নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রের কাছ থেকে নাগরিকদের প্রাপ্য অধিকার আদায় করতে হলে তরুণদের দায়িত্ব নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘নাগরিক অধিকার আদায়ে যুবকদের সক্রিয় হয়ে উঠতে হবে, রাষ্ট্রের কাঠামো বদলাতে হবে।’
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এসডিজি অর্জনে যুবসমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সভাটি আয়োজন করে।
সুজন সম্পাদক বলেন, ‘আমাদের এক সময় ব্রিটিশরা শাসন করেছে, তারপর আমরা দুবার স্বাধীন হয়েও দেশের নাগরিক হতে পারিনি। যারা দেশ শাসন করছে, আমরা যা কিছু পাই তাঁদের বদান্যতায়, আমাদের অধিকারে নয়। এ জন্য আমাদের নাগরিক হয়ে উঠতে হবে। নাগরিক অধিকার আদায়ে যুবকদের সক্রিয় হয়ে উঠতে হবে, রাষ্ট্রের কাঠামো বদলাতে হবে।’
দেশের শিক্ষা, স্বাস্থ্য বা আইন শৃঙ্খলায় যত সমস্যা আছে সব স্থানীয় পর্যায়ে জানিয়ে সুজন সম্পাদক বলেন, ‘এগুলোর সমাধানও স্থানীয়ভাবে করতে হবে। যে সমাজে তরুণ বেশি থাকে সে সমাজে সম্ভাবনা ও উন্নতি বেশি। তার জন্য মানসম্মত শিক্ষার মাধ্যমে তরুণদের গড়ে তুলতে হবে। তরুণেরা মাদক ও অপরাধে যুক্ত হলে তারুণ্য সম্ভাবনার বদলে দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে।’
সভায় সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে যুবকেরাই প্রথম মিছিল নিয়ে বের হয়েছিল। স্বাধীনতা উত্তরকালে দেশ মেরামতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্র যুবকেরাই।’
যুবকদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে দেবপ্রিয় বলেন, ‘বিচ্ছিন্নভাবে আন্দোলন করে এর ফল পাওয়ার সম্ভাবনা কম। রাষ্ট্র যদি সংস্কার না করেন তাহলে বর্জ্য জমতেই থাকবে, আর আপনারা সরাতেই থাকবেন। রাষ্ট্রকে মেরামত না করলে এমন হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক আলমগীর হোসেন, ব্রিটিশ কাউন্সিলের প্রকল্প পরিচালক আবদুর রহমান খান প্রমুখ।

রাষ্ট্রের কাছ থেকে নাগরিকদের প্রাপ্য অধিকার আদায় করতে হলে তরুণদের দায়িত্ব নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘নাগরিক অধিকার আদায়ে যুবকদের সক্রিয় হয়ে উঠতে হবে, রাষ্ট্রের কাঠামো বদলাতে হবে।’
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এসডিজি অর্জনে যুবসমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সভাটি আয়োজন করে।
সুজন সম্পাদক বলেন, ‘আমাদের এক সময় ব্রিটিশরা শাসন করেছে, তারপর আমরা দুবার স্বাধীন হয়েও দেশের নাগরিক হতে পারিনি। যারা দেশ শাসন করছে, আমরা যা কিছু পাই তাঁদের বদান্যতায়, আমাদের অধিকারে নয়। এ জন্য আমাদের নাগরিক হয়ে উঠতে হবে। নাগরিক অধিকার আদায়ে যুবকদের সক্রিয় হয়ে উঠতে হবে, রাষ্ট্রের কাঠামো বদলাতে হবে।’
দেশের শিক্ষা, স্বাস্থ্য বা আইন শৃঙ্খলায় যত সমস্যা আছে সব স্থানীয় পর্যায়ে জানিয়ে সুজন সম্পাদক বলেন, ‘এগুলোর সমাধানও স্থানীয়ভাবে করতে হবে। যে সমাজে তরুণ বেশি থাকে সে সমাজে সম্ভাবনা ও উন্নতি বেশি। তার জন্য মানসম্মত শিক্ষার মাধ্যমে তরুণদের গড়ে তুলতে হবে। তরুণেরা মাদক ও অপরাধে যুক্ত হলে তারুণ্য সম্ভাবনার বদলে দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে।’
সভায় সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে যুবকেরাই প্রথম মিছিল নিয়ে বের হয়েছিল। স্বাধীনতা উত্তরকালে দেশ মেরামতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্র যুবকেরাই।’
যুবকদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে দেবপ্রিয় বলেন, ‘বিচ্ছিন্নভাবে আন্দোলন করে এর ফল পাওয়ার সম্ভাবনা কম। রাষ্ট্র যদি সংস্কার না করেন তাহলে বর্জ্য জমতেই থাকবে, আর আপনারা সরাতেই থাকবেন। রাষ্ট্রকে মেরামত না করলে এমন হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক আলমগীর হোসেন, ব্রিটিশ কাউন্সিলের প্রকল্প পরিচালক আবদুর রহমান খান প্রমুখ।

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের জন্য সরকারকে ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছিল ইনকিলাব মঞ্চ। এর মধ্য আটদিন পেরিয়ে গেছে, বাকি আছে আর মাত্র ২২ দিন। এই সময়ের মধ্যে বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।
২৯ মিনিট আগে
‘আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক হাসনাত আবদুল্লাহ।
৪৪ মিনিট আগে
কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদসহ দুজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার সাভারে আমিনবাজারের বড়দেশি গ্রামে দেলোয়ার হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরের পর নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর দুই চোখ উপড়ে ও যৌনাঙ্গ কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে