
রাজধানীতে কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি আরও বলেন, এসব ঘটনায় মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে। এ ছাড়া মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনাগুলো প্রতিরোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে জাইকার কারিগরি সহায়তায় ও ডিএমপির ডিআরএসপি প্রকল্পের আওতায় আয়োজিত ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার বলেন, ‘উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে ঘিরে জনতার রোষে পড়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা মামলাও নিয়েছি। মব জাস্টিসকে আমরা কখনোই অনুমোদন করি না। এর আগেও অনেক ঘটনায় আমরা ছিনতাই ও ডাকাতির মামলা করেছি। এমনকি পুলিশের অবহেলার কারণে কিছু কর্মকর্তাকেও সাসপেন্ড ও শাস্তির আওতায় আনা হয়েছে। মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘তিন-চার মাস আগের তুলনায় এখন মব জাস্টিসের ঘটনা অনেক কম। রাতে কোনো আসামিকে ধরতে গিয়ে বাড়িতে হানা দেওয়া বা দরজা ভাঙার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও আমরা সহ্য করছি না। এসব কারণে পরিস্থিতি এখন অনেক নিয়ন্ত্রণে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। অপরাধী ধরতে হলে পুলিশকে জানাতে হবে, আমরা ব্যবস্থা নেব।’
শেখ মো. সাজ্জাত আলী বলেন, দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না। মহানগরীতে সড়ক অবরোধ করে আন্দোলনের নামে জনভোগান্তি কেউ যাতে সৃষ্টি করতে না পারে সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে।
চাঁদাবাজি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, ‘চাঁদাবাজির অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আদাবর থানায় এমন একটি ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
অনুষ্ঠানে ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’-তে বিজয়ী দশ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার এবং জাইকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
১০ মিনিট আগে