ঢাবি প্রতিনিধি

ছাত্রলীগের বিরুদ্ধে রাজধানীর শাহবাগে ছাত্রদলের ছয় নেতা-কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। তবে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর পরিচয় জানা যায়নি।
শনিবার রাত সাড়ে ৮টার সময় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক নাদির শাহ পাটোয়ারী, সহসাধারণ সম্পাদক রেজওয়ানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরিফ প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সভাপতি মো. সোহেল রানা, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সম্পাদক আল আমিন এবং ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার কর্মী আসিফ। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, জাতীয় জাদুঘরের সামনে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলের ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের দিক থেকে বেশ কয়েকটি মোটরবাইকে করে কয়েকজন এসে অতর্কিত হামলা করেন।
ঘটনার বর্ণনা দিয়ে আহত সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে ৮-১০টি মোটরসাইকেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি মারধর শুরু করে। তাদের পরিচয় জানার সুযোগ হয়নি, তবে তাদের বেশ কয়েকজনের গায়ে ছাত্রলীগের টি-শার্ট ছিল।’
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, ‘ছাত্রলীগের এ রকম চোরাগোপ্তা হামলার পরিণতি কখনো ভালো হবে না। তারা (ছাত্রলীগ) আমাদের আড্ডারত নেতা-কর্মীদের ওপর হামলা করে কাপুরুষতার পরিচয় দিয়েছে।’
অভিযোগের বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা শুনিনি। আজকে আমাদের প্রোগ্রাম ছিল, আমাদের নেতা-কর্মীরা এখন টায়ার্ড, এসব করার (হামলা) কোনো প্রশ্নই আসে না।’

ছাত্রলীগের বিরুদ্ধে রাজধানীর শাহবাগে ছাত্রদলের ছয় নেতা-কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। তবে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর পরিচয় জানা যায়নি।
শনিবার রাত সাড়ে ৮টার সময় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক নাদির শাহ পাটোয়ারী, সহসাধারণ সম্পাদক রেজওয়ানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরিফ প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সভাপতি মো. সোহেল রানা, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সম্পাদক আল আমিন এবং ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার কর্মী আসিফ। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, জাতীয় জাদুঘরের সামনে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলের ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের দিক থেকে বেশ কয়েকটি মোটরবাইকে করে কয়েকজন এসে অতর্কিত হামলা করেন।
ঘটনার বর্ণনা দিয়ে আহত সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে ৮-১০টি মোটরসাইকেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি মারধর শুরু করে। তাদের পরিচয় জানার সুযোগ হয়নি, তবে তাদের বেশ কয়েকজনের গায়ে ছাত্রলীগের টি-শার্ট ছিল।’
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, ‘ছাত্রলীগের এ রকম চোরাগোপ্তা হামলার পরিণতি কখনো ভালো হবে না। তারা (ছাত্রলীগ) আমাদের আড্ডারত নেতা-কর্মীদের ওপর হামলা করে কাপুরুষতার পরিচয় দিয়েছে।’
অভিযোগের বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা শুনিনি। আজকে আমাদের প্রোগ্রাম ছিল, আমাদের নেতা-কর্মীরা এখন টায়ার্ড, এসব করার (হামলা) কোনো প্রশ্নই আসে না।’

রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
৭ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ শহীদ সারোয়ার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় বিস্ফোরক মামলায় বর্তমানে কারাগারে আছেন তিনি। কারাগারে বসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ হওয়ায়...
১৫ মিনিট আগে
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে তিন মাছ ব্যবসায়ী মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুরে জাল টানতে নামেন। এ সময় জালে একটি ব্যাগ উঠে আসে। ব্যাগটি খোলার পর বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর দেন।
২৭ মিনিট আগে
শ্যামপুর গ্রামের সামছুল হক ৭ জানুয়ারি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ১৩ জানুয়ারি রাতে কুর্শা ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুল হালিম তাঁদের বাড়িতে গিয়ে দাবি করেন, সামছুল কারাগারে হার্ট স্ট্রোক করেছেন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
২৯ মিনিট আগে