টাঙ্গাইল প্রতিনিধি

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি। আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে হয়—সে বিষয়ে তারা ভূমিকা রাখার কথা বলেছে।’
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘কেউ যদি নির্বাচনকে ব্যাহত করে, সন্ত্রাসী কার্যক্রম করে। যেটি ২০১৩, ’১৪ ও ’১৫ সালে করেছে, সেই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে—সেই বিষয়ে তারা (যুক্তরাষ্ট্র) কথা বলেছে।’
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের সম্মেলনের আগে ‘নির্বাচনী অনিয়মের সঙ্গে জড়িত বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার বিষয়ে’ সাংবাদিকদের প্রশ্নোত্তরে আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে সাংবাদিকদের জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘নির্বাচন করবে নির্বাচন কমিশন, সরকারের এখানে কিছুই করার নাই। আমরা আশাবাদী বিএনপিও নির্বাচনে আসবে, দেশে সুষ্ঠু নির্বাচন হবে। এরপরও যদি ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকার আনতে চায়, তাহলে এ দেশের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোকাবিলা করবে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র ভিসার বিষয়ে যা বলেছে, তা আমাদের জন্য হতাশ হওয়ার কিছুই নেই। আমরা যেটি চাই, সেটি হচ্ছে সুন্দর নির্বাচন। গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে সেটি বাংলাদেশে হবে। এটি বড় নির্বাচনে প্রভাব বিস্তার করবে। এর অর্থ এই না, আমরা জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাব। ৩০০ সিট রয়েছে, কিন্তু আমাদের দরকার ১৫০টি সিট। আমরা সব জায়গায় জিততে পারি না।’
গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানান আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম গ্রহণযোগ্য নির্বাচন। জাতিকে গাজীপুরে গ্রহণযোগ্য নির্বাচন দেখিয়েছি। আমরা ফলাফল নিয়ে বিচলিত নই।’
টাঙ্গাইল জেলা যুবলীগের সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল। সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। প্রধান বক্তার বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
সম্মেলনে অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামছুন নাহার চাঁপা, কেন্দ্রীয় সদস্য তারানা হালিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মামুনুর রশীদ, আহসানুল ইসলাম টিটু, হাসান ইমাম খান সোহেল হাজারী, মো. ছানোয়ার হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাবলী প্রমুখ।

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি। আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে হয়—সে বিষয়ে তারা ভূমিকা রাখার কথা বলেছে।’
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘কেউ যদি নির্বাচনকে ব্যাহত করে, সন্ত্রাসী কার্যক্রম করে। যেটি ২০১৩, ’১৪ ও ’১৫ সালে করেছে, সেই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে—সেই বিষয়ে তারা (যুক্তরাষ্ট্র) কথা বলেছে।’
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের সম্মেলনের আগে ‘নির্বাচনী অনিয়মের সঙ্গে জড়িত বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার বিষয়ে’ সাংবাদিকদের প্রশ্নোত্তরে আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে সাংবাদিকদের জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘নির্বাচন করবে নির্বাচন কমিশন, সরকারের এখানে কিছুই করার নাই। আমরা আশাবাদী বিএনপিও নির্বাচনে আসবে, দেশে সুষ্ঠু নির্বাচন হবে। এরপরও যদি ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকার আনতে চায়, তাহলে এ দেশের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোকাবিলা করবে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র ভিসার বিষয়ে যা বলেছে, তা আমাদের জন্য হতাশ হওয়ার কিছুই নেই। আমরা যেটি চাই, সেটি হচ্ছে সুন্দর নির্বাচন। গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে সেটি বাংলাদেশে হবে। এটি বড় নির্বাচনে প্রভাব বিস্তার করবে। এর অর্থ এই না, আমরা জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাব। ৩০০ সিট রয়েছে, কিন্তু আমাদের দরকার ১৫০টি সিট। আমরা সব জায়গায় জিততে পারি না।’
গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানান আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম গ্রহণযোগ্য নির্বাচন। জাতিকে গাজীপুরে গ্রহণযোগ্য নির্বাচন দেখিয়েছি। আমরা ফলাফল নিয়ে বিচলিত নই।’
টাঙ্গাইল জেলা যুবলীগের সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল। সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। প্রধান বক্তার বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
সম্মেলনে অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামছুন নাহার চাঁপা, কেন্দ্রীয় সদস্য তারানা হালিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মামুনুর রশীদ, আহসানুল ইসলাম টিটু, হাসান ইমাম খান সোহেল হাজারী, মো. ছানোয়ার হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাবলী প্রমুখ।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৩ ঘণ্টা আগে