নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে নারী সহকর্মীকে হেনস্তা ও মারধরের একটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ নির্দেশ দেন। পরে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বাদীর আইনজীবী মো. হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সাথীর পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত বছরের ১৯ জানুয়ারি আসামি নাসির উদ্দিন সাথী তাঁর অফিসের নারী কর্মী তূর্য্য রেজাউল কথাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য পাঠান। ভ্রমণ শেষে ২০ দিন পরে তিনি দেশে ফিরে আসেন। এরপর আসামি তূর্য্য রেজাউল কথাকে ফোন করে তাঁর অফিস কক্ষে ডাকেন। অফিসে গেলে সাথী তাঁকে কুপ্রস্তাব দিলে তাতে রাজি না হলে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় বাদী অফিস থেকে পালানোর চেষ্টা করলে সাথী ও তাঁর লোকজন ভুক্তভোগী নারীকে জোরপূর্বক আটকে রাখেন। তাঁরা ভুক্তভোগী নারীকে মারধরসহ মৃত্যুর ভয় দেখিয়ে ৯৮টি ফাঁকা চেক ও ৯টি ১০০ টাকা মূল্যের খালি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন। এরপর এসব অভিযোগ করে ২০২৪ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাথীসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থানাধীন এলাকা থেকে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৮ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হওয়া যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে নারী সহকর্মীকে হেনস্তা ও মারধরের একটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ নির্দেশ দেন। পরে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বাদীর আইনজীবী মো. হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সাথীর পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত বছরের ১৯ জানুয়ারি আসামি নাসির উদ্দিন সাথী তাঁর অফিসের নারী কর্মী তূর্য্য রেজাউল কথাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য পাঠান। ভ্রমণ শেষে ২০ দিন পরে তিনি দেশে ফিরে আসেন। এরপর আসামি তূর্য্য রেজাউল কথাকে ফোন করে তাঁর অফিস কক্ষে ডাকেন। অফিসে গেলে সাথী তাঁকে কুপ্রস্তাব দিলে তাতে রাজি না হলে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় বাদী অফিস থেকে পালানোর চেষ্টা করলে সাথী ও তাঁর লোকজন ভুক্তভোগী নারীকে জোরপূর্বক আটকে রাখেন। তাঁরা ভুক্তভোগী নারীকে মারধরসহ মৃত্যুর ভয় দেখিয়ে ৯৮টি ফাঁকা চেক ও ৯টি ১০০ টাকা মূল্যের খালি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন। এরপর এসব অভিযোগ করে ২০২৪ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাথীসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থানাধীন এলাকা থেকে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৮ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হওয়া যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

প্রায় ৯০ বছর বয়সী এই অসহায় বৃদ্ধা বসবাস করেন নেছারাবাদ উপজেলার কামারকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। কামারকাঠি গ্রামের সন্ধ্যা নদীর পাড়ঘেঁষা একটি ছোট, জীর্ণ ঘরই তাঁর একমাত্র আশ্রয়। নদীর তীরবর্তী হওয়ায় বৃষ্টি ও বন্যার দিনে দুর্ভোগ যেন আরও বেড়ে যায়। জীবনের শেষ বয়সে তাঁর ভরসা বলতে একমাত্র ছেলে।
৪ মিনিট আগে
ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৬ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৬ ঘণ্টা আগে