নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি ডেঙ্গু মশার উপদ্রবসহ শীত মৌসুমে কিউলেক্স মশার সমস্যা নিরসনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রতিদিন বিমানবন্দরের বিভিন্ন স্থানে সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) এবং ডিএনসিসির পরামর্শ মোতাবেক ওষুধ ব্যবহার করে লার্ভিসাইড স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে। এমনকি মশা তাড়াতে সকাল-সন্ধ্যা দুইবেলা ধূপ জ্বালিয়ে ধোঁয়াও দেওয়া হচ্ছে।
আজ সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) এর সহায়তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনা মোতাবেক বিমানবন্দর কর্তৃপক্ষ মশক নিয়ন্ত্রণে কাজ করে চলেছে। এর মধ্যে লার্ভা নিয়ন্ত্রণে লার্ভিসাইড স্প্রে, এডাল্টিসাইডিং নিয়ন্ত্রণে ফগিং কার্যক্রম চালানো হচ্ছে। এ ছাড়া বিমানবন্দরের সকল প্রবেশ ও বহির্গমন গেটের দুই পাশে সকাল এবং সন্ধ্যায় ধূপ ধোঁয়া দেওয়া হচ্ছে। বায়োকন্ট্রোল মাধ্যমে মশা নিয়ন্ত্রণের জন্য বিমানবন্দরে এয়ার ও ল্যান্ড সাইডের বিভিন্ন খাল ও পুকুরে গাপ্পি মাছ অবমুক্ত করা হয়েছে। বিমানবন্দরে মশা নিরোধক ফুলের গাছ যেমন-গাঁদা, লেমন গ্রাস ও তুলসি গাছ রোপণ করা হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মশক নিয়ন্ত্রণে আগের চেয়ে আমরা তৎপরতা বাড়িয়েছি। এর সুফলও পেয়েছি। তবে আশপাশের ১ থেকে ২ কিলোমিটার দূর থেকেও মশা উড়ে আসতে পারে, তাই বিমানবন্দর সংলগ্ন ১,৬ ও ১৭ নম্বর ওয়ার্ড মশকমুক্ত রাখার ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অনুরোধ জানিয়েছি।’

সম্প্রতি ডেঙ্গু মশার উপদ্রবসহ শীত মৌসুমে কিউলেক্স মশার সমস্যা নিরসনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রতিদিন বিমানবন্দরের বিভিন্ন স্থানে সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) এবং ডিএনসিসির পরামর্শ মোতাবেক ওষুধ ব্যবহার করে লার্ভিসাইড স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে। এমনকি মশা তাড়াতে সকাল-সন্ধ্যা দুইবেলা ধূপ জ্বালিয়ে ধোঁয়াও দেওয়া হচ্ছে।
আজ সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) এর সহায়তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনা মোতাবেক বিমানবন্দর কর্তৃপক্ষ মশক নিয়ন্ত্রণে কাজ করে চলেছে। এর মধ্যে লার্ভা নিয়ন্ত্রণে লার্ভিসাইড স্প্রে, এডাল্টিসাইডিং নিয়ন্ত্রণে ফগিং কার্যক্রম চালানো হচ্ছে। এ ছাড়া বিমানবন্দরের সকল প্রবেশ ও বহির্গমন গেটের দুই পাশে সকাল এবং সন্ধ্যায় ধূপ ধোঁয়া দেওয়া হচ্ছে। বায়োকন্ট্রোল মাধ্যমে মশা নিয়ন্ত্রণের জন্য বিমানবন্দরে এয়ার ও ল্যান্ড সাইডের বিভিন্ন খাল ও পুকুরে গাপ্পি মাছ অবমুক্ত করা হয়েছে। বিমানবন্দরে মশা নিরোধক ফুলের গাছ যেমন-গাঁদা, লেমন গ্রাস ও তুলসি গাছ রোপণ করা হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মশক নিয়ন্ত্রণে আগের চেয়ে আমরা তৎপরতা বাড়িয়েছি। এর সুফলও পেয়েছি। তবে আশপাশের ১ থেকে ২ কিলোমিটার দূর থেকেও মশা উড়ে আসতে পারে, তাই বিমানবন্দর সংলগ্ন ১,৬ ও ১৭ নম্বর ওয়ার্ড মশকমুক্ত রাখার ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অনুরোধ জানিয়েছি।’

সিলেটবাসী এবং ভ্রমণে আসা পর্যটকদের যোগাযোগের অন্যতম মাধ্যম রেলপথ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রেলযাত্রা হয়ে উঠছে বিরক্তির ও ভোগান্তির। টিকিট-সংকট, জরাজীর্ণ অবকাঠামো, ইঞ্জিনের ত্রুটি ও সংকটের কারণে নিয়মিতই ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হচ্ছে।
২ মিনিট আগে
খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে