Ajker Patrika

শেখ হাসিনার জনসভায় নৌকার গান ও উন্নয়নবার্তা নিয়ে ২ যুবক

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৪: ১১
শেখ হাসিনার জনসভায় নৌকার গান ও উন্নয়নবার্তা নিয়ে ২ যুবক

‘আইল দেশে নির্বাচন, ভোট দিবে ভাই জনগণ। নৌকা মার্কায় ভোটটা দিলে দেশটা হবে উন্নয়ন। কত সরকার আইল-গেল, কেউ তো করল না, উন্নয়ন করছে দেশটা নৌকা মার্কার শেখ হাসিনা।’ এভাবেই নৌকার গান গেয়ে শেখ হাসিনার জনসভাস্থলে আগত মানুষদের উৎসাহ দিচ্ছেন নয়ন ভান্ডারী ও সাদ্দাম শেখ নামের দুই যুবক। 

আজ দুপুরে এমনই দৃশ্য চোখে পড়ে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাস্থলের পাশে। 

নয়ন ভান্ডারীকে সবাই দেশপ্রেমিক বলে চিনে বলে জানান। তিনি এসেছেন সুদূর চট্টগ্রাম থেকে। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার যুবক সাদ্দাম শেখ। দুজনে প্রধানমন্ত্রীর জনসভায় উন্নয়নের বার্তা ও নৌকার গান গেয়ে আগতদের উৎসাহ দিয়ে যাচ্ছেন। তাঁরা দুজন সারা দেশে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেন বলে জানান। 

তাঁদের মধ্যে নয়ন ভান্ডারীকে বিচিত্র পোশাকে দেখা যায়। পরনে লাল পাঞ্জাবি আর সবুজ রঙের পাজামা। মাথায় বেঁধেছেন নৌকার প্রতীক। হাত দিয়ে উচুঁ করে রেখেছেন বাংলাদেশের উন্নয়নের দৃশ্যপটের প্লাকার্ড। সেখানে বড় করে লেখা ‘আমরা নৌকা মার্কায় ভোট দেই, উন্নয়ন বুঝে নেই।’ 

নয়ন ভান্ডারী বলেন, ‘আমি দেশপ্রেমিক। দেশকে ভালবাসতে হবে, দেশের কল্যাণে কথা বলতে হবে। আমাকে সবাই দেশপ্রেমিক বলে সম্মান, শ্রদ্ধা ও স্নেহ করে থাকে। তাঁদের আনন্দ দিতেই আমি সারা দেশে প্রধানমন্ত্রীর জনসভায় যাই।’ 

তিনি আরও বলেন, ‘আমার এই বেশ দেখে সবাই আনন্দ পায়। আমি নৌকা ও শেখ হাসিনার উন্নয়ন মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করি।’ 

নয়ন ভান্ডারীর সঙ্গে থাকেন সাদ্দাম শেখ। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী গ্রামের বাসিন্দা। সাদ্দাম বলেন, ‘নয়ন ভাই যেখানে ছুটে যান, আমিও তাঁর সঙ্গে যাই। ভাই নৌকার উন্নয়ন মানুষের মাঝে তুলে ধরেন, আর আমি গান গেয়ে মানুষকে উৎসাহ দিয়ে থাকি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত