নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি ডেঙ্গু মশার উপদ্রবসহ শীত মৌসুমে কিউলেক্স মশার সমস্যা নিরসনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রতিদিন বিমানবন্দরের বিভিন্ন স্থানে সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) এবং ডিএনসিসির পরামর্শ মোতাবেক ওষুধ ব্যবহার করে লার্ভিসাইড স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে। এমনকি মশা তাড়াতে সকাল-সন্ধ্যা দুইবেলা ধূপ জ্বালিয়ে ধোঁয়াও দেওয়া হচ্ছে।
আজ সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) এর সহায়তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনা মোতাবেক বিমানবন্দর কর্তৃপক্ষ মশক নিয়ন্ত্রণে কাজ করে চলেছে। এর মধ্যে লার্ভা নিয়ন্ত্রণে লার্ভিসাইড স্প্রে, এডাল্টিসাইডিং নিয়ন্ত্রণে ফগিং কার্যক্রম চালানো হচ্ছে। এ ছাড়া বিমানবন্দরের সকল প্রবেশ ও বহির্গমন গেটের দুই পাশে সকাল এবং সন্ধ্যায় ধূপ ধোঁয়া দেওয়া হচ্ছে। বায়োকন্ট্রোল মাধ্যমে মশা নিয়ন্ত্রণের জন্য বিমানবন্দরে এয়ার ও ল্যান্ড সাইডের বিভিন্ন খাল ও পুকুরে গাপ্পি মাছ অবমুক্ত করা হয়েছে। বিমানবন্দরে মশা নিরোধক ফুলের গাছ যেমন-গাঁদা, লেমন গ্রাস ও তুলসি গাছ রোপণ করা হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মশক নিয়ন্ত্রণে আগের চেয়ে আমরা তৎপরতা বাড়িয়েছি। এর সুফলও পেয়েছি। তবে আশপাশের ১ থেকে ২ কিলোমিটার দূর থেকেও মশা উড়ে আসতে পারে, তাই বিমানবন্দর সংলগ্ন ১,৬ ও ১৭ নম্বর ওয়ার্ড মশকমুক্ত রাখার ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অনুরোধ জানিয়েছি।’

সম্প্রতি ডেঙ্গু মশার উপদ্রবসহ শীত মৌসুমে কিউলেক্স মশার সমস্যা নিরসনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রতিদিন বিমানবন্দরের বিভিন্ন স্থানে সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) এবং ডিএনসিসির পরামর্শ মোতাবেক ওষুধ ব্যবহার করে লার্ভিসাইড স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে। এমনকি মশা তাড়াতে সকাল-সন্ধ্যা দুইবেলা ধূপ জ্বালিয়ে ধোঁয়াও দেওয়া হচ্ছে।
আজ সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) এর সহায়তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনা মোতাবেক বিমানবন্দর কর্তৃপক্ষ মশক নিয়ন্ত্রণে কাজ করে চলেছে। এর মধ্যে লার্ভা নিয়ন্ত্রণে লার্ভিসাইড স্প্রে, এডাল্টিসাইডিং নিয়ন্ত্রণে ফগিং কার্যক্রম চালানো হচ্ছে। এ ছাড়া বিমানবন্দরের সকল প্রবেশ ও বহির্গমন গেটের দুই পাশে সকাল এবং সন্ধ্যায় ধূপ ধোঁয়া দেওয়া হচ্ছে। বায়োকন্ট্রোল মাধ্যমে মশা নিয়ন্ত্রণের জন্য বিমানবন্দরে এয়ার ও ল্যান্ড সাইডের বিভিন্ন খাল ও পুকুরে গাপ্পি মাছ অবমুক্ত করা হয়েছে। বিমানবন্দরে মশা নিরোধক ফুলের গাছ যেমন-গাঁদা, লেমন গ্রাস ও তুলসি গাছ রোপণ করা হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মশক নিয়ন্ত্রণে আগের চেয়ে আমরা তৎপরতা বাড়িয়েছি। এর সুফলও পেয়েছি। তবে আশপাশের ১ থেকে ২ কিলোমিটার দূর থেকেও মশা উড়ে আসতে পারে, তাই বিমানবন্দর সংলগ্ন ১,৬ ও ১৭ নম্বর ওয়ার্ড মশকমুক্ত রাখার ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অনুরোধ জানিয়েছি।’

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৩ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১৭ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
২৩ মিনিট আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৩৩ মিনিট আগে