নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক মাসের ছুটি নিয়ে মার্চে দেশে আসেন আমিরাতপ্রবাসী রমজান আলী (৩৫)। এখন প্রায় ছয় মাস শেষ হতে চললেও কর্মস্থলে ফিরতে পারছেন না। এদিকে দুদিন আগে শেষ হয়েছে ভিসার মেয়াদ। এখন কপাল চাপড়াচ্ছেন মুন্সিগঞ্জের এই ব্যক্তি। গতকাল রোববার বিমানবন্দরে গিয়ে দেখা যায়, ফাইল হাতে নিয়ে বিমানবন্দরের এক গেট থেকে ছুটছেন আরেক গেটে। চোখেমুখে অন্ধকার। কর্মস্থলে ফিরতে না পারলে বকেয়া বেতনের সবটাই খোয়াতে হবে তাঁকে।
রমজান আলী বললেন, ‘টিভিতে খবর দেখে দুই দিন ধরে করোনা পরীক্ষার জন্য বিমানবন্দরে পড়ে আছি। কিন্তু হচ্ছে না। এখন বলে এক কথা, কিছুক্ষণ পর আরেক কথা। গতকাল (শনিবার) আমার ভিসার মেয়াদ শেষ হয়েছে, এখন কোথায় যাব? দেশের জন্য আমরা এত কিছু করি, তাহলে দেশ আমাদের জন্য এতটুকু করতে পারছে না?’ তিনি বলেন, ‘গতকাল আমার ফ্লাইট ছিল। কিন্তু করোনা পরীক্ষা করতে না পারায় যেতে পারিনি। এখন ভিসার মেয়াদ শেষ, তাহলে আমি কি যেতে পারব না?
১৩ বছর ধরে দুবাই থাকি, সেখানে এখনো অনেক টাকা আমার পড়ে আছে, না ফিরতে পারলে টাকাগুলো পাব না।’
একই অবস্থা গিয়াস উদ্দিনের। একদিকে টিকার জটিলতা, অন্যদিকে বিমানবন্দরে করোনা পরীক্ষা নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি। গিয়াস উদ্দিন বলেন, টিকিট কেটেও বাতিল করতে হয়েছে। বারবার তারিখ দিলেও আমাদের ভোগান্তি ছাড়া কিছুই হচ্ছে না।
বেসামরিক সিভিল চলাচল কর্তৃপক্ষ (সিভিল অ্যাভিয়েশন) বলছে, পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করছে। এটি যাতে ত্বরান্বিত করা যায় তারা সেই চেষ্টা করবে। এ বিষয়ে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ল্যাব স্থাপনে এত সময় লাগা দুঃখজনক। প্রবাসীদের কথা চিন্তা করা দরকার ছিল। বিষয়টি নিয়ে এক সপ্তাহ আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। যাতে তারা পদক্ষেপ নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করলে দেশটি (আরব আমিরাত) বিবেচনায় নিয়ে মেয়াদ বাড়িয়ে দিচ্ছে। আশা করা যায় যাদের এ সমস্যা হয়েছে দ্রুত সমাধান হয়ে যাবে।
এদিকে বিমানবন্দরে ল্যাব (পরীক্ষাগার) স্থাপন হলেও আপাতত পরীক্ষামূলক পরীক্ষা চালানো হচ্ছে। গতকাল পরীক্ষামূলকভাবে ৯৬ জনের নমুনা পরীক্ষা হয়। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চালুর কথা রয়েছে। গতকাল রোববার সরেজমিনে ল্যাব ঘুরে দেখা যায়, বিমানবন্দরের দ্বিতীয় তলায় স্বাস্থ্যসেবার পাশে বেশ খোলামেলা জায়গায় নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। মূল কার্যক্রম চালু হতে আরও কিছুটা সময় লাগবে। নিচ তলায় ছয়টি প্রতিষ্ঠানের ১২টি মেশিন আছে।
বিমানবন্দরে সর্বশেষ প্রস্তুতি দেখতে গিয়ে ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মইনুল আহসান গতকাল বলেন, ২৮ সেপ্টেম্বর থেকে প্রবাসীদের করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই থেকে আড়াই ঘণ্টায় প্রবাসীদের করোনা পরীক্ষার ফল দেওয়া যাবে। তবে ফি কত সে ব্যাপারে স্পষ্ট করে তিনি কিছু বলতে পারেননি।
এদিকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জমা দেওয়া ছয় প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতার অনুমোদন রোববার রাতেই আসার কথা জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন। সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে, আশা করি সব প্রতিষ্ঠানই তাদের কাছে (আমিরাত) গ্রহণযোগ্যতা পাবে। ফলে নতুন করে তারিখ পরিবর্তন করতে হবে না।

