উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে মাত্র এক দিনের ব্যবধানে পৃথক দুটি ঘটনায় দুই নারী তাঁদের স্বামীর হাতে খুন হয়েছেন। আজ বুধবার দুপুরে আশকোনা পানির পাম্পসংলগ্ন সড়কে শিমা আক্তার (৩৯) নামের এক নারীকে তাঁর স্বামী দুলন মিয়া (৪২) গলা কেটে হত্যা করার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এর আগের দিন গতকার মঙ্গলবার একই এলাকায় শিল্পী আক্তার (২৩) নামের এক গার্মেন্টস শ্রমিককেও তাঁর স্বামী গলা কেটে হত্যা করেন।
আজ দুপুরে হত্যাকাণ্ডের খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ দুলন মিয়াকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।
নিহত শিমা আক্তার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পুকুরপাড়া গ্রামের হাফিজ মিয়ার মেয়ে। তিনি পেশায় গৃহকর্মী ছিলেন। গ্রেপ্তার হওয়া দুলন মিয়া একই উপজেলার কবি খান্দান গ্রামের ফতু মিয়ার ছেলে এবং পেশায় সবজি ব্যবসায়ী। তাঁরা বর্তমানে দক্ষিণখানের আশকোনা পানির পাম্প এলাকার আনোয়ার হোসেনের ভাড়া বাড়িতে থাকতেন।
নিহত শিমা আক্তারের ছোট ভাই মাহফুজ মিয়া জানান, ‘পরিবারে ঝামেলা থাকতেই পারে। আমি বাসা থেকে বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। পরে আমার বোন যে বাসায় কাজ করে, সেখানে যাচ্ছিল। যাওয়ার পথে রাস্তায় দুলন মিয়া আমার বোনকে পেছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানান, স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর দুলন মিয়া বিষ পান করেছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর জ্ঞান ফিরেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাস্থলে থাকা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
মাত্র দুদিনের ব্যবধানে একই এলাকায় দুটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজধানীর দক্ষিণখানে মাত্র এক দিনের ব্যবধানে পৃথক দুটি ঘটনায় দুই নারী তাঁদের স্বামীর হাতে খুন হয়েছেন। আজ বুধবার দুপুরে আশকোনা পানির পাম্পসংলগ্ন সড়কে শিমা আক্তার (৩৯) নামের এক নারীকে তাঁর স্বামী দুলন মিয়া (৪২) গলা কেটে হত্যা করার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এর আগের দিন গতকার মঙ্গলবার একই এলাকায় শিল্পী আক্তার (২৩) নামের এক গার্মেন্টস শ্রমিককেও তাঁর স্বামী গলা কেটে হত্যা করেন।
আজ দুপুরে হত্যাকাণ্ডের খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ দুলন মিয়াকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।
নিহত শিমা আক্তার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পুকুরপাড়া গ্রামের হাফিজ মিয়ার মেয়ে। তিনি পেশায় গৃহকর্মী ছিলেন। গ্রেপ্তার হওয়া দুলন মিয়া একই উপজেলার কবি খান্দান গ্রামের ফতু মিয়ার ছেলে এবং পেশায় সবজি ব্যবসায়ী। তাঁরা বর্তমানে দক্ষিণখানের আশকোনা পানির পাম্প এলাকার আনোয়ার হোসেনের ভাড়া বাড়িতে থাকতেন।
নিহত শিমা আক্তারের ছোট ভাই মাহফুজ মিয়া জানান, ‘পরিবারে ঝামেলা থাকতেই পারে। আমি বাসা থেকে বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। পরে আমার বোন যে বাসায় কাজ করে, সেখানে যাচ্ছিল। যাওয়ার পথে রাস্তায় দুলন মিয়া আমার বোনকে পেছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানান, স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর দুলন মিয়া বিষ পান করেছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর জ্ঞান ফিরেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাস্থলে থাকা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
মাত্র দুদিনের ব্যবধানে একই এলাকায় দুটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে