নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জিসান নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় তাঁদের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আজ শনিবার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে ৫ দিনের রিমান্ড শেষে তাঁদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই কাউছার হুসাইন কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. শরীফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২০ জানুয়ারি এ মামলায় তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাঁদের রিমান্ডে নেওয়া হয়।
গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও গত বছরের ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে আবদুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর দফায় দফায় বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয় তাঁদের।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জিসান নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় তাঁদের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আজ শনিবার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে ৫ দিনের রিমান্ড শেষে তাঁদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই কাউছার হুসাইন কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. শরীফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২০ জানুয়ারি এ মামলায় তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাঁদের রিমান্ডে নেওয়া হয়।
গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও গত বছরের ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে আবদুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর দফায় দফায় বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয় তাঁদের।
দুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ১৩ বছর ও তাঁর ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের তিন বছরের কারাদণ্ড স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাঁদের আপিলের অনুমতি দেওয়া হয়েছে। আজ রোববার তাঁদের পৃথক লিভ টু আপিল মঞ্জুর করে ব
৩ মিনিট আগেরমজান মাসে রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান হয়।
৮ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রশ্ন ফাঁসের ঘটনার প্রমাণ নষ্ট করার অভিযোগসহ পাঁচ দাবি জানিয়েছেন ওই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
১১ মিনিট আগেবিচারিক আদালতের রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করে আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন বলেন, ‘যদিও আমি জানি, রায়ের পরে আমার যেমন কষ্ট হচ্ছে, যাঁরা আসামির মা, তাঁদেরও কষ্ট হবে। কারণ, কোনো মা-বাবা তাঁদের সন্তানকে সন্ত্রাসী হওয়ার জন্য পাঠাননি। সেই মা-বাবাদের কথা ভেবে আমারও কষ্ট হচ্ছে। তাঁরাও আমার মতো তাঁদের
১৯ মিনিট আগে