উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে মাত্র এক দিনের ব্যবধানে পৃথক দুটি ঘটনায় দুই নারী তাঁদের স্বামীর হাতে খুন হয়েছেন। আজ বুধবার দুপুরে আশকোনা পানির পাম্পসংলগ্ন সড়কে শিমা আক্তার (৩৯) নামের এক নারীকে তাঁর স্বামী দুলন মিয়া (৪২) গলা কেটে হত্যা করার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এর আগের দিন গতকার মঙ্গলবার একই এলাকায় শিল্পী আক্তার (২৩) নামের এক গার্মেন্টস শ্রমিককেও তাঁর স্বামী গলা কেটে হত্যা করেন।
আজ দুপুরে হত্যাকাণ্ডের খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ দুলন মিয়াকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।
নিহত শিমা আক্তার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পুকুরপাড়া গ্রামের হাফিজ মিয়ার মেয়ে। তিনি পেশায় গৃহকর্মী ছিলেন। গ্রেপ্তার হওয়া দুলন মিয়া একই উপজেলার কবি খান্দান গ্রামের ফতু মিয়ার ছেলে এবং পেশায় সবজি ব্যবসায়ী। তাঁরা বর্তমানে দক্ষিণখানের আশকোনা পানির পাম্প এলাকার আনোয়ার হোসেনের ভাড়া বাড়িতে থাকতেন।
নিহত শিমা আক্তারের ছোট ভাই মাহফুজ মিয়া জানান, ‘পরিবারে ঝামেলা থাকতেই পারে। আমি বাসা থেকে বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। পরে আমার বোন যে বাসায় কাজ করে, সেখানে যাচ্ছিল। যাওয়ার পথে রাস্তায় দুলন মিয়া আমার বোনকে পেছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানান, স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর দুলন মিয়া বিষ পান করেছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর জ্ঞান ফিরেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাস্থলে থাকা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
মাত্র দুদিনের ব্যবধানে একই এলাকায় দুটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজধানীর দক্ষিণখানে মাত্র এক দিনের ব্যবধানে পৃথক দুটি ঘটনায় দুই নারী তাঁদের স্বামীর হাতে খুন হয়েছেন। আজ বুধবার দুপুরে আশকোনা পানির পাম্পসংলগ্ন সড়কে শিমা আক্তার (৩৯) নামের এক নারীকে তাঁর স্বামী দুলন মিয়া (৪২) গলা কেটে হত্যা করার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এর আগের দিন গতকার মঙ্গলবার একই এলাকায় শিল্পী আক্তার (২৩) নামের এক গার্মেন্টস শ্রমিককেও তাঁর স্বামী গলা কেটে হত্যা করেন।
আজ দুপুরে হত্যাকাণ্ডের খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ দুলন মিয়াকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।
নিহত শিমা আক্তার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পুকুরপাড়া গ্রামের হাফিজ মিয়ার মেয়ে। তিনি পেশায় গৃহকর্মী ছিলেন। গ্রেপ্তার হওয়া দুলন মিয়া একই উপজেলার কবি খান্দান গ্রামের ফতু মিয়ার ছেলে এবং পেশায় সবজি ব্যবসায়ী। তাঁরা বর্তমানে দক্ষিণখানের আশকোনা পানির পাম্প এলাকার আনোয়ার হোসেনের ভাড়া বাড়িতে থাকতেন।
নিহত শিমা আক্তারের ছোট ভাই মাহফুজ মিয়া জানান, ‘পরিবারে ঝামেলা থাকতেই পারে। আমি বাসা থেকে বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। পরে আমার বোন যে বাসায় কাজ করে, সেখানে যাচ্ছিল। যাওয়ার পথে রাস্তায় দুলন মিয়া আমার বোনকে পেছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানান, স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর দুলন মিয়া বিষ পান করেছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর জ্ঞান ফিরেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাস্থলে থাকা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
মাত্র দুদিনের ব্যবধানে একই এলাকায় দুটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
২৫ মিনিট আগে
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিতে এসে বাবার মৃত্যুসংবাদ পান এক পরীক্ষার্থী। শোক আর কান্না বুকে চেপেই শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন তিনি। ওই পরীক্ষার্থীর নাম সালমা খাতুন। তিনি জেলার চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের আব্দুস সামাদ মুন্সির মেয়ে।
১ ঘণ্টা আগে
দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এর আগে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির
১ ঘণ্টা আগে