Ajker Patrika

সোনারগাঁয়ে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর

সোনারগাঁয়ে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর

শত্রুতার জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হামলা চালিয়ে জাকির হোসেন ঝন্টুর নামের এক সাংবাদিকের ঘরবাড়ি ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। আজ শুক্রবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের গনকবাড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয় দৈনিক অগ্রবানী পত্রিকায় কাজ করেন।  এ ঘটনায় তিনি বাদি হয়ে ১২জনকে আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাকির হোসেন ঝন্টুর পরিবারে সঙ্গে একই গ্রামের ইসরাফিলের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। আজ শুক্রবার তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে ইসরাফিল, ইউসুফ, আবু তালেব, আবু সিদ্দিক ও হোসেনসহ ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাংচুর ও দুই শতাধিক বিভিন্ন ফলদ ও কাঠ গাছ কেটে ফেলা হয়। বাধা দিতে গেলে স্ত্রীকে পিটিয়ে ঝন্টুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। 

এ নিয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন,‘এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিকেলে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত