Ajker Patrika

দক্ষিণখানে আবারও রাস্তায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, বিষপানে স্বামীর ‘আত্মহত্যাচেষ্টা’

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৫, ২২: ৩১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানে মাত্র এক দিনের ব্যবধানে পৃথক দুটি ঘটনায় দুই নারী তাঁদের স্বামীর হাতে খুন হয়েছেন। আজ বুধবার দুপুরে আশকোনা পানির পাম্পসংলগ্ন সড়কে শিমা আক্তার (৩৯) নামের এক নারীকে তাঁর স্বামী দুলন মিয়া (৪২) গলা কেটে হত্যা করার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এর আগের দিন গতকার মঙ্গলবার একই এলাকায় শিল্পী আক্তার (২৩) নামের এক গার্মেন্টস শ্রমিককেও তাঁর স্বামী গলা কেটে হত্যা করেন।

আজ দুপুরে হত্যাকাণ্ডের খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ দুলন মিয়াকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।

নিহত শিমা আক্তার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পুকুরপাড়া গ্রামের হাফিজ মিয়ার মেয়ে। তিনি পেশায় গৃহকর্মী ছিলেন। গ্রেপ্তার হওয়া দুলন মিয়া একই উপজেলার কবি খান্দান গ্রামের ফতু মিয়ার ছেলে এবং পেশায় সবজি ব্যবসায়ী। তাঁরা বর্তমানে দক্ষিণখানের আশকোনা পানির পাম্প এলাকার আনোয়ার হোসেনের ভাড়া বাড়িতে থাকতেন।

নিহত শিমা আক্তারের ছোট ভাই মাহফুজ মিয়া জানান, ‘পরিবারে ঝামেলা থাকতেই পারে। আমি বাসা থেকে বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। পরে আমার বোন যে বাসায় কাজ করে, সেখানে যাচ্ছিল। যাওয়ার পথে রাস্তায় দুলন মিয়া আমার বোনকে পেছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানান, স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর দুলন মিয়া বিষ পান করেছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর জ্ঞান ফিরেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাস্থলে থাকা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

মাত্র দুদিনের ব্যবধানে একই এলাকায় দুটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