নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নীলফামারী জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম বাবু মিয়া ওরফে মো. মনোয়ার হোসেন (৫২)। গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন।
ওয়াহিদা পারভীন বলেন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনোয়ার হোসেন পরিচয়ে সাভার উপজেলায় কর্মরত সার্ভেয়ার মো. আব্দুল করিমকে কল করে। ভূমি মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করে ১০৫ জন সার্ভেয়ারের কার্যক্রমের ওপর তাকে নজরদারি দায়িত্ব দেওয়া হয়েছে। নজরদারির তালিকায় মো. আব্দুল করিমেরও নাম আছে এবং তালিকা থেকে নাম বাদ দিতে হলে টাকা দিতে হবে বলে তাকে ভয়ভীতি দেখায়।
সার্ভেয়ার সরল বিশ্বাসে ভুয়া অতিরিক্ত সচিব বাবু মিয়ার দেওয়া নম্বরে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান। পরবর্তীতে প্রতারক বাবু মিয়া উক্ত সার্ভেয়ারের কাছে আরও ৭০ হাজার টাকা দাবি করলে তাঁর সন্দেহ হয়।
ভুক্তভোগী ওই কর্মকর্তা এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে দেখা যায়, বাবু মিয়া কর্তৃক একই মোবাইল নম্বর থেকে ঢাকায় কর্মরত একজন সহকারী কমিশনার (ভূমি)কে একই দিন দুপুর ১২ টা ৪৮ মিনিটে তাঁর অফিশিয়াল মোবাইল নম্বরে ফোন করে ওই সহকারী কমিশনারসহ ৩৫ জন সহকারী কমিশনারকে অন্যত্র বদলি করা হয়েছে বলে জানিয়ে বদলি বাতিল করতে এই সহকারী কমিশনারের কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লক্ষ টাকা দাবি করে। বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব এন্টি টেররিজম ইউনিটকে প্রদান করা হয়।
অনুসন্ধানে দেখা যায়, মো. মনোয়ার হোসেন নামে অতিরিক্ত সচিব পরিচয় দেওয়া ব্যক্তি একজন প্রতারক। নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা দাবি করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর নজরদারি এবং বদলির ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। এন্টি টেররিজম ইউনিট নীলফামারী জেলা পুলিশের সহায়তায় প্রতারক বাবু মিয়া প্রকৃত পরিচয় ও অবস্থান শনাক্ত করে তাকে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর এটিইউ জানতে পারে, তাঁর বিরুদ্ধে চুরি ও প্রতারণার মামলার আরও দুইটি গ্রেপ্তারি ওয়ারেন্ট মুলতবি আছে। এই ঘটনায় গ্রেপ্তার প্রতারকের বিরুদ্ধে ডিএমপির নিউ মার্কেট থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

নীলফামারী জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম বাবু মিয়া ওরফে মো. মনোয়ার হোসেন (৫২)। গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন।
ওয়াহিদা পারভীন বলেন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনোয়ার হোসেন পরিচয়ে সাভার উপজেলায় কর্মরত সার্ভেয়ার মো. আব্দুল করিমকে কল করে। ভূমি মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করে ১০৫ জন সার্ভেয়ারের কার্যক্রমের ওপর তাকে নজরদারি দায়িত্ব দেওয়া হয়েছে। নজরদারির তালিকায় মো. আব্দুল করিমেরও নাম আছে এবং তালিকা থেকে নাম বাদ দিতে হলে টাকা দিতে হবে বলে তাকে ভয়ভীতি দেখায়।
সার্ভেয়ার সরল বিশ্বাসে ভুয়া অতিরিক্ত সচিব বাবু মিয়ার দেওয়া নম্বরে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান। পরবর্তীতে প্রতারক বাবু মিয়া উক্ত সার্ভেয়ারের কাছে আরও ৭০ হাজার টাকা দাবি করলে তাঁর সন্দেহ হয়।
ভুক্তভোগী ওই কর্মকর্তা এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে দেখা যায়, বাবু মিয়া কর্তৃক একই মোবাইল নম্বর থেকে ঢাকায় কর্মরত একজন সহকারী কমিশনার (ভূমি)কে একই দিন দুপুর ১২ টা ৪৮ মিনিটে তাঁর অফিশিয়াল মোবাইল নম্বরে ফোন করে ওই সহকারী কমিশনারসহ ৩৫ জন সহকারী কমিশনারকে অন্যত্র বদলি করা হয়েছে বলে জানিয়ে বদলি বাতিল করতে এই সহকারী কমিশনারের কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লক্ষ টাকা দাবি করে। বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব এন্টি টেররিজম ইউনিটকে প্রদান করা হয়।
অনুসন্ধানে দেখা যায়, মো. মনোয়ার হোসেন নামে অতিরিক্ত সচিব পরিচয় দেওয়া ব্যক্তি একজন প্রতারক। নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা দাবি করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর নজরদারি এবং বদলির ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। এন্টি টেররিজম ইউনিট নীলফামারী জেলা পুলিশের সহায়তায় প্রতারক বাবু মিয়া প্রকৃত পরিচয় ও অবস্থান শনাক্ত করে তাকে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর এটিইউ জানতে পারে, তাঁর বিরুদ্ধে চুরি ও প্রতারণার মামলার আরও দুইটি গ্রেপ্তারি ওয়ারেন্ট মুলতবি আছে। এই ঘটনায় গ্রেপ্তার প্রতারকের বিরুদ্ধে ডিএমপির নিউ মার্কেট থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
২৮ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
৩৪ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
৪৩ মিনিট আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
১ ঘণ্টা আগে