যাহ চৌধুরী, সাহিত্যে স্বনামধন্য কবি ফজল সাহাবুদ্দিনের (মরণোত্তর) পক্ষে পদক নেন তার মেয়ে দিনা সাহাবুদ্দিন, কৃষিতে বিশিষ্ট কৃষি সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সংগীতে প্রখ্যাত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের (মরণোত্তর) পক্ষে পদক ও সম্মাননা গ্রহণ করেন তাঁর স্ত্রী লিপিকা এন্ড্রু ইতি, শিক্ষায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্ল্যাহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরেণ্য নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সিদ্দিকের (মরণোত্তর) পক্ষে পদক গ্রহণ করেন তাঁর মেয়ে আরিফা কবির, ক্রীড়ায় বিশিষ্ট ক্রীড়াবিদ গোলাম সরোয়ার টিপু, শিল্পে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি আব্দুল ওয়াহেদ বাবুলের পক্ষে তাঁর ভাই এমএ রহিম পদক গ্রহণ করেন।
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘এরশাদের কর্মকাণ্ড এতই বিস্তৃত যে, সব ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আমরা পদক প্রদান করতে পারলাম না। এবার আটটি বিষয়ে পল্লীবন্ধু পদক ঘোষণা করেছি। আগামীতে এই পুরস্কারের পরিধি আরও প্রসারিত করার প্রত্যাশা রয়েছে আমাদের।’
এদিকে জাতীয় পার্টি আট বিশিষ্ট নাগরিককে পদক দেওয়ার বিষয়টিকে বাণিজ্য বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করা বিদিশা সিদ্দিক। তিনি বলেন, ‘আমি শুনেছি হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে জিএম কাদের একটি পাঁচ তারকা হোটেলে পদক বিতরণ করবেন। এত দিন তিনি টাকার বিনিময়ে পদ বিক্রি করলেও এখন তিনি পদক বিক্রি করা শুরু করেছেন।’
এ সময় তিনি পদকের নামে কালেকশন করা টাকা জাপা কর্মীদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য বলেন। রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদিশা এসব কথা বলেন।

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন উপলক্ষে দেশের আট বিশিষ্ট ব্যক্তিকে ‘পল্লীবন্ধু পদক’ দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রোববার সন্ধ্যায় এ পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জাপা।
অনুষ্ঠানে এরশাদের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন এরশাদের ভগ্নিপতি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান।
হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে যাঁদের পল্লীবন্ধু পদক দেওয়া হয় তাঁরা হলেন—স্বাস্থ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্ল্যাহ চৌধুরী, সাহিত্যে স্বনামধন্য কবি ফজল সাহাবুদ্দিনের (মরণোত্তর) পক্ষে পদক নেন তার মেয়ে দিনা সাহাবুদ্দিন, কৃষিতে বিশিষ্ট কৃষি সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সংগীতে প্রখ্যাত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের (মরণোত্তর) পক্ষে পদক ও সম্মাননা গ্রহণ করেন তাঁর স্ত্রী লিপিকা এন্ড্রু ইতি, শিক্ষায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্ল্যাহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরেণ্য নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সিদ্দিকের (মরণোত্তর) পক্ষে পদক গ্রহণ করেন তাঁর মেয়ে আরিফা কবির, ক্রীড়ায় বিশিষ্ট ক্রীড়াবিদ গোলাম সরোয়ার টিপু, শিল্পে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি আব্দুল ওয়াহেদ বাবুলের পক্ষে তাঁর ভাই এমএ রহিম পদক গ্রহণ করেন।
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘এরশাদের কর্মকাণ্ড এতই বিস্তৃত যে, সব ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আমরা পদক প্রদান করতে পারলাম না। এবার আটটি বিষয়ে পল্লীবন্ধু পদক ঘোষণা করেছি। আগামীতে এই পুরস্কারের পরিধি আরও প্রসারিত করার প্রত্যাশা রয়েছে আমাদের।’
এদিকে জাতীয় পার্টি আট বিশিষ্ট নাগরিককে পদক দেওয়ার বিষয়টিকে বাণিজ্য বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করা বিদিশা সিদ্দিক। তিনি বলেন, ‘আমি শুনেছি হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে জিএম কাদের একটি পাঁচ তারকা হোটেলে পদক বিতরণ করবেন। এত দিন তিনি টাকার বিনিময়ে পদ বিক্রি করলেও এখন তিনি পদক বিক্রি করা শুরু করেছেন।’
এ সময় তিনি পদকের নামে কালেকশন করা টাকা জাপা কর্মীদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য বলেন। রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদিশা এসব কথা বলেন।

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
২ ঘণ্টা আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আইনগত কাজ করতে গেলে মানুষ ভুল বোঝে। তারা মনে করে এঁরা (পুলিশ সদস্য) ৫ আগস্টের আগের পুলিশ, তাঁরা কেন গ্রেপ্তার করবেন? তাঁরা কেন রাস্তা ছেড়ে দিতে বলবেন? নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকার দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে