উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মো. জিয়াউর রহমান (৪২) নামের একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিমানবন্দরের বহুতল পার্কিং সংলগ্ন মসজিদের সামনে থেকে রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই প্রতারককে আটক করা হয়।
আটক হওয়া ওই ব্যক্তি যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়ার আব্দুল আজিজ মোল্লার ছেলে। তিনি বর্তমানে বিমানবন্দরের বাংলাদেশ ফ্রেইড ফরোয়ার্ডস অ্যাসোসিয়েশনের (বাফা) লোডার হিসেবে কর্মরত।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আটক জিয়াউর রহমান নিজেকে একজন সিনিয়র কাস্টমস অফিসার হিসেবে বিভিন্ন মানুষের কাছে পরিচয় দিতেন। সেই সঙ্গে বিমানবন্দরে চাকরির দেওয়ার কথা বলে এবং ব্যাংক লোন দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। পরে রাসেল আহমেদ (২৬), আরজু আহমেদ (৩৪), মোস্তাক আহমেদ (৫৭) ও শরিফুল ইসলাম (২৬) নামের চারজন ভুক্তভোগী এপিবিএনের কাছে অভিযোগ করেন।’
ভুক্তভোগীদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আটক হওয়া ওই ব্যক্তি ভুক্তভোগী রাসেল আহমেদকে ইউএস-বাংলা এয়ারলাইনসের হেল্পলাইনে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নিয়েছেন। শরিফুল ইসলামকেও একই এয়ারলাইনসের ট্রাফিক হেলপার পদে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নেন। অপরদিকে আরজু আহমেদকে ব্যাংক থেকে লোন করিয়ে দেবেন বলেন ১ লাখ ২৫ হাজার এবং মোস্তাক আহমেদকেও লোন করিয়ে দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা হাতিয়ে নেন।’
জিয়াউল হক জিয়া আরও বলেন, ‘অভিযোগের ভিত্তিতে বিমানবন্দরে খোঁজ নিয়ে জানা যায়-জিয়া আসলে কোনো কাস্টমস কর্মকর্তা নন। তিনি মূলত বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের একজন লোডার। তিনি বিভিন্ন জনকে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মো. জিয়াউর রহমান (৪২) নামের একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিমানবন্দরের বহুতল পার্কিং সংলগ্ন মসজিদের সামনে থেকে রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই প্রতারককে আটক করা হয়।
আটক হওয়া ওই ব্যক্তি যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়ার আব্দুল আজিজ মোল্লার ছেলে। তিনি বর্তমানে বিমানবন্দরের বাংলাদেশ ফ্রেইড ফরোয়ার্ডস অ্যাসোসিয়েশনের (বাফা) লোডার হিসেবে কর্মরত।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আটক জিয়াউর রহমান নিজেকে একজন সিনিয়র কাস্টমস অফিসার হিসেবে বিভিন্ন মানুষের কাছে পরিচয় দিতেন। সেই সঙ্গে বিমানবন্দরে চাকরির দেওয়ার কথা বলে এবং ব্যাংক লোন দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। পরে রাসেল আহমেদ (২৬), আরজু আহমেদ (৩৪), মোস্তাক আহমেদ (৫৭) ও শরিফুল ইসলাম (২৬) নামের চারজন ভুক্তভোগী এপিবিএনের কাছে অভিযোগ করেন।’
ভুক্তভোগীদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আটক হওয়া ওই ব্যক্তি ভুক্তভোগী রাসেল আহমেদকে ইউএস-বাংলা এয়ারলাইনসের হেল্পলাইনে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নিয়েছেন। শরিফুল ইসলামকেও একই এয়ারলাইনসের ট্রাফিক হেলপার পদে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নেন। অপরদিকে আরজু আহমেদকে ব্যাংক থেকে লোন করিয়ে দেবেন বলেন ১ লাখ ২৫ হাজার এবং মোস্তাক আহমেদকেও লোন করিয়ে দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা হাতিয়ে নেন।’
জিয়াউল হক জিয়া আরও বলেন, ‘অভিযোগের ভিত্তিতে বিমানবন্দরে খোঁজ নিয়ে জানা যায়-জিয়া আসলে কোনো কাস্টমস কর্মকর্তা নন। তিনি মূলত বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের একজন লোডার। তিনি বিভিন্ন জনকে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।’

সোমবার বিকেলে র্যাব-৭-এর একটি আভিযানিক দল মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
১১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
২৬ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে