Ajker Patrika

দিনভর উৎসুক জনতার অপেক্ষা, কারামুক্ত হলেন না পরীমণি

প্রতিনিধি, গাজীপুর
দিনভর উৎসুক জনতার অপেক্ষা, কারামুক্ত হলেন না পরীমণি

মাদক মামলায় গ্রেপ্তার আলোচিত চিত্রনায়িকা পরীমণি আজ মঙ্গলবার ঢাকার আদালত থেকে জামিন পেয়েছেন। কিন্তু জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছানোর কারণে তিনি কারামুক্ত হতে পারেননি। রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলা সুপার হালিমা খাতুন। 

তিনি বলেন,  নিয়ম মোতাবেক কোনো আসামির জামিন হলে জামিননামা বিকেল ৫টার মধ্যে আমাদের কাছে এলে আমরা কারামুক্ত করি। সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীমণির জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়নি। তাই তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। 

২৬ দিন ধরে কারাগারে পরীমণি। আজ দুপুর ২টার দিকে ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন আবেদন মঞ্জুর করেন।  

এদিকে পরীমণির জামিনের খবর পেয়ে বিকেল থেকে গাজীপুরের কাশিমপুর কারারের প্রধান ফটকে উৎসুক জনতার ভিড় করে। ফটকের সামনে বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেন। 

বিকেল থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন উৎসুক জনতাকারা সূত্রে জানা গেছে, পরীমণির জামিনের আদেশ সংক্রান্ত কাগজপত্র প্রথমে যাবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখান থেকে কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছালে সেগুলো যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হবে। এ প্রক্রিয়া শেষ করে পরীমণির  ‍মুক্তি পেতে আগামীকাল বুধবার দুপুর হয়ে যেতে পারে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। এ সময় তাঁর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রাতে পরীমণিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত