ফরিদপুর প্রতিনিধি

‘আইল দেশে নির্বাচন, ভোট দিবে ভাই জনগণ। নৌকা মার্কায় ভোটটা দিলে দেশটা হবে উন্নয়ন। কত সরকার আইল-গেল, কেউ তো করল না, উন্নয়ন করছে দেশটা নৌকা মার্কার শেখ হাসিনা।’ এভাবেই নৌকার গান গেয়ে শেখ হাসিনার জনসভাস্থলে আগত মানুষদের উৎসাহ দিচ্ছেন নয়ন ভান্ডারী ও সাদ্দাম শেখ নামের দুই যুবক।
আজ দুপুরে এমনই দৃশ্য চোখে পড়ে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাস্থলের পাশে।
নয়ন ভান্ডারীকে সবাই দেশপ্রেমিক বলে চিনে বলে জানান। তিনি এসেছেন সুদূর চট্টগ্রাম থেকে। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার যুবক সাদ্দাম শেখ। দুজনে প্রধানমন্ত্রীর জনসভায় উন্নয়নের বার্তা ও নৌকার গান গেয়ে আগতদের উৎসাহ দিয়ে যাচ্ছেন। তাঁরা দুজন সারা দেশে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেন বলে জানান।
তাঁদের মধ্যে নয়ন ভান্ডারীকে বিচিত্র পোশাকে দেখা যায়। পরনে লাল পাঞ্জাবি আর সবুজ রঙের পাজামা। মাথায় বেঁধেছেন নৌকার প্রতীক। হাত দিয়ে উচুঁ করে রেখেছেন বাংলাদেশের উন্নয়নের দৃশ্যপটের প্লাকার্ড। সেখানে বড় করে লেখা ‘আমরা নৌকা মার্কায় ভোট দেই, উন্নয়ন বুঝে নেই।’
নয়ন ভান্ডারী বলেন, ‘আমি দেশপ্রেমিক। দেশকে ভালবাসতে হবে, দেশের কল্যাণে কথা বলতে হবে। আমাকে সবাই দেশপ্রেমিক বলে সম্মান, শ্রদ্ধা ও স্নেহ করে থাকে। তাঁদের আনন্দ দিতেই আমি সারা দেশে প্রধানমন্ত্রীর জনসভায় যাই।’
তিনি আরও বলেন, ‘আমার এই বেশ দেখে সবাই আনন্দ পায়। আমি নৌকা ও শেখ হাসিনার উন্নয়ন মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করি।’
নয়ন ভান্ডারীর সঙ্গে থাকেন সাদ্দাম শেখ। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী গ্রামের বাসিন্দা। সাদ্দাম বলেন, ‘নয়ন ভাই যেখানে ছুটে যান, আমিও তাঁর সঙ্গে যাই। ভাই নৌকার উন্নয়ন মানুষের মাঝে তুলে ধরেন, আর আমি গান গেয়ে মানুষকে উৎসাহ দিয়ে থাকি।’

‘আইল দেশে নির্বাচন, ভোট দিবে ভাই জনগণ। নৌকা মার্কায় ভোটটা দিলে দেশটা হবে উন্নয়ন। কত সরকার আইল-গেল, কেউ তো করল না, উন্নয়ন করছে দেশটা নৌকা মার্কার শেখ হাসিনা।’ এভাবেই নৌকার গান গেয়ে শেখ হাসিনার জনসভাস্থলে আগত মানুষদের উৎসাহ দিচ্ছেন নয়ন ভান্ডারী ও সাদ্দাম শেখ নামের দুই যুবক।
আজ দুপুরে এমনই দৃশ্য চোখে পড়ে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাস্থলের পাশে।
নয়ন ভান্ডারীকে সবাই দেশপ্রেমিক বলে চিনে বলে জানান। তিনি এসেছেন সুদূর চট্টগ্রাম থেকে। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার যুবক সাদ্দাম শেখ। দুজনে প্রধানমন্ত্রীর জনসভায় উন্নয়নের বার্তা ও নৌকার গান গেয়ে আগতদের উৎসাহ দিয়ে যাচ্ছেন। তাঁরা দুজন সারা দেশে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেন বলে জানান।
তাঁদের মধ্যে নয়ন ভান্ডারীকে বিচিত্র পোশাকে দেখা যায়। পরনে লাল পাঞ্জাবি আর সবুজ রঙের পাজামা। মাথায় বেঁধেছেন নৌকার প্রতীক। হাত দিয়ে উচুঁ করে রেখেছেন বাংলাদেশের উন্নয়নের দৃশ্যপটের প্লাকার্ড। সেখানে বড় করে লেখা ‘আমরা নৌকা মার্কায় ভোট দেই, উন্নয়ন বুঝে নেই।’
নয়ন ভান্ডারী বলেন, ‘আমি দেশপ্রেমিক। দেশকে ভালবাসতে হবে, দেশের কল্যাণে কথা বলতে হবে। আমাকে সবাই দেশপ্রেমিক বলে সম্মান, শ্রদ্ধা ও স্নেহ করে থাকে। তাঁদের আনন্দ দিতেই আমি সারা দেশে প্রধানমন্ত্রীর জনসভায় যাই।’
তিনি আরও বলেন, ‘আমার এই বেশ দেখে সবাই আনন্দ পায়। আমি নৌকা ও শেখ হাসিনার উন্নয়ন মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করি।’
নয়ন ভান্ডারীর সঙ্গে থাকেন সাদ্দাম শেখ। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী গ্রামের বাসিন্দা। সাদ্দাম বলেন, ‘নয়ন ভাই যেখানে ছুটে যান, আমিও তাঁর সঙ্গে যাই। ভাই নৌকার উন্নয়ন মানুষের মাঝে তুলে ধরেন, আর আমি গান গেয়ে মানুষকে উৎসাহ দিয়ে থাকি।’

দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৮ মিনিট আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
১৩ মিনিট আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী একটি বাড়ির শোয়ার কক্ষে। ওই গুলির খোসাটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ৩২ নম্বর পিলারের অদূরে ঘুমধুম বেতবুনিয়া সীমান্ত এলাকায়।
২ ঘণ্টা আগে