নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রের কাছ থেকে নাগরিকদের প্রাপ্য অধিকার আদায় করতে হলে তরুণদের দায়িত্ব নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘নাগরিক অধিকার আদায়ে যুবকদের সক্রিয় হয়ে উঠতে হবে, রাষ্ট্রের কাঠামো বদলাতে হবে।’
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এসডিজি অর্জনে যুবসমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সভাটি আয়োজন করে।
সুজন সম্পাদক বলেন, ‘আমাদের এক সময় ব্রিটিশরা শাসন করেছে, তারপর আমরা দুবার স্বাধীন হয়েও দেশের নাগরিক হতে পারিনি। যারা দেশ শাসন করছে, আমরা যা কিছু পাই তাঁদের বদান্যতায়, আমাদের অধিকারে নয়। এ জন্য আমাদের নাগরিক হয়ে উঠতে হবে। নাগরিক অধিকার আদায়ে যুবকদের সক্রিয় হয়ে উঠতে হবে, রাষ্ট্রের কাঠামো বদলাতে হবে।’
দেশের শিক্ষা, স্বাস্থ্য বা আইন শৃঙ্খলায় যত সমস্যা আছে সব স্থানীয় পর্যায়ে জানিয়ে সুজন সম্পাদক বলেন, ‘এগুলোর সমাধানও স্থানীয়ভাবে করতে হবে। যে সমাজে তরুণ বেশি থাকে সে সমাজে সম্ভাবনা ও উন্নতি বেশি। তার জন্য মানসম্মত শিক্ষার মাধ্যমে তরুণদের গড়ে তুলতে হবে। তরুণেরা মাদক ও অপরাধে যুক্ত হলে তারুণ্য সম্ভাবনার বদলে দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে।’
সভায় সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে যুবকেরাই প্রথম মিছিল নিয়ে বের হয়েছিল। স্বাধীনতা উত্তরকালে দেশ মেরামতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্র যুবকেরাই।’
যুবকদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে দেবপ্রিয় বলেন, ‘বিচ্ছিন্নভাবে আন্দোলন করে এর ফল পাওয়ার সম্ভাবনা কম। রাষ্ট্র যদি সংস্কার না করেন তাহলে বর্জ্য জমতেই থাকবে, আর আপনারা সরাতেই থাকবেন। রাষ্ট্রকে মেরামত না করলে এমন হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক আলমগীর হোসেন, ব্রিটিশ কাউন্সিলের প্রকল্প পরিচালক আবদুর রহমান খান প্রমুখ।

রাষ্ট্রের কাছ থেকে নাগরিকদের প্রাপ্য অধিকার আদায় করতে হলে তরুণদের দায়িত্ব নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘নাগরিক অধিকার আদায়ে যুবকদের সক্রিয় হয়ে উঠতে হবে, রাষ্ট্রের কাঠামো বদলাতে হবে।’
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এসডিজি অর্জনে যুবসমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সভাটি আয়োজন করে।
সুজন সম্পাদক বলেন, ‘আমাদের এক সময় ব্রিটিশরা শাসন করেছে, তারপর আমরা দুবার স্বাধীন হয়েও দেশের নাগরিক হতে পারিনি। যারা দেশ শাসন করছে, আমরা যা কিছু পাই তাঁদের বদান্যতায়, আমাদের অধিকারে নয়। এ জন্য আমাদের নাগরিক হয়ে উঠতে হবে। নাগরিক অধিকার আদায়ে যুবকদের সক্রিয় হয়ে উঠতে হবে, রাষ্ট্রের কাঠামো বদলাতে হবে।’
দেশের শিক্ষা, স্বাস্থ্য বা আইন শৃঙ্খলায় যত সমস্যা আছে সব স্থানীয় পর্যায়ে জানিয়ে সুজন সম্পাদক বলেন, ‘এগুলোর সমাধানও স্থানীয়ভাবে করতে হবে। যে সমাজে তরুণ বেশি থাকে সে সমাজে সম্ভাবনা ও উন্নতি বেশি। তার জন্য মানসম্মত শিক্ষার মাধ্যমে তরুণদের গড়ে তুলতে হবে। তরুণেরা মাদক ও অপরাধে যুক্ত হলে তারুণ্য সম্ভাবনার বদলে দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে।’
সভায় সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে যুবকেরাই প্রথম মিছিল নিয়ে বের হয়েছিল। স্বাধীনতা উত্তরকালে দেশ মেরামতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্র যুবকেরাই।’
যুবকদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে দেবপ্রিয় বলেন, ‘বিচ্ছিন্নভাবে আন্দোলন করে এর ফল পাওয়ার সম্ভাবনা কম। রাষ্ট্র যদি সংস্কার না করেন তাহলে বর্জ্য জমতেই থাকবে, আর আপনারা সরাতেই থাকবেন। রাষ্ট্রকে মেরামত না করলে এমন হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক আলমগীর হোসেন, ব্রিটিশ কাউন্সিলের প্রকল্প পরিচালক আবদুর রহমান খান প্রমুখ।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে