Ajker Patrika

ফতুল্লায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর ‘আত্মহত্যা’ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফতুল্লায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর ‘আত্মহত্যা’ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মহিউদ্দিন মৃদুল নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে। আজ মঙ্গলবার ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ফতুল্লা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মহিউদ্দিন মৃদুল (২৮) চাঁদপুর সদর উপজেলার পূর্বে গোসিলা এলাকার আবুল খায়েরের ছেলে। তিনি দেওভোগ এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। এই ঘটনায় মৃদুলের ভাই আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ্য করা হয়, মহিউদ্দিন মৃদুল পেশায় একজন রাজমিস্ত্রি। গতকাল তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। আজ মঙ্গলবার সকালে বাড়ির মালিক ও প্রতিবেশীরা পরিবারকে ফোন দিয়ে জানান মৃদুলের লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে।

পরে দ্রুত পরিবার ও পুলিশ উপস্থিত হয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান সজিব আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে স্ত্রীর সঙ্গে অভিমান করে মৃদুল আত্মহত্যা করেছেন। সুরতহাল রিপোর্টে এমনটাই মনে হয়েছে আমাদের। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত