নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে সোনা চুরির মামলাটি এবার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর এক অফিস আদেশে এ নির্দেশ দিয়েছে। আজ বৃহস্পতিবার পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনা চুরির মামলাটি সর্বশেষ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) উত্তরা বিভাগ তদন্ত করছিল। পুলিশ সদর দপ্তরের আদেশে বলা হয়েছে, বিমানবন্দর থানার মামলা নম্বর ৬, ধারা-৩৮০ পেনাল কোডের তদন্তভার নির্দেশক্রমে পিবিআইতে ন্যস্ত করা হলো। আদেশে মামলার নথি পিবিআইয়ের মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করা হলো।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে ৫৫ কেজি ৫১ গ্রাম সোনার সোনা চুরির ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ডিএমপির বিমানবন্দর থানায় মামলা করে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন। থানা-পুলিশ তদন্তকালে গত ৫ সেপ্টেম্বর মামলাটি ডিএমপির ডিবিতে হস্তান্তর করা হয়।
এ মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে ডিবি। তাঁরা হলেন, ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম (৩২), মো. সাইদুল ইসলাম সাহেদ (৩৩), আকরাম শেখ (৩৬), মো. মাসুম রানা (৩৩) এবং সিপাহি মো. মোজাম্মেল হক (৩৫), নিয়ামত হাওলাদার (২৭), মো. রেজাউল করিম (৩৬), মো. আফজাল হোসেন (২৯)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমসের ওই গুদাম থেকেই ৯৪ ভরি সোনা উদ্ধার করে ডিবি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে সোনা চুরির মামলাটি এবার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর এক অফিস আদেশে এ নির্দেশ দিয়েছে। আজ বৃহস্পতিবার পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনা চুরির মামলাটি সর্বশেষ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) উত্তরা বিভাগ তদন্ত করছিল। পুলিশ সদর দপ্তরের আদেশে বলা হয়েছে, বিমানবন্দর থানার মামলা নম্বর ৬, ধারা-৩৮০ পেনাল কোডের তদন্তভার নির্দেশক্রমে পিবিআইতে ন্যস্ত করা হলো। আদেশে মামলার নথি পিবিআইয়ের মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করা হলো।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে ৫৫ কেজি ৫১ গ্রাম সোনার সোনা চুরির ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ডিএমপির বিমানবন্দর থানায় মামলা করে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন। থানা-পুলিশ তদন্তকালে গত ৫ সেপ্টেম্বর মামলাটি ডিএমপির ডিবিতে হস্তান্তর করা হয়।
এ মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে ডিবি। তাঁরা হলেন, ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম (৩২), মো. সাইদুল ইসলাম সাহেদ (৩৩), আকরাম শেখ (৩৬), মো. মাসুম রানা (৩৩) এবং সিপাহি মো. মোজাম্মেল হক (৩৫), নিয়ামত হাওলাদার (২৭), মো. রেজাউল করিম (৩৬), মো. আফজাল হোসেন (২৯)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমসের ওই গুদাম থেকেই ৯৪ ভরি সোনা উদ্ধার করে ডিবি।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং স্বতন্ত্র হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী এই ঘোষণা দেন।
২৭ মিনিট আগে
দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৪০ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
২ ঘণ্টা আগে