এক মাসের ছুটি নিয়ে মার্চে দেশে আসেন আমিরাতপ্রবাসী রমজান আলী (৩৫)। এখন প্রায় ছয় মাস শেষ হতে চললেও কর্মস্থলে ফিরতে পারছেন না। এদিকে দুদিন আগে শেষ হয়েছে ভিসার মেয়াদ। এখন কপাল চাপড়াচ্ছেন মুন্সিগঞ্জের এই ব্যক্তি। গতকাল রোববার বিমানবন্দরে গিয়ে দেখা যায়, ফাইল হাতে নিয়ে বিমানবন্দরের এক গেট থেকে ছুটছেন আরেক গেটে। চোখেমুখে অন্ধকার। কর্মস্থলে ফিরতে না পারলে বকেয়া বেতনের সবটাই খোয়াতে হবে তাঁকে।
রমজান আলী বললেন, ‘টিভিতে খবর দেখে দুই দিন ধরে করোনা পরীক্ষার জন্য বিমানবন্দরে পড়ে আছি। কিন্তু হচ্ছে না। এখন বলে এক কথা, কিছুক্ষণ পর আরেক কথা। গতকাল (শনিবার) আমার ভিসার মেয়াদ শেষ হয়েছে, এখন কোথায় যাব? দেশের জন্য আমরা এত কিছু করি, তাহলে দেশ আমাদের জন্য এতটুকু করতে পারছে না?’ তিনি বলেন, ‘গতকাল আমার ফ্লাইট ছিল। কিন্তু করোনা পরীক্ষা করতে না পারায় যেতে পারিনি। এখন ভিসার মেয়াদ শেষ, তাহলে আমি কি যেতে পারব না?
১৩ বছর ধরে দুবাই থাকি, সেখানে এখনো অনেক টাকা আমার পড়ে আছে, না ফিরতে পারলে টাকাগুলো পাব না।’
একই অবস্থা গিয়াস উদ্দিনের। একদিকে টিকার জটিলতা, অন্যদিকে বিমানবন্দরে করোনা পরীক্ষা নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি। গিয়াস উদ্দিন বলেন, টিকিট কেটেও বাতিল করতে হয়েছে। বারবার তারিখ দিলেও আমাদের ভোগান্তি ছাড়া কিছুই হচ্ছে না।
বেসামরিক সিভিল চলাচল কর্তৃপক্ষ (সিভিল অ্যাভিয়েশন) বলছে, পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করছে। এটি যাতে ত্বরান্বিত করা যায় তারা সেই চেষ্টা করবে। এ বিষয়ে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ল্যাব স্থাপনে এত সময় লাগা দুঃখজনক। প্রবাসীদের কথা চিন্তা করা দরকার ছিল। বিষয়টি নিয়ে এক সপ্তাহ আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। যাতে তারা পদক্ষেপ নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করলে দেশটি (আরব আমিরাত) বিবেচনায় নিয়ে মেয়াদ বাড়িয়ে দিচ্ছে। আশা করা যায় যাদের এ সমস্যা হয়েছে দ্রুত সমাধান হয়ে যাবে।
এদিকে বিমানবন্দরে ল্যাব (পরীক্ষাগার) স্থাপন হলেও আপাতত পরীক্ষামূলক পরীক্ষা চালানো হচ্ছে। গতকাল পরীক্ষামূলকভাবে ৯৬ জনের নমুনা পরীক্ষা হয়। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চালুর কথা রয়েছে। গতকাল রোববার সরেজমিনে ল্যাব ঘুরে দেখা যায়, বিমানবন্দরের দ্বিতীয় তলায় স্বাস্থ্যসেবার পাশে বেশ খোলামেলা জায়গায় নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। মূল কার্যক্রম চালু হতে আরও কিছুটা সময় লাগবে। নিচ তলায় ছয়টি প্রতিষ্ঠানের ১২টি মেশিন আছে।
বিমানবন্দরে সর্বশেষ প্রস্তুতি দেখতে গিয়ে ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মইনুল আহসান গতকাল বলেন, ২৮ সেপ্টেম্বর থেকে প্রবাসীদের করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই থেকে আড়াই ঘণ্টায় প্রবাসীদের করোনা পরীক্ষার ফল দেওয়া যাবে। তবে ফি কত সে ব্যাপারে স্পষ্ট করে তিনি কিছু বলতে পারেননি।
এদিকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জমা দেওয়া ছয় প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতার অনুমোদন রোববার রাতেই আসার কথা জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন। সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে, আশা করি সব প্রতিষ্ঠানই তাদের কাছে (আমিরাত) গ্রহণযোগ্যতা পাবে। ফলে নতুন করে তারিখ পরিবর্তন করতে হবে না।

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
২ ঘণ্টা আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আইনগত কাজ করতে গেলে মানুষ ভুল বোঝে। তারা মনে করে এঁরা (পুলিশ সদস্য) ৫ আগস্টের আগের পুলিশ, তাঁরা কেন গ্রেপ্তার করবেন? তাঁরা কেন রাস্তা ছেড়ে দিতে বলবেন? নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকার দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে