নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে লকডাউনের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শনিবার রাস্তায় বের হওয়ায় ৩৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি)। মিথ্যা তথ্য দেওয়া ও মাস্ক ব্যবহার না করায় ১৩৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগ এসব আইনি ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কঠোর বিধিনিষেধ অমান্য করে কোনো কারণ ছাড়াই বের হওয়ার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৪৪১টি গাড়ির বিরুদ্ধে মামলা করে। এ সময় ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া বিধিনিষেধ কার্যকরে মাঠে অবস্থান করছে পুলিশ। অকারণে বাসা থেকে বের হলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটকের পর যাচাই বাছাই করে ৩৮৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
র্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বিধিনিষেধ বাস্তবায়নে সারা দেশে র্যাবের ১৮০টি টহল ও ১৮৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র্যাবের জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনা মূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি চলমান ছিল। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সরকার কর্তৃক ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এ ছাড়া র্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সারা দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বিধিনিষেধ অমান্য করায় সারা দেশব্যাপী পরিচালিত ২৭টি ভ্রাম্যমাণ আদালতে ২১২ জনকে এক লাখ ৯১ হাজার ৪৭০ টাকা জরিমানা করা হয়।

রাজধানীতে লকডাউনের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শনিবার রাস্তায় বের হওয়ায় ৩৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি)। মিথ্যা তথ্য দেওয়া ও মাস্ক ব্যবহার না করায় ১৩৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগ এসব আইনি ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কঠোর বিধিনিষেধ অমান্য করে কোনো কারণ ছাড়াই বের হওয়ার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৪৪১টি গাড়ির বিরুদ্ধে মামলা করে। এ সময় ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া বিধিনিষেধ কার্যকরে মাঠে অবস্থান করছে পুলিশ। অকারণে বাসা থেকে বের হলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটকের পর যাচাই বাছাই করে ৩৮৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
র্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বিধিনিষেধ বাস্তবায়নে সারা দেশে র্যাবের ১৮০টি টহল ও ১৮৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র্যাবের জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনা মূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি চলমান ছিল। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সরকার কর্তৃক ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এ ছাড়া র্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সারা দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বিধিনিষেধ অমান্য করায় সারা দেশব্যাপী পরিচালিত ২৭টি ভ্রাম্যমাণ আদালতে ২১২ জনকে এক লাখ ৯১ হাজার ৪৭০ টাকা জরিমানা করা হয়।

ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
৩ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
২১ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে