Ajker Patrika

রিমান্ড শেষে আবার কারাগারে সালমান-মামুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
সালমান এফ রহমান ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত
সালমান এফ রহমান ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জিসান নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় তাঁদের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আজ শনিবার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে ৫ দিনের রিমান্ড শেষে তাঁদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই কাউছার হুসাইন কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. শরীফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২০ জানুয়ারি এ মামলায় তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাঁদের রিমান্ডে নেওয়া হয়।

গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও গত বছরের ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে আবদুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর দফায় দফায় বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয় তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত