নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন উপলক্ষে দেশের আট বিশিষ্ট ব্যক্তিকে ‘পল্লীবন্ধু পদক’ দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রোববার সন্ধ্যায় এ পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জাপা।
অনুষ্ঠানে এরশাদের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন এরশাদের ভগ্নিপতি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান।
হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে যাঁদের পল্লীবন্ধু পদক দেওয়া হয় তাঁরা হলেন—স্বাস্থ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্ল্যাহ চৌধুরী, সাহিত্যে স্বনামধন্য কবি ফজল সাহাবুদ্দিনের (মরণোত্তর) পক্ষে পদক নেন তার মেয়ে দিনা সাহাবুদ্দিন, কৃষিতে বিশিষ্ট কৃষি সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সংগীতে প্রখ্যাত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের (মরণোত্তর) পক্ষে পদক ও সম্মাননা গ্রহণ করেন তাঁর স্ত্রী লিপিকা এন্ড্রু ইতি, শিক্ষায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্ল্যাহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরেণ্য নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সিদ্দিকের (মরণোত্তর) পক্ষে পদক গ্রহণ করেন তাঁর মেয়ে আরিফা কবির, ক্রীড়ায় বিশিষ্ট ক্রীড়াবিদ গোলাম সরোয়ার টিপু, শিল্পে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি আব্দুল ওয়াহেদ বাবুলের পক্ষে তাঁর ভাই এমএ রহিম পদক গ্রহণ করেন।
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘এরশাদের কর্মকাণ্ড এতই বিস্তৃত যে, সব ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আমরা পদক প্রদান করতে পারলাম না। এবার আটটি বিষয়ে পল্লীবন্ধু পদক ঘোষণা করেছি। আগামীতে এই পুরস্কারের পরিধি আরও প্রসারিত করার প্রত্যাশা রয়েছে আমাদের।’
এদিকে জাতীয় পার্টি আট বিশিষ্ট নাগরিককে পদক দেওয়ার বিষয়টিকে বাণিজ্য বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করা বিদিশা সিদ্দিক। তিনি বলেন, ‘আমি শুনেছি হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে জিএম কাদের একটি পাঁচ তারকা হোটেলে পদক বিতরণ করবেন। এত দিন তিনি টাকার বিনিময়ে পদ বিক্রি করলেও এখন তিনি পদক বিক্রি করা শুরু করেছেন।’
এ সময় তিনি পদকের নামে কালেকশন করা টাকা জাপা কর্মীদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য বলেন। রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদিশা এসব কথা বলেন।

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন উপলক্ষে দেশের আট বিশিষ্ট ব্যক্তিকে ‘পল্লীবন্ধু পদক’ দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রোববার সন্ধ্যায় এ পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জাপা।
অনুষ্ঠানে এরশাদের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন এরশাদের ভগ্নিপতি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান।
হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে যাঁদের পল্লীবন্ধু পদক দেওয়া হয় তাঁরা হলেন—স্বাস্থ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্ল্যাহ চৌধুরী, সাহিত্যে স্বনামধন্য কবি ফজল সাহাবুদ্দিনের (মরণোত্তর) পক্ষে পদক নেন তার মেয়ে দিনা সাহাবুদ্দিন, কৃষিতে বিশিষ্ট কৃষি সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সংগীতে প্রখ্যাত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের (মরণোত্তর) পক্ষে পদক ও সম্মাননা গ্রহণ করেন তাঁর স্ত্রী লিপিকা এন্ড্রু ইতি, শিক্ষায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্ল্যাহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরেণ্য নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সিদ্দিকের (মরণোত্তর) পক্ষে পদক গ্রহণ করেন তাঁর মেয়ে আরিফা কবির, ক্রীড়ায় বিশিষ্ট ক্রীড়াবিদ গোলাম সরোয়ার টিপু, শিল্পে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি আব্দুল ওয়াহেদ বাবুলের পক্ষে তাঁর ভাই এমএ রহিম পদক গ্রহণ করেন।
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘এরশাদের কর্মকাণ্ড এতই বিস্তৃত যে, সব ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আমরা পদক প্রদান করতে পারলাম না। এবার আটটি বিষয়ে পল্লীবন্ধু পদক ঘোষণা করেছি। আগামীতে এই পুরস্কারের পরিধি আরও প্রসারিত করার প্রত্যাশা রয়েছে আমাদের।’
এদিকে জাতীয় পার্টি আট বিশিষ্ট নাগরিককে পদক দেওয়ার বিষয়টিকে বাণিজ্য বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করা বিদিশা সিদ্দিক। তিনি বলেন, ‘আমি শুনেছি হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে জিএম কাদের একটি পাঁচ তারকা হোটেলে পদক বিতরণ করবেন। এত দিন তিনি টাকার বিনিময়ে পদ বিক্রি করলেও এখন তিনি পদক বিক্রি করা শুরু করেছেন।’
এ সময় তিনি পদকের নামে কালেকশন করা টাকা জাপা কর্মীদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য বলেন। রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদিশা এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে