জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) সাধারণ সম্পাদক হয়েছেন আহনাফ তাহমিদ ফাইয়াজ। তিনি আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়াও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শেখ শাহরিয়ার হোসেন। তিনি ঢাকা টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।
গতকাল বৃহস্পতিবার রাতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে আহনাফ তাহমিদ ফাইয়াজ সাধারণ সম্পাদক এবং শেখ শাহরিয়ার হোসেন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।
এর আগে সংগঠনটির তৎকালীন সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী একাধিক অভিযোগ ওঠে। এরপর গত ৬ জুন অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা হয়। অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় এর দায়ে তৎকালীন সাধারণ সম্পাদকের প্রতি সভায় উপস্থিত ৬ জন কার্যনির্বাহী সদস্য অনাস্থা প্রদান করেন। বাকি দুজন কার্যনির্বাহী সদস্য উপস্থিত না থাকলেও তাঁরা অভিযোগগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকায় পরবর্তীতে এসে অনাস্থা কার্যবিবরণীতে স্বাক্ষর করেন।
কার্যনির্বাহী পরিষদ অনাস্থা প্রদান করলে মেহেরাবুল ইসলাম সৌদিপ পদত্যাগের আবেদন করেন। পরবর্তীতে ২২ আগস্ট অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে মেহেরাবুল ইসলাম সৌদিপকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে সংগঠনের কার্যক্রম গতিশীল রাখার জন্য সাধারণ সম্পাদকের শূন্য পদে সংগঠনের সকল সদস্যের মতামতের ভিত্তিতে সাংগঠনিক সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজকে সাধারণ সম্পাদকের দায়িত্ব এবং কার্যনির্বাহী সদস্য-১ শেখ শাহরিয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ বলেন, ‘দেশের একটি প্রতিকূল সময়ে সংগঠনের সদস্যবৃন্দ আমাকে সাধারণ সম্পাদকের পবিত্র দায়িত্ব দিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, সংগ্রাম, অধিকারের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব অতীতে যেভাবে কাজ করে এসেছে, ভবিষ্যতে তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য কাজ করবে। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে যেমন আপোষহীনতার পরিচয় আমরা দিয়ে এসেছি সেই ধারা অব্যাহত থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার জন্য জবি সংস্কার আন্দোলনে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কাজ করে মুখ্য ভূমিকা রাখতে চাই।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) সাধারণ সম্পাদক হয়েছেন আহনাফ তাহমিদ ফাইয়াজ। তিনি আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়াও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শেখ শাহরিয়ার হোসেন। তিনি ঢাকা টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।
গতকাল বৃহস্পতিবার রাতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে আহনাফ তাহমিদ ফাইয়াজ সাধারণ সম্পাদক এবং শেখ শাহরিয়ার হোসেন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।
এর আগে সংগঠনটির তৎকালীন সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী একাধিক অভিযোগ ওঠে। এরপর গত ৬ জুন অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা হয়। অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় এর দায়ে তৎকালীন সাধারণ সম্পাদকের প্রতি সভায় উপস্থিত ৬ জন কার্যনির্বাহী সদস্য অনাস্থা প্রদান করেন। বাকি দুজন কার্যনির্বাহী সদস্য উপস্থিত না থাকলেও তাঁরা অভিযোগগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকায় পরবর্তীতে এসে অনাস্থা কার্যবিবরণীতে স্বাক্ষর করেন।
কার্যনির্বাহী পরিষদ অনাস্থা প্রদান করলে মেহেরাবুল ইসলাম সৌদিপ পদত্যাগের আবেদন করেন। পরবর্তীতে ২২ আগস্ট অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে মেহেরাবুল ইসলাম সৌদিপকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে সংগঠনের কার্যক্রম গতিশীল রাখার জন্য সাধারণ সম্পাদকের শূন্য পদে সংগঠনের সকল সদস্যের মতামতের ভিত্তিতে সাংগঠনিক সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজকে সাধারণ সম্পাদকের দায়িত্ব এবং কার্যনির্বাহী সদস্য-১ শেখ শাহরিয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ বলেন, ‘দেশের একটি প্রতিকূল সময়ে সংগঠনের সদস্যবৃন্দ আমাকে সাধারণ সম্পাদকের পবিত্র দায়িত্ব দিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, সংগ্রাম, অধিকারের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব অতীতে যেভাবে কাজ করে এসেছে, ভবিষ্যতে তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য কাজ করবে। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে যেমন আপোষহীনতার পরিচয় আমরা দিয়ে এসেছি সেই ধারা অব্যাহত থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার জন্য জবি সংস্কার আন্দোলনে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কাজ করে মুখ্য ভূমিকা রাখতে চাই।’

পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
১৭ মিনিট আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৩৩ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
১ ঘণ্টা আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
১ ঘণ্টা আগে