আজকের পত্রিকা ডেস্ক

ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) নিরীক্ষা (অডিট) কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর স্ত্রী রোজী চিশতীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ পরোয়ানা জারি করেন।
জানা গেছে, আজ মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। বাবুল চিশতীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে জামিনে থাকা রোজী চিশতী অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। তাঁর পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে পরোয়ানা জারি করেন। পরে আদালত আগামী ১৫ এপ্রিল প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেন।
২০১৯ সালের ২৩ জানুয়ারি ৩৭ কোটি ৩৮ লাখ ৩ হাজার ২৫৬ টাকা আত্মসাতের অভিযোগে বাবুল চিশতী ও রোজী চিশতীর বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, ফারমার্স ব্যাংকের দায়িত্ব পালনকালে বাবুল চিশতী শত শত কোটি টাকা আত্মসাৎ করেছিলেন বলে দুদকে অভিযোগ রয়েছে। ২০১৮ সালের ১০ এপ্রিল তাঁর বিরুদ্ধে প্রথম মামলা হয়। গত সাত বছরে বাবুল চিশতী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে একটি মামলায় বাবুল ও তাঁর ছেলে রাশেদুল হক চিশতীকে ১২ বছর এবং রোজী চিশতী ও ব্যাংকের ফার্স্ট প্রেসিডেন্ট মাসুদুর রহমানকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।

ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) নিরীক্ষা (অডিট) কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর স্ত্রী রোজী চিশতীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ পরোয়ানা জারি করেন।
জানা গেছে, আজ মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। বাবুল চিশতীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে জামিনে থাকা রোজী চিশতী অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। তাঁর পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে পরোয়ানা জারি করেন। পরে আদালত আগামী ১৫ এপ্রিল প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেন।
২০১৯ সালের ২৩ জানুয়ারি ৩৭ কোটি ৩৮ লাখ ৩ হাজার ২৫৬ টাকা আত্মসাতের অভিযোগে বাবুল চিশতী ও রোজী চিশতীর বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, ফারমার্স ব্যাংকের দায়িত্ব পালনকালে বাবুল চিশতী শত শত কোটি টাকা আত্মসাৎ করেছিলেন বলে দুদকে অভিযোগ রয়েছে। ২০১৮ সালের ১০ এপ্রিল তাঁর বিরুদ্ধে প্রথম মামলা হয়। গত সাত বছরে বাবুল চিশতী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে একটি মামলায় বাবুল ও তাঁর ছেলে রাশেদুল হক চিশতীকে ১২ বছর এবং রোজী চিশতী ও ব্যাংকের ফার্স্ট প্রেসিডেন্ট মাসুদুর রহমানকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
৪০ মিনিট আগে