নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার আস্থা সব সময় ছিল আমার নেত্রী শেখ হাসিনার ওপরে। আমার আস্থা আছে আমার দল আওয়ামী লীগের প্রতি। আস্থা হলো আমার জনগণ। এর বাইরে আমি কোন কিছু বলতে চাই না।
আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের ১২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই উত্তর দেন তিনি। শামীম ওসমানের কাজ করার ঘোষণায় আপনার আস্থা ফিরেছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামীম ওসমান মাঠে থাকবেন কিনা এমন প্রশ্নে বলেন, ‘উনি কি করবেন সেটা আমি জানি না। আর উনি মাঠে থাকবেন কি করে? উনি না একজন সংসদ সদস্য।’ শামীম ওসমান মাঠে থাকলে আচরণবিধি লঙ্ঘন হবে বলেও উল্লেখ করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের অভিযোগের প্রেক্ষিতে বলেন, ‘আমি কোথাও প্রভাব বিস্তার করি নাই। এই অভ্যাস আমার নাই। নারায়ণগঞ্জের মানুষ দীর্ঘ ১৮ বছর ধরে আমাকে চিনে। আমি যা বলি তা প্রকাশ্যেই বলি। আমি হোন্ডা বাহিনীর কথা বলেছি, কিশোর গ্যাংয়ের কথা বলেছি। কিন্তু আমি তৈমূর আলম খন্দকার কাকার কথা বলি নাই। প্রভাব বিস্তারের প্রশ্নই আসে না। এখনো পরিস্থিতি ভালো আছে। উনিও প্রচার চালাচ্ছেন, আমিও চালাচ্ছি।’
আইভি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ জানে প্রভাব বিস্তারের মতো আমার লোকবলও নাই, প্রশাসনও নাই। প্রশাসন কখনোই আমাকে সেইভাবে সাহায্য করে নাই। হঠাৎ করে প্রশাসন আমাকে এভাবে সাহায্য করবে আমি এটা বিশ্বাস করি না। প্রতিটি নির্বাচনে প্রশাসনের একটা পরিসংখ্যান থেকে হয়তো তারা সেটা করছে। আমি জানি না কি করছে। উনি নেতা–কর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছে আমি মিডিয়ার মাধ্যমেই দেখছি। এখন তিনি কেন অপপ্রচার চালাচ্ছে তা আমি জানি না। হতে পারে ওনার নতুন কোন কৌশল এটা।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার আস্থা সব সময় ছিল আমার নেত্রী শেখ হাসিনার ওপরে। আমার আস্থা আছে আমার দল আওয়ামী লীগের প্রতি। আস্থা হলো আমার জনগণ। এর বাইরে আমি কোন কিছু বলতে চাই না।
আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের ১২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই উত্তর দেন তিনি। শামীম ওসমানের কাজ করার ঘোষণায় আপনার আস্থা ফিরেছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামীম ওসমান মাঠে থাকবেন কিনা এমন প্রশ্নে বলেন, ‘উনি কি করবেন সেটা আমি জানি না। আর উনি মাঠে থাকবেন কি করে? উনি না একজন সংসদ সদস্য।’ শামীম ওসমান মাঠে থাকলে আচরণবিধি লঙ্ঘন হবে বলেও উল্লেখ করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের অভিযোগের প্রেক্ষিতে বলেন, ‘আমি কোথাও প্রভাব বিস্তার করি নাই। এই অভ্যাস আমার নাই। নারায়ণগঞ্জের মানুষ দীর্ঘ ১৮ বছর ধরে আমাকে চিনে। আমি যা বলি তা প্রকাশ্যেই বলি। আমি হোন্ডা বাহিনীর কথা বলেছি, কিশোর গ্যাংয়ের কথা বলেছি। কিন্তু আমি তৈমূর আলম খন্দকার কাকার কথা বলি নাই। প্রভাব বিস্তারের প্রশ্নই আসে না। এখনো পরিস্থিতি ভালো আছে। উনিও প্রচার চালাচ্ছেন, আমিও চালাচ্ছি।’
আইভি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ জানে প্রভাব বিস্তারের মতো আমার লোকবলও নাই, প্রশাসনও নাই। প্রশাসন কখনোই আমাকে সেইভাবে সাহায্য করে নাই। হঠাৎ করে প্রশাসন আমাকে এভাবে সাহায্য করবে আমি এটা বিশ্বাস করি না। প্রতিটি নির্বাচনে প্রশাসনের একটা পরিসংখ্যান থেকে হয়তো তারা সেটা করছে। আমি জানি না কি করছে। উনি নেতা–কর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছে আমি মিডিয়ার মাধ্যমেই দেখছি। এখন তিনি কেন অপপ্রচার চালাচ্ছে তা আমি জানি না। হতে পারে ওনার নতুন কোন কৌশল এটা।’

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে